Dark Circles: চোখের কোণে কালি নিয়ে জেরবার? ৭ ঘরোয়া উপায়ে নিমেষে মিলবে মুক্তি

Jul 18, 2024 | 6:03 PM

ঠান্ডা টি ব্যাগ কিন্তু চোখের কালি তুলতে অব্যর্থ ওষুধ। এতে রয়েছে ক্যাফাইন যা রক্ত সঞ্চালন স্বাভাবিক করতে সাহায্য করে। ফলে ধীরে ধীরে দাগ দূর হয়। টি ব্যাগ জলে ভিজিয়ে তা ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিন।

1 / 9
একেই অফিসের চাপ তার উপরে চারপাশের দূষণ। এর মধ্যে নিজের ত্বক চকচকে রাখাই যেন এক বড় চ্যালেঞ্জ। তার উপরে রয়েছে রাত জেগে কাজ করা। তাই চোখের কোণে কালি পড়ে যাচ্ছে। হঠাৎ দেখলেই যেন মনে হয় অসুস্থ!

একেই অফিসের চাপ তার উপরে চারপাশের দূষণ। এর মধ্যে নিজের ত্বক চকচকে রাখাই যেন এক বড় চ্যালেঞ্জ। তার উপরে রয়েছে রাত জেগে কাজ করা। তাই চোখের কোণে কালি পড়ে যাচ্ছে। হঠাৎ দেখলেই যেন মনে হয় অসুস্থ!

2 / 9
অথচ একগুচ্ছ বাজার চলতি প্রসাধনী দ্রব্য ব্যবহার করে দেখেছেন কিছুই হচ্ছে না। কী করবেন ভেবে পাচ্ছেন না? চিন্তা নেই! দাম দিয়ে প্রসাধনী দ্রব্য কিনে নয়। সমস্যার সমাধান রয়েছে কিন্তু বাড়িতেই। এই ৭ উপায় মেনে চলে দেখুন একবার।

অথচ একগুচ্ছ বাজার চলতি প্রসাধনী দ্রব্য ব্যবহার করে দেখেছেন কিছুই হচ্ছে না। কী করবেন ভেবে পাচ্ছেন না? চিন্তা নেই! দাম দিয়ে প্রসাধনী দ্রব্য কিনে নয়। সমস্যার সমাধান রয়েছে কিন্তু বাড়িতেই। এই ৭ উপায় মেনে চলে দেখুন একবার।

3 / 9
আমন্ড তেল এবং লেবুর রসের মিশ্রণ - এই মিশ্রণ কিন্তু আপনার চোখের কোণের কালির অব্যর্থ ওষুধ হয়ে উঠতে পারে। প্রথমে একটি পাত্রে ১ টেবিল চামচ আমন্ড তেল, এবং ৩-৪ ফোঁটা লেবুর রস নিয়ে নিন। ভাল করে মিশিয়ে মিশ্রনটি চোখের কোণে লাগিয়ে নিন। এবার আলতো হাতে ২-৩ মিনিট ম্যাসাজ করুন। তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

আমন্ড তেল এবং লেবুর রসের মিশ্রণ - এই মিশ্রণ কিন্তু আপনার চোখের কোণের কালির অব্যর্থ ওষুধ হয়ে উঠতে পারে। প্রথমে একটি পাত্রে ১ টেবিল চামচ আমন্ড তেল, এবং ৩-৪ ফোঁটা লেবুর রস নিয়ে নিন। ভাল করে মিশিয়ে মিশ্রনটি চোখের কোণে লাগিয়ে নিন। এবার আলতো হাতে ২-৩ মিনিট ম্যাসাজ করুন। তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

4 / 9
গোলাপ জল - গোলাপ জল কিন্তু ডার্ক সার্কেল দূর করতে দারুণ ভূমিকা নিতে পারে। তুলোর বল বা প্যাড গোলাপ জলে ডুবিয়ে ১০ থেকে ১৫ মিনিট চোখের উপর রেখে দিন। এক মাস প্রতিদিন রাতে শোওয়ার আগে এই কাজ করে দেখুন। গায়েব হয়ে যাবে কালো দাগ।

গোলাপ জল - গোলাপ জল কিন্তু ডার্ক সার্কেল দূর করতে দারুণ ভূমিকা নিতে পারে। তুলোর বল বা প্যাড গোলাপ জলে ডুবিয়ে ১০ থেকে ১৫ মিনিট চোখের উপর রেখে দিন। এক মাস প্রতিদিন রাতে শোওয়ার আগে এই কাজ করে দেখুন। গায়েব হয়ে যাবে কালো দাগ।

5 / 9
অ্যালোভেরা - ত্বকের জন্য অ্যালোভেরার মতো উপকারি আর কিছু নেই। চোখের নিচে আলতো করে অ্যালোভেরা জেল লাগিয়ে ৫-৭ মিনিট ম্যাসাজ করুন। আঠালো বা অস্বস্তিকর বোধ না হলে জেল ধোবেন  না। দেখবেন ফল মিলতে বাধ্য।

অ্যালোভেরা - ত্বকের জন্য অ্যালোভেরার মতো উপকারি আর কিছু নেই। চোখের নিচে আলতো করে অ্যালোভেরা জেল লাগিয়ে ৫-৭ মিনিট ম্যাসাজ করুন। আঠালো বা অস্বস্তিকর বোধ না হলে জেল ধোবেন না। দেখবেন ফল মিলতে বাধ্য।

6 / 9
টি ব্যাগ - ঠান্ডা টি ব্যাগ কিন্তু চোখের কালি তুলতে অব্যর্থ ওষুধ। এতে রয়েছে ক্যাফাইন যা রক্ত সঞ্চালন স্বাভাবিক করতে সাহায্য করে। ফলে ধীরে ধীরে দাগ দূর হয়। টি ব্যাগ জলে ভিজিয়ে তা ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিন। পরে তা বার করে ১০-১৫ মিনিটের জন্য দুই চোখে দিয়ে রাখুন। নিয়মিত এই অভ্যাস করলে অচিরে মিলবে ফল।

টি ব্যাগ - ঠান্ডা টি ব্যাগ কিন্তু চোখের কালি তুলতে অব্যর্থ ওষুধ। এতে রয়েছে ক্যাফাইন যা রক্ত সঞ্চালন স্বাভাবিক করতে সাহায্য করে। ফলে ধীরে ধীরে দাগ দূর হয়। টি ব্যাগ জলে ভিজিয়ে তা ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিন। পরে তা বার করে ১০-১৫ মিনিটের জন্য দুই চোখে দিয়ে রাখুন। নিয়মিত এই অভ্যাস করলে অচিরে মিলবে ফল।

7 / 9
আলু বা শশা - এই দুই সবজিতে রয়েছে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটারি। যা চোখে দিলে কালোভাব দূর করতে এবং চোখের আশেপাশের জায়গা ঠান্ডা করতে সাহায্য করে। প্রথমে একটি পাত্রে কিছুটা আলু এবং শশা গ্রেট করে তা মিশিয়ে নিয়ে চোখের চারপাশে ১০-১২ মিনিটের জন্য রেখে ধুয়ে ফেলুন। তারপর গ্রেট করার সময় যে রস বেরিয়েছিল তা একটি তুলোয় করে চোখের চারপাশে লাগান। ২-৩ মিনিট পরে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

আলু বা শশা - এই দুই সবজিতে রয়েছে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটারি। যা চোখে দিলে কালোভাব দূর করতে এবং চোখের আশেপাশের জায়গা ঠান্ডা করতে সাহায্য করে। প্রথমে একটি পাত্রে কিছুটা আলু এবং শশা গ্রেট করে তা মিশিয়ে নিয়ে চোখের চারপাশে ১০-১২ মিনিটের জন্য রেখে ধুয়ে ফেলুন। তারপর গ্রেট করার সময় যে রস বেরিয়েছিল তা একটি তুলোয় করে চোখের চারপাশে লাগান। ২-৩ মিনিট পরে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

8 / 9
বালিশ - আমরা  কী ভাবে ঘুমোচ্ছি তা আমাদের চোখের কালির কারণ হতে পারে। মাথার নীচে বালিশের উপর এটি নির্ভর করে। চোখের নীচে তরল ঠিক মতো প্রবাহ না হলে তাদের ফোলা, ফোলা দেখায়।

বালিশ - আমরা কী ভাবে ঘুমোচ্ছি তা আমাদের চোখের কালির কারণ হতে পারে। মাথার নীচে বালিশের উপর এটি নির্ভর করে। চোখের নীচে তরল ঠিক মতো প্রবাহ না হলে তাদের ফোলা, ফোলা দেখায়।

9 / 9
দুধ - ঠান্ডা দুধ ত্বকের জন্য বেশ উপযোগী। এতে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড ত্বকের স্বাস্থ্যের জন্য বেশ ভাল। একটি তুলো দুধে ভিজিয়ে চোখের আশেপাশে কালো জায়গায় মাখিয়ে নিন। একটু বাদে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন এই উপায় মেনে দেখুন, ফল মিলতে বাধ্য।

দুধ - ঠান্ডা দুধ ত্বকের জন্য বেশ উপযোগী। এতে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড ত্বকের স্বাস্থ্যের জন্য বেশ ভাল। একটি তুলো দুধে ভিজিয়ে চোখের আশেপাশে কালো জায়গায় মাখিয়ে নিন। একটু বাদে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন এই উপায় মেনে দেখুন, ফল মিলতে বাধ্য।

Next Photo Gallery