ফেসওয়াশের পাশাপাশি সাবানেও চারকোল রাখুন, গায়ের সমস্ত ময়লা দূর হয়ে যাবে এক নিমেষে

megha |

Jan 19, 2024 | 2:22 PM

Activated Charcoal for Skin: ফেসওয়াশ মুখ থেকে ময়লা পরিষ্কারের পাশাপাশি অতিরিক্ত তেলও পরিষ্কার করে দেয়। একইভাবে, চারকোল যুক্ত সাবানও গায়ে মাখুন। ত্বকের সমস্যা কমাতে চাইলে চারকোল সাবান হল প্রাকৃতিক প্রতিকার। চারকোল ত্বককের সমস্যা নিরাময় করে দেয়।

1 / 8
ত্বকের সমস্যা দূরে রাখতে গেলে প্রতিদিন মুখ পরিষ্কার করা জরুরি। দিনে দু'বার ফেসওয়াশ ব্যবহারের পরামর্শ দেন চিকিৎসকরা। অন্যদিকে, নিয়মিত সাবান মেখে স্নানও করতে হয় ত্বক থেকে ময়লা, ব্যাকটেরিয়াল ও তেল পরিষ্কার করার জন্য।

ত্বকের সমস্যা দূরে রাখতে গেলে প্রতিদিন মুখ পরিষ্কার করা জরুরি। দিনে দু'বার ফেসওয়াশ ব্যবহারের পরামর্শ দেন চিকিৎসকরা। অন্যদিকে, নিয়মিত সাবান মেখে স্নানও করতে হয় ত্বক থেকে ময়লা, ব্যাকটেরিয়াল ও তেল পরিষ্কার করার জন্য।

2 / 8
আজকাল চারকোল ফেসওয়াশ ব্যবহারের চল বেড়েছে। চারকোল ফেসওয়াশ মুখ থেকে ময়লা পরিষ্কারের পাশাপাশি অতিরিক্ত তেলও পরিষ্কার করে দেয়। একইভাবে, চারকোল যুক্ত সাবান কি গায়ে মাখা যায়? 

আজকাল চারকোল ফেসওয়াশ ব্যবহারের চল বেড়েছে। চারকোল ফেসওয়াশ মুখ থেকে ময়লা পরিষ্কারের পাশাপাশি অতিরিক্ত তেলও পরিষ্কার করে দেয়। একইভাবে, চারকোল যুক্ত সাবান কি গায়ে মাখা যায়? 

3 / 8
ত্বকের সমস্যা কমাতে চাইলে চারকোল সাবান হল প্রাকৃতিক প্রতিকার। চারকোল ত্বককের সমস্যা নিরাময়ের পাশাপাশি ত্বক থেকে সমস্ত ময়লা, তেল পরিষ্কার করে দেয়। তবে, আপনাকে অ্যাক্টিভেটেড চারকোল সাবান ব্যবহার করতে হবে।

ত্বকের সমস্যা কমাতে চাইলে চারকোল সাবান হল প্রাকৃতিক প্রতিকার। চারকোল ত্বককের সমস্যা নিরাময়ের পাশাপাশি ত্বক থেকে সমস্ত ময়লা, তেল পরিষ্কার করে দেয়। তবে, আপনাকে অ্যাক্টিভেটেড চারকোল সাবান ব্যবহার করতে হবে।

4 / 8
তৈলাক্ত ত্বকের উপর দুর্দান্ত কাজ করে চারকোল সাবান। তৈলাক্ত ত্বকে অতিরিক্ত সিবাম উৎপাদন হয়। এতে রোমকূপের মুখ বন্ধ হয়ে যায়। এতে হোয়াইটহেডস ও ব্রণর সমস্যা দেখা দেয়। চারকোল সাবান দিয়ে স্নান করলে ত্বক থেকে অতিরিক্ত তেল দূর হয় এবং ত্বক সতেজ দেখায়। 

