Divorce: এই সব চাকরি করেন যাঁরা, তাঁদের মধ্যেই বাড়ছে ডিভোর্সের হার, আপনার সঙ্গী কী করেন?

Mar 25, 2025 | 3:14 PM

Divorce: পেশাগত কারণে তাঁদের অনান্যদের সঙ্গে কিছুটা হলেও ঘনিষ্ঠ হতে হয় অনেক সময়। অথচ তাই দাম্পত্য জীবনে নানা সমস্যার সৃষ্টি করে।

1 / 8
আজকাল সম্পর্কের সুতোগুলো যেন বড় আলগা হয়ে গিয়েছে। বেড়ে গিয়েছে বিবাহ-বিচ্ছেদের পরিমাণও। যদিও এর পিছনে নানা কারণ রয়েছে তবে ডিভোর্স ডট কম নামক একটি সংস্থার ২০২৪ প্রকাশিত তথ্য অনুসারে এই ৭ পেশার ক্ষেত্রে সেই হারটা বেশি।

আজকাল সম্পর্কের সুতোগুলো যেন বড় আলগা হয়ে গিয়েছে। বেড়ে গিয়েছে বিবাহ-বিচ্ছেদের পরিমাণও। যদিও এর পিছনে নানা কারণ রয়েছে তবে ডিভোর্স ডট কম নামক একটি সংস্থার ২০২৪ প্রকাশিত তথ্য অনুসারে এই ৭ পেশার ক্ষেত্রে সেই হারটা বেশি।

2 / 8
বারটেন্ডার - তালিকায় সবার ওপরে আছেন বারটেন্ডাররা। বারে পানীয় পরিবেশন করাই কাজ। ওই সংস্থার দাবি এঁদের মধ্যে অনেকেই একটু ছুকছুকে স্বভাবের হয়। বারে যাঁরা মদ্যপান করতে আসেন তাঁদের সঙ্গে ফ্লার্ট করা, পেশার কারণে একটু অন্যভাবে মিশতেও হয়। আবার অনেক ক্ষেত্রে এঁদের অনেকের বেতন বেশ কম হয়। এই সব নানা কারণে নাকি এই পেশার ব্যক্তিদের মধ্যে বিচ্ছেদের হার সর্বোচ্চ।

বারটেন্ডার - তালিকায় সবার ওপরে আছেন বারটেন্ডাররা। বারে পানীয় পরিবেশন করাই কাজ। ওই সংস্থার দাবি এঁদের মধ্যে অনেকেই একটু ছুকছুকে স্বভাবের হয়। বারে যাঁরা মদ্যপান করতে আসেন তাঁদের সঙ্গে ফ্লার্ট করা, পেশার কারণে একটু অন্যভাবে মিশতেও হয়। আবার অনেক ক্ষেত্রে এঁদের অনেকের বেতন বেশ কম হয়। এই সব নানা কারণে নাকি এই পেশার ব্যক্তিদের মধ্যে বিচ্ছেদের হার সর্বোচ্চ।

3 / 8
এক্সোটিক ডান্সার ও অ্যাডাল্ট পারফরম্যান্স আর্টিস্ট - যেসব পেশার ব্যক্তিদের মধ্যে বিবাহ-বিচ্ছেদের হার সবচেয়ে বেশি, সেই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন এক্সোটিক ডান্সার ও অ্যাডাল্ট পারফরম্যান্স আর্টিস্টরা। পেশাগত কারণে তাঁদের অনান্যদের সঙ্গে কিছুটা হলেও ঘনিষ্ঠ হতে হয় অনেক সময়। অথচ তাই দাম্পত্য জীবনে নানা সমস্যার সৃষ্টি করে। অনেক সময় তা সম্পর্কে মানসিক চাপ, নিরাপত্তাবোধের অভাব বোধ, ঈর্ষা, প্রতারণার মতো বিষয়গুলির কারণ হয়ে ওঠে। যা সম্পর্ককে অবনতির দিকে এগিয়ে নিয়ে যায়।

এক্সোটিক ডান্সার ও অ্যাডাল্ট পারফরম্যান্স আর্টিস্ট - যেসব পেশার ব্যক্তিদের মধ্যে বিবাহ-বিচ্ছেদের হার সবচেয়ে বেশি, সেই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন এক্সোটিক ডান্সার ও অ্যাডাল্ট পারফরম্যান্স আর্টিস্টরা। পেশাগত কারণে তাঁদের অনান্যদের সঙ্গে কিছুটা হলেও ঘনিষ্ঠ হতে হয় অনেক সময়। অথচ তাই দাম্পত্য জীবনে নানা সমস্যার সৃষ্টি করে। অনেক সময় তা সম্পর্কে মানসিক চাপ, নিরাপত্তাবোধের অভাব বোধ, ঈর্ষা, প্রতারণার মতো বিষয়গুলির কারণ হয়ে ওঠে। যা সম্পর্ককে অবনতির দিকে এগিয়ে নিয়ে যায়।

4 / 8
উচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তা - ডিভোর্স ডট কমের দাবি এটি এমন এক পেশা, যেখানে সব সময় মানসিক চাপে থাকতে হয়। কাজের চাপ এবং উচ্চমাত্রার দায়িত্ববোধ অনেক সময় জীবনসঙ্গীর সঙ্গে দূরত্বের কারণ হয়ে ওঠে। ফল সরূপ একাকিত্ব ও সম্পর্কে নিরাপত্তাহীনতায় মতো সমস্যায় ভোগেন অনেকে। যা আপনার স্বাভাবিক দাম্পত্য জীবনের ছন্দ পতন করতে পারে।

উচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তা - ডিভোর্স ডট কমের দাবি এটি এমন এক পেশা, যেখানে সব সময় মানসিক চাপে থাকতে হয়। কাজের চাপ এবং উচ্চমাত্রার দায়িত্ববোধ অনেক সময় জীবনসঙ্গীর সঙ্গে দূরত্বের কারণ হয়ে ওঠে। ফল সরূপ একাকিত্ব ও সম্পর্কে নিরাপত্তাহীনতায় মতো সমস্যায় ভোগেন অনেকে। যা আপনার স্বাভাবিক দাম্পত্য জীবনের ছন্দ পতন করতে পারে।

5 / 8
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী - এই ধরনের পেশার সঙ্গে যুক্তদের ব্যক্তিগত জীবন প্রায় থাকে না বললেই চলে। রোগীর কিছু হলে যেই অবস্থাতেই থাকুন না কেন ছুটে যেতে হয় ডাক্তারদের। যার প্রভাব পড়ে নিজের ব্যক্তিগত জীবনেও। যা অনেক সময় মেনে নিতে পারেন না সঙ্গীরা। বিশেষ করে যে সঙ্গীরা স্বভাববশতই সব সময় তাঁর স্বামী বা স্ত্রীর মনোযোগ পেতে ভালোবাসেন, তাঁদের জন্য এটা মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে। যা দাম্পত্যকে শেষের দিকে নিয়ে যায়।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী - এই ধরনের পেশার সঙ্গে যুক্তদের ব্যক্তিগত জীবন প্রায় থাকে না বললেই চলে। রোগীর কিছু হলে যেই অবস্থাতেই থাকুন না কেন ছুটে যেতে হয় ডাক্তারদের। যার প্রভাব পড়ে নিজের ব্যক্তিগত জীবনেও। যা অনেক সময় মেনে নিতে পারেন না সঙ্গীরা। বিশেষ করে যে সঙ্গীরা স্বভাববশতই সব সময় তাঁর স্বামী বা স্ত্রীর মনোযোগ পেতে ভালোবাসেন, তাঁদের জন্য এটা মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে। যা দাম্পত্যকে শেষের দিকে নিয়ে যায়।

6 / 8
গেমিং সার্ভিসেস ওয়ার্কার - গেমিং সার্ভিসেস ওয়ার্কার বা আরও ভালভাবে বললে যাঁরা ক্যাসিনোতে কাজ করেন তাঁদের পেশাগত কারণে যে ধরেনের জীবন, যাপন করতে হয় তা অনেক সময় মেনে নিতে পারেন না জীবনসঙ্গীরা।

গেমিং সার্ভিসেস ওয়ার্কার - গেমিং সার্ভিসেস ওয়ার্কার বা আরও ভালভাবে বললে যাঁরা ক্যাসিনোতে কাজ করেন তাঁদের পেশাগত কারণে যে ধরেনের জীবন, যাপন করতে হয় তা অনেক সময় মেনে নিতে পারেন না জীবনসঙ্গীরা।

7 / 8
ফ্লাইট অ্যাটেনডেন্টস - অনেকের কাছে খুবই আকর্ষণীয় চাকরি। এই পেশাজীবীরা বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর সুযোগ পান। বেতনও তুলনামূলকভাবে ভালো। তবে আপনার কাছে যতই আকর্ষণীয় আর গ্ল্যামারাস লাগুক না কেন, পেশাটি কম চাপের নয়। ক্রমাগত ভ্রমণের কারণে তাঁরা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত থাকেন। লম্বা সময় পরিবার থেকে দূরে থাকা ও ‘লং ডিস্টেন্স রিলেশনশিপ’ চালিয়ে নেওয়া সহজ কথা নয়।

ফ্লাইট অ্যাটেনডেন্টস - অনেকের কাছে খুবই আকর্ষণীয় চাকরি। এই পেশাজীবীরা বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর সুযোগ পান। বেতনও তুলনামূলকভাবে ভালো। তবে আপনার কাছে যতই আকর্ষণীয় আর গ্ল্যামারাস লাগুক না কেন, পেশাটি কম চাপের নয়। ক্রমাগত ভ্রমণের কারণে তাঁরা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত থাকেন। লম্বা সময় পরিবার থেকে দূরে থাকা ও ‘লং ডিস্টেন্স রিলেশনশিপ’ চালিয়ে নেওয়া সহজ কথা নয়।

8 / 8
কাস্টমার কেয়ার, টেলিমার্কেটের ও সুইচবোর্ড অপারেটর -  এই পেশার সঙ্গে যুক্তদের জীবিকার কারণে সারা দিন ফোনে কথা বলতে হয়। সারাদিন অন্যের সমস্যার ঠান্ডা মাথায় সমাধান করতে হয়। অথচ এই কাজ করার সময় নানা কুমন্তব্য এবং অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। যা চাকুরিজীবিদের মানসিক স্বাস্থ্যের প্রভূত ক্ষতি করে। সেই প্রভাব পড়ে তাঁদের ব্যক্তিগত জীবনে।

কাস্টমার কেয়ার, টেলিমার্কেটের ও সুইচবোর্ড অপারেটর - এই পেশার সঙ্গে যুক্তদের জীবিকার কারণে সারা দিন ফোনে কথা বলতে হয়। সারাদিন অন্যের সমস্যার ঠান্ডা মাথায় সমাধান করতে হয়। অথচ এই কাজ করার সময় নানা কুমন্তব্য এবং অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। যা চাকুরিজীবিদের মানসিক স্বাস্থ্যের প্রভূত ক্ষতি করে। সেই প্রভাব পড়ে তাঁদের ব্যক্তিগত জীবনে।