Artificial Gajra at Best Price in Kolkata: জলের দরে চুলের বাহারি ক্লিপ, বো, হেয়ার টাই, গজরা নিয়ে যান কলকাতার এই মার্কেট থেকে

Korean hair accessories: গায়ে হলুদ থেকে মেহেন্দি- প্রয়োজনীয় ফুলের গয়না পেয়ে যাবেন মাত্র ২ টাকায়

| Edited By: | Updated on: Apr 29, 2023 | 2:30 PM
ফ্যাশনেও আজকাল নানা পরিবর্তন এসেছে। ফ্যাশন মানে এখন আর কেবলমাত্র পোশাক নয়। মাথার চুল থেকে হাতের নথ সবই এখন ফ্যাশনের অঙ্গ।

ফ্যাশনেও আজকাল নানা পরিবর্তন এসেছে। ফ্যাশন মানে এখন আর কেবলমাত্র পোশাক নয়। মাথার চুল থেকে হাতের নথ সবই এখন ফ্যাশনের অঙ্গ।

1 / 8
বেশ কিছু গবেষণা জানান দিচ্ছে কোভিড পরবর্তী সময়ে চুল নিয়ে মানুষ আজকাল একটু বেশি মোহগ্রস্ত। চুলে সুন্দর ক্লিপ, বো এসব লাগাচ্ছেন।

বেশ কিছু গবেষণা জানান দিচ্ছে কোভিড পরবর্তী সময়ে চুল নিয়ে মানুষ আজকাল একটু বেশি মোহগ্রস্ত। চুলে সুন্দর ক্লিপ, বো এসব লাগাচ্ছেন।

2 / 8
অনলাইনে নানা রকম হেয়ার স্টাইলও শিখছেন। মেকআপ শেখার ট্রেন্ড আগেই ছিল এখন প্রচুর মানুষ হেয়ার স্টাইলিস্টের প্রশিক্ষণও নিচ্ছেন।

অনলাইনে নানা রকম হেয়ার স্টাইলও শিখছেন। মেকআপ শেখার ট্রেন্ড আগেই ছিল এখন প্রচুর মানুষ হেয়ার স্টাইলিস্টের প্রশিক্ষণও নিচ্ছেন।

3 / 8
বাজারে হাজার রকমের ক্লিপ পাওয়া যায়। তাই দিয়ে হেয়ার স্টাইল থেকে খোঁপা সবই সহজে করা যায়। এছাড়াও এখন নানা রকম ড্রাই গোলাপ পাওয়া যায়।

বাজারে হাজার রকমের ক্লিপ পাওয়া যায়। তাই দিয়ে হেয়ার স্টাইল থেকে খোঁপা সবই সহজে করা যায়। এছাড়াও এখন নানা রকম ড্রাই গোলাপ পাওয়া যায়।

4 / 8
অনলাইন স্টোরে এখন প্রচুর রকম ক্লিপ পাওয়া যায়। এই সব ক্লিপ অধিকাংশই আসে কোরিয়া থেকে। ভাবছেন তো কীভাবে কম পয়সায় পাবেন এই সব হেয়ার অ্যাকসেসরিজ?

অনলাইন স্টোরে এখন প্রচুর রকম ক্লিপ পাওয়া যায়। এই সব ক্লিপ অধিকাংশই আসে কোরিয়া থেকে। ভাবছেন তো কীভাবে কম পয়সায় পাবেন এই সব হেয়ার অ্যাকসেসরিজ?

5 / 8
বড়বাজারে প্রচুর রকম স্টোর রয়েছে। এখানে চুলে লাগানোর কৃত্রিম ফুল পেয়ে যাবেন মাত্র ২ টাকা থেকে। বিভিন্ন বো রয়েছে- যার দাম ১০ টাকা থেকে শুরু।

বড়বাজারে প্রচুর রকম স্টোর রয়েছে। এখানে চুলে লাগানোর কৃত্রিম ফুল পেয়ে যাবেন মাত্র ২ টাকা থেকে। বিভিন্ন বো রয়েছে- যার দাম ১০ টাকা থেকে শুরু।

6 / 8
 কৃত্রিম গজরাও পাবেন যা হার মানিয়ে দেবে আসলকেও। এছাড়াও গায়ে হলুদের প্রয়োজনীয় গয়না পেয়ে যাবেন মাত্র ৫০ টাকায়।

কৃত্রিম গজরাও পাবেন যা হার মানিয়ে দেবে আসলকেও। এছাড়াও গায়ে হলুদের প্রয়োজনীয় গয়না পেয়ে যাবেন মাত্র ৫০ টাকায়।

7 / 8
বিয়ে, মেহেন্দি গায়েহলুদের জন্য প্রয়োজনীয় টায়রা, টিকলি, হার , হাতের বালা, আংটি সবই বানিয়ে দেওয়া হয় প্রয়োজনমতো। খরচও কম পড়বে আর মনের মত বানিয়ে নিতে পারবেন।

বিয়ে, মেহেন্দি গায়েহলুদের জন্য প্রয়োজনীয় টায়রা, টিকলি, হার , হাতের বালা, আংটি সবই বানিয়ে দেওয়া হয় প্রয়োজনমতো। খরচও কম পড়বে আর মনের মত বানিয়ে নিতে পারবেন।

8 / 8
Follow Us: