AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুকনো ঠোঁটের উপর বারবার জিভ বোলান? এই কাজ না করে সঠিক উপায়ে ঠোঁটের যত্ন নিন

Chapped Lips: শুষ্ক ঠোঁটের উপর বারবার জিভ বুলিয়ে ফেলেন। এতে সাময়িক আরাম মিললেও পর মুহূর্তেই ঠোঁটে প্রদাহ শুরু হয়ে যায়। অনেকের ঠোঁট ফেটে রক্তও বের হতে থাকে। এই অবস্থায় শুধু লিপবাম দিয়ে ফাটা ঠোঁটের যত্ন নেওয়া যায় না। ঠোঁটের যত্নে মানতে হবে এই ৬ নিয়ম।

| Updated on: Jan 25, 2024 | 3:20 PM
Share
হাড় কাঁপানো ঠান্ডায় ঠোঁট ফেটে চৌচির। শীতকালে ঠোঁট ফাটার সমস্যা খুব কমন। কিন্তু ঠোঁটের যত্ন নেওয়ার বিষয়ে আপনি কতটা সচেতন? শুধু লিপবাম দিয়ে ফাটা ঠোঁটের যত্ন নেওয়া যায় না।

হাড় কাঁপানো ঠান্ডায় ঠোঁট ফেটে চৌচির। শীতকালে ঠোঁট ফাটার সমস্যা খুব কমন। কিন্তু ঠোঁটের যত্ন নেওয়ার বিষয়ে আপনি কতটা সচেতন? শুধু লিপবাম দিয়ে ফাটা ঠোঁটের যত্ন নেওয়া যায় না।

1 / 8
শুষ্ক ঠোঁটের উপর বারবার জিভ বুলিয়ে ফেলেন। এতে সাময়িক আরাম মিললেও পর মুহূর্তেই ঠোঁটে প্রদাহ শুরু হয়ে যায়। অনেকের ঠোঁট ফেটে রক্তও বের হতে থাকে। এই অবস্থায় কীভাবে ঠোঁটের যত্ন নেবেন, রইল টিপস।

শুষ্ক ঠোঁটের উপর বারবার জিভ বুলিয়ে ফেলেন। এতে সাময়িক আরাম মিললেও পর মুহূর্তেই ঠোঁটে প্রদাহ শুরু হয়ে যায়। অনেকের ঠোঁট ফেটে রক্তও বের হতে থাকে। এই অবস্থায় কীভাবে ঠোঁটের যত্ন নেবেন, রইল টিপস।

2 / 8
ফাটা ঠোঁট হোক বা গোড়ালি, শরীরকে হাইড্রেট থাকলে ত্বকের সমস্যা এমনই কমে যায়। তাই প্রচুর পরিমাণে জল পান করুন। শরীর হাইড্রেট থাকলে, ঠোঁটও ময়েশ্চারাইজও থাকবে। ঠোঁটকে শুষ্কতার থেকে রক্ষা করলে জল খান।

ফাটা ঠোঁট হোক বা গোড়ালি, শরীরকে হাইড্রেট থাকলে ত্বকের সমস্যা এমনই কমে যায়। তাই প্রচুর পরিমাণে জল পান করুন। শরীর হাইড্রেট থাকলে, ঠোঁটও ময়েশ্চারাইজও থাকবে। ঠোঁটকে শুষ্কতার থেকে রক্ষা করলে জল খান।

3 / 8
ঠোঁটের যত্নে লিপ বামের বিকল্প নেই। লিপ বাম ঠোঁটকে শুষ্ক হতে দেয় না। ঠোঁটের আর্দ্রতা ধরে রাখে। তবে, এমন লিপ বাম ব্যবহার করুন যার মধ্যে বিসওয়াক্স, শিয়া বাটার কিংবা নারকেল তেল রয়েছে। রাস্তাঘাটে বেরোলে লিপ বাম সঙ্গে নিয়ে বেরোন।

