মুখের সঙ্গে সঙ্গে চুলেও লাগান গোলাপ জল, শুধু মিশিয়ে নিন এই জিনিস
Rose Water On Hair: চুল যদি রুক্ষ হয়, তাহলে গোলাপ জলের সাহায্য নিতে পারেন। এতে শীঘ্রই নরম এবং চকচকে দেখাবে। এছাড়া চুলের উজ্জ্বলতা বাড়াতেও কাজ করে। প্রতিদিন গোলাপজল লাগালে মাথার ত্বককে হাইড্রেটেড রাখতেও সাহায্য করে। প্রতিদিন চুলে গোলাপ জল ব্য়বহার করে দেখুন। তারপর পার্থক্য় আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন।
Most Read Stories