চুলে রং ঘাড়ে-কপালে লেগে একশা হয়েছে? যে টোটকায় ত্বক থেকে তুলবেন হেয়ার কালার
megha |
Mar 03, 2024 | 8:45 AM
Hair Color Stain Removing Tips: পাকা চুল ঢাকতে যাঁদের প্রতি মাসে চুলে রং করাতে হয়, তাঁরা অনেকেই বাড়িতে বসেই এই কাজ সেরে ফেলেন। চুলে রং প্রয়োগ করতে গিয়ে অনেক সময় কপালে, ঘাড়ে রং লেগে যায়। শ্যাম্পু করার পর চুলে রং ধরে গেলেও ত্বক থেকে রং ওঠে না। কোনওভাবেই রঙের দাগ উঠতে চায় না। তখন কী করবেন, রইল টিপস।
1 / 8
পাকা চুল ঢাকতে যাঁদের প্রতি মাসে চুলে রং করাতে হয়, তাঁরা অনেকেই বাড়িতে বসেই এই কাজ সেরে ফেলেন। বাজারে এমন অনেক ইনস্ট্যান্ট কিট উপলব্ধ, যা ব্যবহার করে সহজেই চুলে রং করে নেওয়া যায়। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় দাগ।
2 / 8
চুলে রং প্রয়োগ করতে গিয়ে অনেক সময় কপালে, ঘাড়ে রং লেগে যায়। শ্যাম্পু করার পর চুলে রং ধরে গেলেও ত্বক থেকে রং ওঠে না। কোনওভাবেই রঙের দাগ উঠতে চায় না। তখন কী করবেন, রইল টিপস।
3 / 8
চুলের রং ত্বক থেকে তুলতে দাঁত মাজার মাজনের সাহায্য নিন। পুরোনো ব্রাশে টুথপেস্ট নিন। এবার যে যে জায়গায় রং লেগেছে, সেখানে মাজন লাগিয়ে ঘষতে থাকুন। দু-তিনবার এই টোটকা মেনে চললে চুলের রং ত্বক থেকে উঠে যাবে।
4 / 8
চুলের রং প্রয়োগের আগে ত্বকের উপর পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। এতে রং ধরবে না। আর যদি ত্বক রং লেগে যায়, তাহলে ওই অংশে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখুন। দিনে কয়েকবার পেট্রোলিয়াম জেলি লাগালে রং উঠে যাবে।
5 / 8
বেকিং সোডা ও ডিটারজেন্ট পাউডার একসঙ্গে মিশিয়ে নিন। কপালে, ঘাড়ে যে যে অংশে হেয়ার কালার লেগেছে, সেখানে এই মিশ্রণটি লাগিয়ে দিন। কিছুক্ষণ রেখে ঘষে তুলে ফেলুন। এতে রং উঠে যাবে।
6 / 8
বাড়িতে কোনও অ্যালকোহল থাকলে তার সঙ্গে তরল সাবান মিশিয়ে ব্যবহার করুন। অ্যালকোহল ও সাবানের মিশ্রণ ত্বক থেকে হেয়ার কালার দূর করে দেবে। কিন্তু ব্রণ প্রবণ বা সংবেদনশীল ত্বকে এই টোটকা প্রয়োগ না করাই ভাল।
7 / 8
চুলের রং ত্বক থেকে তুলতে মেকআপ রিমুভার ব্যবহার করুন। তুলোর বলে মেকআপ রিমুভার নিন। এটি ত্বকের উপর ঘষে নিন। এতে চুলের রং সহজেই উঠে যাবে।
8 / 8
মেকআপ রিমুভারের বদলে নেল রিমুভারও ব্যবহার করতে পারেন। ঘাড়ে, কপালে যদি হেয়ার কালার লেগে যায়, নেল রিমুভার দিয়ে তা তুলে ফেলুন। সঙ্গে সঙ্গে রং উঠে যাবে।