ত্বকের হাজার সমস্যা মেটাবে টকদইয়ের এই ফেস প্যাক, রইল ব্যবহার

Feb 26, 2024 | 1:23 PM

Curd Face Pack: জেদী ট্যান তুলতে ভরসা হতে পারে টমেটো ও টকদইয়ের ফেস প্যাক। এই জন্য একটি পাত্রে টকদই নিন। তাতে টমেটোর নির্যাস মেশান। এ বার ভাল করে গুলে ত্বকে লাগিয়ে নিন। দেখবেন ট্যান থেকে মুক্তি পাবেন জলদি।

1 / 8
শরীরের জন্য দইয়ের উপকারিতা অজানা নয় কারও। জানেন কি শুধু শরীরের জন্যই নয়, ত্বকের জন্যও ভীষণই উপকারী টকদই। (ছবি:Pinterest)

শরীরের জন্য দইয়ের উপকারিতা অজানা নয় কারও। জানেন কি শুধু শরীরের জন্যই নয়, ত্বকের জন্যও ভীষণই উপকারী টকদই। (ছবি:Pinterest)

2 / 8
ত্বকের রোদে পোড়া ট্যান তুলতে টকদইয়ের বিকল্প নেই। এতে ল্যাকটিক অ্যাসিড রয়েছে যা ট্যান তুলতে দারুণ সাহায্য করে। (ছবি:Pinterest)

ত্বকের রোদে পোড়া ট্যান তুলতে টকদইয়ের বিকল্প নেই। এতে ল্যাকটিক অ্যাসিড রয়েছে যা ট্যান তুলতে দারুণ সাহায্য করে। (ছবি:Pinterest)

3 / 8
এ ছাড়া টকদই খুব ভালো স্ক্রাব হিসেবেও কাজ করে। প্রাকৃতিক এক্সফ্লয়েটর হিসেবে এর জুড়ি নেই। এ বার জেনে নিন ব্যবহার। (ছবি:Pinterest)

এ ছাড়া টকদই খুব ভালো স্ক্রাব হিসেবেও কাজ করে। প্রাকৃতিক এক্সফ্লয়েটর হিসেবে এর জুড়ি নেই। এ বার জেনে নিন ব্যবহার। (ছবি:Pinterest)

4 / 8
টকদইয়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পারেন। ত্বকের ট্যান ও দাগছোপ তুলতে দুর্দান্ত কাজ করে এই ফেস প্যাক।  একটি পাত্রে টকদই নিন, তাতে লেবুর রস মিশিয়ে প্যাকটি তৈরি করে নিন। (ছবি:Pinterest)

টকদইয়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পারেন। ত্বকের ট্যান ও দাগছোপ তুলতে দুর্দান্ত কাজ করে এই ফেস প্যাক। একটি পাত্রে টকদই নিন, তাতে লেবুর রস মিশিয়ে প্যাকটি তৈরি করে নিন। (ছবি:Pinterest)

5 / 8
এ ছাড়া ব্যবহার করতে পারেন টকদই ও গোলাপ জলের ফেস প্যাক। ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে তোলে এই ফেস প্যাকটি। এটি বানাতে একটি পাত্রে টকদই নিন, তাতে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিলেই কাজ শেষ। (ছবি:Pinterest)

এ ছাড়া ব্যবহার করতে পারেন টকদই ও গোলাপ জলের ফেস প্যাক। ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে তোলে এই ফেস প্যাকটি। এটি বানাতে একটি পাত্রে টকদই নিন, তাতে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিলেই কাজ শেষ। (ছবি:Pinterest)

6 / 8
টকদইয়ের সঙ্গে বেসন ও মধু মিশিয়ে মাখলেও ফল পাবেন। এই প্যাকটি ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে। সপ্তাহে দু' থেকে তিন দিন এই প্যাকটি ব্যবহার করতে পারেন। (ছবি:Pinterest)

টকদইয়ের সঙ্গে বেসন ও মধু মিশিয়ে মাখলেও ফল পাবেন। এই প্যাকটি ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে। সপ্তাহে দু' থেকে তিন দিন এই প্যাকটি ব্যবহার করতে পারেন। (ছবি:Pinterest)

7 / 8
আর ব্যবহার করে দেখতে পারেন টকদই ও হলুদের ফেস প্য়াক। হলুদে রয়েছে কারকিউমিন, যা ত্বকের জন্য বেশ উপকারী। টকদইয়ের সঙ্গে হলুদ মিশিয়ে মাখলেই হবে। (ছবি:Pinterest)

আর ব্যবহার করে দেখতে পারেন টকদই ও হলুদের ফেস প্য়াক। হলুদে রয়েছে কারকিউমিন, যা ত্বকের জন্য বেশ উপকারী। টকদইয়ের সঙ্গে হলুদ মিশিয়ে মাখলেই হবে। (ছবি:Pinterest)

8 / 8
জেদী ট্যান তুলতে ভরসা হতে পারে টমেটো ও টকদইয়ের ফেস প্যাক। এই জন্য একটি পাত্রে টকদই নিন। তাতে টমেটোর নির্যাস মেশান। এ বার ভাল করে গুলে ত্বকে লাগিয়ে নিন। দেখবেন ট্যান থেকে মুক্তি পাবেন জলদি। (ছবি:Pinterest)

জেদী ট্যান তুলতে ভরসা হতে পারে টমেটো ও টকদইয়ের ফেস প্যাক। এই জন্য একটি পাত্রে টকদই নিন। তাতে টমেটোর নির্যাস মেশান। এ বার ভাল করে গুলে ত্বকে লাগিয়ে নিন। দেখবেন ট্যান থেকে মুক্তি পাবেন জলদি। (ছবি:Pinterest)

Next Photo Gallery