বছর শেষের রাতে দেদার মদ্যপান! ত্বকের বারোটা বেজেছে জানেন কি?
Side Effects Of Alcohol:মদ্যপান শরীরে জন্য কতটা ক্ষতিকর তা অজানা নয় কারও। তবে শুধু শরীরেরই নয়, মদ্যপানের ফলে ত্বকেরও মারাত্মক ক্ষতি হয়। জানুন সাময়িক আনন্দ পেতে অজান্তেই ত্বকের কী-কী ক্ষতি ডেকে আনছেন...
1 / 8
মদ্যপানের অভ্যাস রয়েছে অনেকেরই। আর বছর শেষ থেকে শুরু করে নতুন বছরে দেদার চলছে মদ্যপান। পার্টি করছেন তা ভাল কথা। কিন্তু এতে শরীরে কী ক্ষতি হচ্ছে তা জানেন কি? (ছবি:Pinterest)
2 / 8
মদ্যপান শরীরে জন্য কতটা ক্ষতিকর তা অজানা নয় কারও। তবে শুধু শরীরেরই নয়, মদ্যপানের ফলে ত্বকেরও মারাত্মক ক্ষতি হয়।(ছবি:Pinterest)
3 / 8
এই বিষয়টা অনেকেরই জানা নেই যে মদ্যপানের সরাসরি প্রভাব পড়ে ত্বকের উপর। মদ্যপানের অভ্যাস আছে? জেনে নিন একে ত্বকের কী-কী ক্ষতি হচ্ছে...(ছবি:Pinterest)
4 / 8
সবার আগে এতে ত্বক ভিতর থেকে শুকিয়ে যায়। ফলে ত্বকে শুষ্কতার সমস্যা হয়। ত্বক অতিরিক্ত শুকিয়ে গেলে চামড়া উঠতে থাকে অনেকসময়। (ছবি:Pinterest)
5 / 8
শুধু তাই-ই নয়, শুষ্কতা থেকে চুলকানির সমস্যাও হতে পারে। আর এই ধরনের শুকনো চুলকানি বেড়ে গেলে মারাত্মক অবস্থা হয়। (ছবি:Pinterest)
6 / 8
মদ্যপান করলে হিস্টামিন ক্ষরণ হয়। যার ফলে ত্বকের ভিতরের শিরা স্পষ্ট দেখা যেতে শুরু করে। ফলে চামড়ার সাধারণ রঙ পরিবর্তন হতে থাকে। (ছবি:Pinterest)
7 / 8
মদ্যপানের ফলে ত্বক শুষ্ক হয়ে গেলে ত্বকে একজিমার সমস্যা পর্যন্ত মাথা চাড়া দিতে পারে। অনেকসময় চিকিৎসা করেও সারতে চায় না এই সমস্যা। (ছবি:Pinterest)
8 / 8
আজকাল চোখের কোণায় ডার্ক সার্কেল সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চোখের চারপাশে কালো দাগ দেখতে ভাল লাগে না।
জানেন কি অতিরিক্ত মদ্যপান করলে এই ডার্ক সার্কেলের সমস্যা হতে পারে? বিশেষজ্ঞদের মতে, মদ্যপান এই ডার্ক সার্কেলের সমস্যাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। এ ছাড়া চোখের চারপাশ ফুলে যায় অনেকসময়। (ছবি:Pinterest)