Under Eye Care: ব্রণ তাড়ানোর ক্রিমই চোখের তলাতেও ঘষছেন? ডার্ক সার্কেল এড়াতে গিয়ে ভুল করছেন না তো!
TV9 Bangla Digital | Edited By: megha
Jun 13, 2023 | 3:00 PM
Skin care ingredients: চোখের কালি দূর করতে আন্ডার আই ক্রিমে উপরই বেশিরভাগ মানুষ ভরসা রাখেন। আন্ডার আই ক্রিম হিসেবে সব ধরনের পণ্য আপনি চোখের তলায় লাগাতে পারবেন না। এমন বেশ কিছু উপাদান রয়েছে যা চোখের চারপাশের চামড়ায় লাগানো উচিত নয়।
1 / 8
প্রত্যেকেই একটি প্রাথমিক স্কিন কেয়ার রুটিন মেনে চলেন। কিন্তু খুব বেশি নজর দেওয়া হয় না চোখের ক্ষেত্রে। সঠিক স্কিন কেয়ারের অভাব, মানসিক চাপ ও অনিদ্রার জেরে চওড়া হতে শুরু করে চোখের কালি। তাছাড়া চোখের চারপাশের ত্বক সংবেদনশীল হয়।
2 / 8
চোখের কালি দূর করতে আন্ডার আই ক্রিমে উপরই বেশিরভাগ মানুষ ভরসা রাখেন। আন্ডার আই ক্রিম হিসেবে সব ধরনের পণ্য আপনি চোখের তলায় লাগাতে পারবেন না। এমন বেশ কিছু উপাদান রয়েছে যা চোখের চারপাশের চামড়ায় লাগানো উচিত নয়।
3 / 8
বয়স বাড়লে চোখের চারপাশের চামড়া কুঁচকে যায়। এই সমস্যা এড়াতে অনেকেই অ্যান্টি-এজিং উপাদান হিসেবে রেটিনয়েড ব্যবহার করেন। এই রেটিনয়েড বলিরেখা কমাতে সাহায্য করে। কিন্তু চোখের নিচে এই রেটিনয়েড লাগালে র্যাশ, লালচে ভাব, শুষ্কভাব অনুভব করতে পারেন।
4 / 8
ব্রণ সমস্যা দূর করতে দারুণ কার্যকর স্যালিসিলিক অ্যাসিড। এই উপাদান পোরসগুলো পরিষ্কার করতে সাহায্য করে। কিন্তু চোখের নিচে স্যালিসিলিক অ্যাসিড যুক্ত পণ্য লাগালে জ্বালাভাব দেখা দিতে পারে।
5 / 8
মূলত দাগছোপ দূর করতে এবং চুলের রং হালকা করতে হাইড্রোজেন পারওক্সিডাই ব্যবহার করা হয়। কিন্তু চোখের নিচের ত্বক এই হাইড্রোজেন পারওক্সিডাই লাগালে অস্বস্তি দেখা দিতে পারে। একইভাবে, যে ময়েশ্চারাইজারে সুগন্ধ রয়েছে, সেগুলো এড়িয়ে চলুন।
6 / 8
অনেকেই ত্বকের যত্নে দারুচিনি ব্যবহার করেন। কিন্তু চোখের কালি দূর করতে ভুলেও দারুচিনি ব্যবহার করবেন না। এতে আপনার চোখের চারপাশের ত্বকে জ্বালাভাব দেখা দিতে পারে। পাশাপাশি কোনও ধরনের এসেনশিয়াল অয়েল ব্যবহার করবেন না।
7 / 8
এমন অনেক টোনার রয়েছে, যা মধ্যে অ্যালকোহল থাকে। অ্যালকোহল-যুক্ত স্কিন কেয়ার পণ্য চোখের নিচে বা চারপাশের চামড়ায় ব্যবহার করবেন না। এতে র্যাশ, লালচে ভাব ও জ্বালাভাব দেখা দিতে পারে।
8 / 8
হাইড্রেটিং পণ্য রয়েছে এমন আই ক্রিম বেছে নিন। হায়ালিউরনিক অ্যাসিড, সেরামাইডস রয়েছে এমন আই ক্রিম ব্যবহার করুন। এতে চোখের চারপাশের চামড়ার আর্দ্রতা বজায় থাকবে এবং ডার্ক সার্কেল প্রতিরোধে সাহায্য করবে।