TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Apr 26, 2023 | 12:06 AM
রোজ সকালে দস্যি ছানার টিফিনে কী দেবেন তা নিয়ে চিন্তার কোনও অন্ত থাকে না। রোজই ঘুরিয়ে ফিরিয়ে মুখরোচক কিছু বানিয়ে দিতে হয়।
একদিন লুচি, ম্যাগি, পরোটা তো অন্যদিন ফল, কেক, মিষ্টি, প্যানকেক। তবে সবদিন তো একই খাবার খেতে ইচ্ছে করে না। এদিকে খাবার যাতে পুষ্টুকর হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে।
তাই স্বাদ বদলে এক একদিন বানিয়ে দিতে পারেন সুজির শাহী হালুয়া। সঙ্গে দুটো লুচি বা পরোটা দিলে খেতে ভাল লাগবে। সেই সঙ্গে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে।
যেদিন নিরামিষ খান সেই সব দিনেও অফিসের লাঞ্চবক্সে প্যাক করে নিতে পারেন এই হালুয়া। বানানো সহজ, মুখে স্বাদ লেগে থাকে অনেকক্ষণ যে কারণে কাজেও মন বসে।
দেখে নিন কীভাবে বানাবেন এই হালুয়া। একটি প্যানে এক কাপ সুজি প্রায় ৩-৪ মিনিট গন্ধ না হওয়া পর্যন্ত রোস্ট করুন। একটি পাত্রে সুজি স্থানান্তর করুন এবং ২ কাপ দুধ ঢেলে দিন। এতে সুজি ১৫ মিনিটের জন্য ভিজিয়ে একপাশে রাখুন। একটি বড় প্যানে চিনি এবং ঘি মেশান আর মাঝারি আঁচে গলিয়ে নিন।
চিনি বাদামী না হওয়া পর্যন্ত রান্না করুন তারপর গ্যাস বন্ধ করে দিন। এবার এর মধ্যে সুজি মিশিয়ে দিন। এবার অল্প অল্প দুধ মিশিয়ে তা ক্রমাগত নাড়তে থাকুন।
সুজি যখন শুকনো হতে থাকবে তখন অল্প করে ঘি মিশিয়ে নিন। এতে প্যানে লেগে যাবে না।
এবার উপর থেকে আমন্ড, পেস্তা, কাজু, কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন শাহী হালুয়া। লুচির সঙ্গে তা খেতে কিন্তু দারুণ লাগে।