তৈলাক্ত ত্বকের উপর দুর্দান্ত কাজ করে চারকোল সাবান। তৈলাক্ত ত্বকে অতিরিক্ত সিবাম উৎপাদন হয়। এতে রোমকূপের মুখ বন্ধ হয়ে যায়। এতে হোয়াইটহেডস ও ব্রণর সমস্যা দেখা দেয়। চারকোল সাবান দিয়ে স্নান করলে ত্বক থেকে অতিরিক্ত তেল দূর হয় এবং ত্বক সতেজ দেখায়। 

5 / 8
ব্রণর সমস্যা দূর করতে অ্যাক্টিভেটেড চারকোল সাবান সবচেয়ে ভাল কাজ করে। এটি ত্বক থেকে দূষিত পদার্থ দূর করে এবং ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়া দূর করে। পিঠ, বুকের ব্রণ তাড়াতে আপনি অ্যাক্টিভেটেড চারকোল সাবান ব্যবহার করতে পারেন। 

ব্রণর সমস্যা দূর করতে অ্যাক্টিভেটেড চারকোল সাবান সবচেয়ে ভাল কাজ করে। এটি ত্বক থেকে দূষিত পদার্থ দূর করে এবং ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়া দূর করে। পিঠ, বুকের ব্রণ তাড়াতে আপনি অ্যাক্টিভেটেড চারকোল সাবান ব্যবহার করতে পারেন। 

6 / 8
তৈলাক্ত ত্বক ওপেন পোরসের সমস্যা খুব কমন। রোমকূপের মুখ খোলা থাকলে সেখানে ময়লা, ব্যাকটেরিয়া জমতে থাকে। অ্যাক্টিভেটেড চারকোল সাবান এই ওপেন পোরসের সমস্যা দূর করে এবং ত্বককে পরিষ্কার রাখে। 

তৈলাক্ত ত্বক ওপেন পোরসের সমস্যা খুব কমন। রোমকূপের মুখ খোলা থাকলে সেখানে ময়লা, ব্যাকটেরিয়া জমতে থাকে। অ্যাক্টিভেটেড চারকোল সাবান এই ওপেন পোরসের সমস্যা দূর করে এবং ত্বককে পরিষ্কার রাখে। 

7 / 8
অ্যাক্টিভেটেড চারকোল সাবান ব্যবহার করলে আপনি ত্বকের বার্ধক্যকেও দূরে রাখতে পারবেন। চারকোল সাবান ত্বককে অকাল বার্ধক্যের হাত থেকে রক্ষা করে। এই অ্যান্টি-এজিং সাবান বলিরেখা দূর করে।

অ্যাক্টিভেটেড চারকোল সাবান ব্যবহার করলে আপনি ত্বকের বার্ধক্যকেও দূরে রাখতে পারবেন। চারকোল সাবান ত্বককে অকাল বার্ধক্যের হাত থেকে রক্ষা করে। এই অ্যান্টি-এজিং সাবান বলিরেখা দূর করে।

8 / 8
তৈলাক্ত ত্বকের জন্য উপকারী অ্যাক্টিভেটেড চারকোল সাবান। তবে, শুষ্ক ও সংবেদনশীল ত্বকেও অ্যাক্টিভেটেড চারকোল সাবান মাখা যায়। এই সাবান শুষ্ক ত্বককে ময়েশ্চারাইজ করে এবং সংবেদনশীল ত্বককে অ্যালার্জি‌র হাত থেকে রক্ষা করে। 

তৈলাক্ত ত্বকের জন্য উপকারী অ্যাক্টিভেটেড চারকোল সাবান। তবে, শুষ্ক ও সংবেদনশীল ত্বকেও অ্যাক্টিভেটেড চারকোল সাবান মাখা যায়। এই সাবান শুষ্ক ত্বককে ময়েশ্চারাইজ করে এবং সংবেদনশীল ত্বককে অ্যালার্জি‌র হাত থেকে রক্ষা করে। 

Next Photo Gallery