ঠোঁটের যত্নে লিপ বামের বিকল্প নেই। লিপ বাম ঠোঁটকে শুষ্ক হতে দেয় না। ঠোঁটের আর্দ্রতা ধরে রাখে। তবে, এমন লিপ বাম ব্যবহার করুন যার মধ্যে বিসওয়াক্স, শিয়া বাটার কিংবা নারকেল তেল রয়েছে। রাস্তাঘাটে বেরোলে লিপ বাম সঙ্গে নিয়ে বেরোন।

4 / 8
লিপ বাম ছাড়াও রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটের যত্ন নেওয়া জরুরি। এক্ষেত্রে আপনি কোনও হাইড্রেটিং বা অ্যান্টিসেপ্টিক ক্রিম ব্যবহার করতে পারেন। এছাড়া নারকেল তেল বা ঘিয়ের প্রলেপ লাগাতে পারেন ঠোঁটের উপর।

লিপ বাম ছাড়াও রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটের যত্ন নেওয়া জরুরি। এক্ষেত্রে আপনি কোনও হাইড্রেটিং বা অ্যান্টিসেপ্টিক ক্রিম ব্যবহার করতে পারেন। এছাড়া নারকেল তেল বা ঘিয়ের প্রলেপ লাগাতে পারেন ঠোঁটের উপর।

5 / 8
ঠোঁটের উপর থেকে মরা কোষ তোলা জরুরি। তাই চিনি ও মধু মিশিয়ে লিপ স্ক্রাব বানিয়ে নিন। এই লিপ স্ক্রাব ঠোঁটের উপর সার্কুলার মোশনে মালিশ করুন। এটি ফাটা ও শুষ্ক ঠোঁটের সমস্যা দূর করবে। পাশাপাশি ঠোঁটের গোলাপি আভা ফিরিয়ে আনবে। 

ঠোঁটের উপর থেকে মরা কোষ তোলা জরুরি। তাই চিনি ও মধু মিশিয়ে লিপ স্ক্রাব বানিয়ে নিন। এই লিপ স্ক্রাব ঠোঁটের উপর সার্কুলার মোশনে মালিশ করুন। এটি ফাটা ও শুষ্ক ঠোঁটের সমস্যা দূর করবে। পাশাপাশি ঠোঁটের গোলাপি আভা ফিরিয়ে আনবে। 

6 / 8
রোদে বেরোলে ঠোঁটেও মাখুন সানস্ক্রিন। সানস্ক্রিন ঠোঁটকে ইউভি রশ্মির হাত থেকে রক্ষা করবে। পাশাপাশি ঠোঁটকে কালচে হতে দেবে না। এমনকি শুষ্ক বাতাসের সংস্পর্শেও আসতে দেবে না।

রোদে বেরোলে ঠোঁটেও মাখুন সানস্ক্রিন। সানস্ক্রিন ঠোঁটকে ইউভি রশ্মির হাত থেকে রক্ষা করবে। পাশাপাশি ঠোঁটকে কালচে হতে দেবে না। এমনকি শুষ্ক বাতাসের সংস্পর্শেও আসতে দেবে না।

7 / 8
ফাটা ঠোঁটের সমস্যা প্রতিরোধ করতে চাইলে ডায়েটে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রাখুন। সামুদ্রিক মাছ, ফ্ল্যাক্স সিড, আখরোটের মতো খাবার ঠোঁটকে হাইড্রেট রাখতে সাহায্য করে। এই টিপস মানলেই নরম ঠোঁট ফিরে পাবেন আবার। 

ফাটা ঠোঁটের সমস্যা প্রতিরোধ করতে চাইলে ডায়েটে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রাখুন। সামুদ্রিক মাছ, ফ্ল্যাক্স সিড, আখরোটের মতো খাবার ঠোঁটকে হাইড্রেট রাখতে সাহায্য করে। এই টিপস মানলেই নরম ঠোঁট ফিরে পাবেন আবার। 

8 / 8