Coloured Hair Care: রং করা চুলের যত্ন না নিলেই সর্বনাশ! জানুন নিয়মিত যত্নের পাঁচ উপায়

May 18, 2024 | 3:11 PM

চুলের যাতে রং বেশিদিন স্থায়ী থাকে, আবার চুলও রেশমের মতো কোমল এবং সুন্দর হয়, সে জন্যই এই যত্ন। কীভাবে সেই রং করা চুলের যন্ত নেবেন জেনে নিন।

1 / 8
চুলকে রাঙিয়ে তুলতে বিভিন্ন বয়সের মানুষ চুলে রং করিয়ে থাকেন। ব্রাউন, বার্গেন্ডি তো ছিলই। তালে তাল মেলাতে পার্পল, ব্লু শেডও করাচ্ছেন কেউ কেউ।

চুলকে রাঙিয়ে তুলতে বিভিন্ন বয়সের মানুষ চুলে রং করিয়ে থাকেন। ব্রাউন, বার্গেন্ডি তো ছিলই। তালে তাল মেলাতে পার্পল, ব্লু শেডও করাচ্ছেন কেউ কেউ।

2 / 8
চুলে রং করালেই তো হল না। সেই রং যাতে স্থায়ী হয়। পছন্দের শেডের ঔজ্জ্বল যাতে থাকে, তার জন্য বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।

চুলে রং করালেই তো হল না। সেই রং যাতে স্থায়ী হয়। পছন্দের শেডের ঔজ্জ্বল যাতে থাকে, তার জন্য বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।

3 / 8
চুলের রং বেশিদিন স্থায়ী থাকে, আবার চুলও রেশমের মতো কোমল এবং সুন্দর হয়, সে জন্যই এই যত্ন। কীভাবে সেই রং করা চুলের যন্ত নেবেন জেনে নিন।

চুলের রং বেশিদিন স্থায়ী থাকে, আবার চুলও রেশমের মতো কোমল এবং সুন্দর হয়, সে জন্যই এই যত্ন। কীভাবে সেই রং করা চুলের যন্ত নেবেন জেনে নিন।

4 / 8
নিয়মিত চুলে রং করলে চুল রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়। তাই চুলে রং করলে নিয়মিত তেল মাখুন। বিশেষ করে শ্যাম্পু করার আগে হট অয়েল মাসাজ করার চুলে। চুলের গোড়ায় মাসাজ করান।

নিয়মিত চুলে রং করলে চুল রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়। তাই চুলে রং করলে নিয়মিত তেল মাখুন। বিশেষ করে শ্যাম্পু করার আগে হট অয়েল মাসাজ করার চুলে। চুলের গোড়ায় মাসাজ করান।

5 / 8
রোজ শ্যাম্পু করলে চুল রুক্ষ হবেই। রং করা থাকলে তো আরও বেশি হবে। ভেবেচিন্তে প্রয়োজন অনুযায়ী শ্যাম্পু করুন। সপ্তাহে তিন দিন শ্যাম্পু যথেষ্ট হতে পারে।

রোজ শ্যাম্পু করলে চুল রুক্ষ হবেই। রং করা থাকলে তো আরও বেশি হবে। ভেবেচিন্তে প্রয়োজন অনুযায়ী শ্যাম্পু করুন। সপ্তাহে তিন দিন শ্যাম্পু যথেষ্ট হতে পারে।

6 / 8
শ্যাম্পু করিয়ে কন্ডিশনার লাগাতে অবশ্যই ভুলবেন না। কন্ডিশনার চুলকে পুষ্টি জোগায়। চুলকে ভঙ্গুরতা থেকেও রক্ষা করে।

শ্যাম্পু করিয়ে কন্ডিশনার লাগাতে অবশ্যই ভুলবেন না। কন্ডিশনার চুলকে পুষ্টি জোগায়। চুলকে ভঙ্গুরতা থেকেও রক্ষা করে।

7 / 8
যাঁদের চুল কালার ট্রিটেড, তাঁদের নিয়মিত শ্যাম্পু কন্ডিশনার ছাড়াও প্রতি সপ্তাহে হেয়ার মাস্ক ব্যবহার করা দরকার। তাতে চুল আর্দ্র থাকবে, রুক্ষ, ক্ষতিগ্রস্ত চুলের সমস্যা এড়িয়ে চলতে পারবেন।

যাঁদের চুল কালার ট্রিটেড, তাঁদের নিয়মিত শ্যাম্পু কন্ডিশনার ছাড়াও প্রতি সপ্তাহে হেয়ার মাস্ক ব্যবহার করা দরকার। তাতে চুল আর্দ্র থাকবে, রুক্ষ, ক্ষতিগ্রস্ত চুলের সমস্যা এড়িয়ে চলতে পারবেন।

8 / 8
চুল ধুয়ে ফেলার পরে আর্দ্রতাটুকু চুলের গভীরে ধরে রাখার জন্য আপনার দরকার হেয়ার সিরাম। আধভেজা চুলে কয়েক ফোঁটা হেয়ার সিরাম মেখে নিন, চুল নিয়ে আর কোনও দুশ্চিন্তাই থাকবে না!

চুল ধুয়ে ফেলার পরে আর্দ্রতাটুকু চুলের গভীরে ধরে রাখার জন্য আপনার দরকার হেয়ার সিরাম। আধভেজা চুলে কয়েক ফোঁটা হেয়ার সিরাম মেখে নিন, চুল নিয়ে আর কোনও দুশ্চিন্তাই থাকবে না!

Next Photo Gallery