দিনের পর দিন হেয়ার স্ট্রেটনার দিয়ে চুল স্ট্রেট করছেন, ব্যবহারের সঠিক উপায় জানেন তো?
Hair Straightening Tips: পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করে স্ট্রেটনিং করাতে চান না অনেকেই। ফলে তারা বেছে নিয়েছেন স্ট্রেটনার। শুধু চুল স্ট্রেট করলেই হবে না। স্ট্রেটনার ব্যবহার করার আগে মাথায় রাখতে হবে এসব বিষয়। যদি নিজে স্ট্রেটনার কিনে চুল স্ট্রেট করার কথা ভাবেন তাহলে মেনে চলুন এই সব টিপস।
1 / 8
স্ট্রেট চুলই যেন এখনকার ফ্যাশান। তবে পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করে স্ট্রেটনিং করাতে চান না অনেকেই। ফলে তারা বেছে নিয়েছেন স্ট্রেটনার।
2 / 8
যদিও পার্লারের স্ট্রেটনিং-এ বেশ কিছু কেমিক্যালও ব্যবহার করা হয়। তাই এক্ষেত্রে চুলের বেশি যত্ন নেওয়া প্রয়োজন। যদি নিজে স্ট্রেটনার কিনে চুল স্ট্রেট করার কথা ভাবেন তাহলে মেনে চলুন এই সব টিপস।
3 / 8
শুধু চুল স্ট্রেট করলেই হবে না। স্ট্রেটনার ব্যবহার করার আগে মাথায় রাখতে হবে এসব বিষয়। চুল আগে ভাল করে শ্যাম্পু, কন্ডিশনার দিয়ে ধুয়ে শুকনো করে মুছে নিন।
4 / 8
চুলে তোয়ালে চেপে-চেপে মুছে নিন। এতে চুলের অতিরিক্ত জল শুষে নেয়। চুল শুকনো হলে তবেই সিরাম লাগান। যদি বাড়িতে হেয়ার ড্রায়ার থাকে তাহলে আগে আধভেজা চুলে ড্রায়ার চালিয়ে নিন।
5 / 8
চুল সম্পূর্ণ ভাবে শুকোলে তবেই স্ট্রেটনার ব্যবহার করুন। অফিস যাওয়ার সময় তাড়াহুড়োতে অনেকে চুলে স্ট্রেটনার চালিয়ে দেন। এতে কিন্তু ক্ষতি হয় সবচেয়ে বেশি। তাই ভেজা চুল কখনই স্ট্রেট করবেন না।
6 / 8
হেয়ার স্ট্রেটনারের তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা জরুরি। যতক্ষণ না পর্যন্ত হেয়ার স্ট্রেটনারটি ভালভাবে গরম হচ্ছে, ততক্ষণ চুলে তা ব্যবহার করবেন না।
7 / 8
আবার এটাও খেয়াল রাখবেন যেন তাপমাত্রা খুব বেশি না হয়। প্রয়োজনের তুলনায় তাপমাত্রা বেশি হয়ে গেলে কিন্তু চুলের কিউটিকল ড্যামেজ হওয়ার আশঙ্কা থেকে যায়।
8 / 8
চুল সেট করার আগে হিট প্রোটেক্টর স্প্রে ব্যবহার করুন। এতে চুলের বিশেষ কোনও ক্ষতি হয় না। ফলে হেয়ার স্ট্রেটনার ব্যবহার করার পরেও চুলের তেমন কোনও ক্ষতি হয় না।