AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভাত খাওয়া ছেড়ে দেবেন ভাবছেন? এই ভুল করার আগে পুষ্টিগুণ জেনে রাখুন

White Rice Benefits: ভেতো বাঙালির ভাত ছাড়া চলে না। যখনই ওজন বেড়ে যায়, সবার আগে ভাতটাই খাওয়া বন্ধ করে দেন। আবার সুগার ধরা পড়লেও চলে দো-টানা। বুঝতে পারেন না ডায়াবেটিসের ভাত খাবেন কিনা। কিন্তু হঠাৎ করে ভাত বন্ধ করে দেওয়া কি ঠিক?

| Updated on: Feb 03, 2024 | 12:35 PM
Share
ভেতো বাঙালির ভাত ছাড়া চলে না। যখনই ওজন বেড়ে যায়, সবার আগে ভাতটাই খাওয়া বন্ধ করে দেন। আবার সুগার ধরা পড়লেও চলে দো-টানা। বুঝতে পারেন না ডায়াবেটিসের ভাত খাবেন কিনা। কিন্তু হঠাৎ করে ভাত বন্ধ করে দেওয়া কি ঠিক?

ভেতো বাঙালির ভাত ছাড়া চলে না। যখনই ওজন বেড়ে যায়, সবার আগে ভাতটাই খাওয়া বন্ধ করে দেন। আবার সুগার ধরা পড়লেও চলে দো-টানা। বুঝতে পারেন না ডায়াবেটিসের ভাত খাবেন কিনা। কিন্তু হঠাৎ করে ভাত বন্ধ করে দেওয়া কি ঠিক?

1 / 8
বিভিন্ন ধরনের চাল, নানা স্বাদের ভাত। ওজন বেড়ে যাওয়ার ভয়ে বেশিরভাগ মানুষ আপত্তি জানান সাদা ভাত খাওয়ায়। অনেকের মতে, সাদা ভাত নাকি ওজন বাড়ায়, শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। কিন্তু তা বলে কি ভাত খাওয়া ছেড়ে দেওয়া উচিত?

বিভিন্ন ধরনের চাল, নানা স্বাদের ভাত। ওজন বেড়ে যাওয়ার ভয়ে বেশিরভাগ মানুষ আপত্তি জানান সাদা ভাত খাওয়ায়। অনেকের মতে, সাদা ভাত নাকি ওজন বাড়ায়, শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। কিন্তু তা বলে কি ভাত খাওয়া ছেড়ে দেওয়া উচিত?

2 / 8
ভাতে হয়তো পুষ্টিগুণ কম। পাশাপাশি রিফাইনের মাধ্যমে সাদা ভাত তৈরি হয়। কিন্তু সেদ্ধ চালের ভাত একেবারেই ফেলনা নয়। ভাত খাওয়ারও রয়েছে প্রচুর উপকারিতা। ভাত খাওয়া বন্ধ করার আগে তা জেনে রাখা দরকার।

ভাতে হয়তো পুষ্টিগুণ কম। পাশাপাশি রিফাইনের মাধ্যমে সাদা ভাত তৈরি হয়। কিন্তু সেদ্ধ চালের ভাত একেবারেই ফেলনা নয়। ভাত খাওয়ারও রয়েছে প্রচুর উপকারিতা। ভাত খাওয়া বন্ধ করার আগে তা জেনে রাখা দরকার।

3 / 8
সাদা ভাত ছেড়ে অনেকেই ব্রাউন রাইস বা কালো চালের ভাত খান। সেগুলো অবশ্যই স্বাস্থ্যকর। কিন্তু সাদা ভাত খেলেও আপনি উপকারিতা পাবেন। বরং, হজমের সমস্যা থাকলে সাদা ভাতই খাওয়া উচিত।

সাদা ভাত ছেড়ে অনেকেই ব্রাউন রাইস বা কালো চালের ভাত খান। সেগুলো অবশ্যই স্বাস্থ্যকর। কিন্তু সাদা ভাত খেলেও আপনি উপকারিতা পাবেন। বরং, হজমের সমস্যা থাকলে সাদা ভাতই খাওয়া উচিত।

4 / 8
সাদা ভাত ব্রাউন রাইস বা অন্যান্য চালের ভাতের থেকে অনেক বেশি সহজপাচ্য। ভাতের মধ্যে ফাইবার রয়েছে, যা সহজেই হজম হয়ে যায়। এই কারণে আজও পেট খারাপ হলে মা-ঠাকুমারা ফ্যান-ভাত খাওয়ার পরামর্শ দেন।

সাদা ভাত ব্রাউন রাইস বা অন্যান্য চালের ভাতের থেকে অনেক বেশি সহজপাচ্য। ভাতের মধ্যে ফাইবার রয়েছে, যা সহজেই হজম হয়ে যায়। এই কারণে আজও পেট খারাপ হলে মা-ঠাকুমারা ফ্যান-ভাত খাওয়ার পরামর্শ দেন।

5 / 8
গ্লুটেন ফ্রি খাবারের খোঁজে থাকেন? সাদা ভাত সেরা বিকল্প। ভাতের মধ্যে কোনও গ্লুটেন নেউ, যাই এটি পরিপাক তন্ত্রে পৌঁছে, খাবারের মলিকিউলগুলো ভেঙে ফেলে। এতে খাবার দ্রুত হজম হয়ে যায়। 

গ্লুটেন ফ্রি খাবারের খোঁজে থাকেন? সাদা ভাত সেরা বিকল্প। ভাতের মধ্যে কোনও গ্লুটেন নেউ, যাই এটি পরিপাক তন্ত্রে পৌঁছে, খাবারের মলিকিউলগুলো ভেঙে ফেলে। এতে খাবার দ্রুত হজম হয়ে যায়। 

6 / 8
সকালে ভাত খেয়ে বেরোলে সারাদিন পেট ভর্তি থাকে। পাশাপাশি এই খাবার দেহে শক্তির সঞ্চার ঘটায়। অর্থাৎ, ভাত খেলে শরীরে ক্লান্তি তৈরি হবে না। এনার্জিতে ভরপুর থাকতে ভাত খান।

সকালে ভাত খেয়ে বেরোলে সারাদিন পেট ভর্তি থাকে। পাশাপাশি এই খাবার দেহে শক্তির সঞ্চার ঘটায়। অর্থাৎ, ভাত খেলে শরীরে ক্লান্তি তৈরি হবে না। এনার্জিতে ভরপুর থাকতে ভাত খান।

7 / 8
খুব রোগা আপনি? কোনও জামাই ঠিকমতো ফিট হয় না? ভাত খাওয়া শুরু করুন। ভাতের মধ্যে ক্যালোরি রয়েছে এবং এতে উচ্চ পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে। যাঁরা ওজন বাড়াতে চান, ভাত খাওয়া শুরু করুন। 

খুব রোগা আপনি? কোনও জামাই ঠিকমতো ফিট হয় না? ভাত খাওয়া শুরু করুন। ভাতের মধ্যে ক্যালোরি রয়েছে এবং এতে উচ্চ পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে। যাঁরা ওজন বাড়াতে চান, ভাত খাওয়া শুরু করুন। 

8 / 8