ব্র্যান্ডেড ক্রিম লাগিয়েও যাচ্ছে না জেদি ব্রণর দাগ? রইল উপায়
Pigmentation Scar: দাগযুক্ত স্থানে চন্দন বেটে লাগিয়ে রাখুন। এতে উপকার পাবেন। মাঝেমধ্যে লেবুর রস লাগাতে পারেন মুখে, এতে দাগ উধাও হবে। একইভাবে কফি লাগাতে পারেন মুখে। তাতে দাগের সমস্যা মেটে। এ ছাড়া ব্যবহার করতে পারেন হলুদ। ঘরে হলুদ বেটে তাতে কয়েক ফোঁটা মধু মিশিয়ে লাগালে উপকার পাবেন।