শ্যাম্পু করার পর এই ৪ কন্ডিশনার ব্যবহার করুন, ১ টাকাও খরচ হবে না
megha |
Jan 06, 2024 | 2:16 PM
Natural Hair Conditioner: চুল পরিষ্কার রাখতে গেলে শ্যাম্পু করতেই হয়। আর শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করা জরুরি। কন্ডিশনার চুলকে নরম করে তোলে, আর্দ্রতা জোগায় এবং চুলকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। বেশিরভাগ মানুষ বাজারচলতি কন্ডিশনারই ব্যবহার করেন। যে ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করেন, সেই ব্র্যান্ডেরই কন্ডিশনার মাখেন।
1 / 8
চুল পরিষ্কার রাখতে গেলে শ্যাম্পু করতেই হয়। আর শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করা জরুরি। কন্ডিশনার চুলকে নরম করে তোলে, আর্দ্রতা জোগায় এবং চুলকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে।
2 / 8
বেশিরভাগ মানুষ বাজারচলতি কন্ডিশনারই ব্যবহার করেন। যে ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করেন, সেই ব্র্যান্ডেরই কন্ডিশনার মাখেন। কিন্তু তাতেও ফ্রিজি হেয়ারের সমস্যা দূর হয় না।
3 / 8
শীতকালের অতিসাধারণ সমস্যা উড়ো চুল। আর্দ্রতার অভাবে, অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে, ঘন ঘন স্টাইলিং করার কারণে চুল শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। এই অবস্থায় বাজারচলতি কন্ডিশনার কার্যকর হয় না।
4 / 8
ঘরোয়া উপায়ে এবং প্রাকৃতিক উপাদান দিয়ে আপনি চুলকে কন্ডিশনিং করতে পারেন। এতে ফ্রিজি হেয়ারের পাশাপাশি আপনি চুলের একাধিক সমস্যা দূর হবে। তার সঙ্গে আপনি মনের মতো চুল পেয়ে যাবেন।
5 / 8
হেঁশেলে থাকা টক দই ও মধু সমপরিমাণ নিন এবং একসঙ্গে মিশিয়ে নিয়ে চুলে লাগান। ২০-৩০ মিনিট রেখে দিন। তারপর চুল ধুয়ে নিন। এই মিশ্রণটি আপনার চুলকে আর্দ্রতা জোগাবে এবং ক্ষয় পুনরুদ্ধার করবে।
6 / 8
ওজন কমাতে গ্রিন টি খান? এবার এই গ্রিন টি দিয়ে চুলকে কন্ডিশনিং করুন। চুলের দৈর্ঘ্য অনুযায়ী গ্রিন টি বানিয়ে নিন। এবার গ্রিন টি চুলে ঢালুন এবং কিছুক্ষণ রেখে দিন। এরপর সাধারণ জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।
7 / 8
হাতের কাছে অ্যালোভেরা জেল থাকলে বেশি চিন্তা করবেন না। শ্যাম্পু করার পর তাজা অ্যালোভেরা জেল নিয়ে চুলে মেখে নিন। ১৫-২০ মিনিট রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। অ্যালোভেরা জেল কন্ডিশনারের কাজ করে।
8 / 8
চুলের পাশাপাশি স্ক্যাল্পের যত্ন নিতে আপনি অ্যাপেল সাইডার ভিনিগার ব্যবহার করতে পারেন। জলের সঙ্গে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিন। শ্যাম্পু করার পর এই মিশ্রণটি স্ক্যাল্পে ও চুলে ঢালুন। কিছুক্ষণ রেখে সাধারণ জল দিয়ে পরিষ্কার করে দিন।