Papaya Face Pack: পুজোর আগে ফেরান ত্বকের জেল্লা, সপ্তাহে ২ বার মুখে মাখুন পাকা পেঁপে
Home Remedies for Skin: ত্বককে হাইড্রেটেড রাখতে এবং ত্বককে ক্ষয়ের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে পাকা পেঁপে। পাকা পেঁপে মুখে মাখলে ত্বকের বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। ত্বককে এক্সফোলিয়েট করে এবং দাগছোপ দূর করে। কোন উপায়ে মুখে পাকা পেঁপে মাখবেন, রইল টিপস।
Most Read Stories