প্রায় সারাবছর পা ফাটার সমস্যায় ভোগেন অনেকে। আর শীতকালে এই সমস্যা আরও মাথা চাড়া দিয়ে ওঠে। (ছবি:Pinterest)
তখন আর কিছু আর করার থাকে না। এমনকি এই সমস্যার জন্য লোকসমাজে পা বের করতে লজ্জাও পান অনেকে। কী করে ফাটা গোড়ালির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় জানেন কি? (ছবি:Pinterest)
সবার আগে জানুন আসলে পা কেন ফাটে? মানুষের ত্বকে এক ধরনের গ্রন্থি রয়েছে যা থেকে তেল নিঃসরণ হয়। পায়েও এই ধরেনর গ্রন্থি থাকে। (ছবি:Pinterest)
তবে শীতে এই গোড়ালি থেকে তেল নিঃসরণ প্রায় হয় না বললেই চলে। ফলে চামড়া শুকিয়ে রুক্ষ হয় যায়। তাই সেই অংশটা ফেটে যায়। (ছবি:Pinterest)
এই সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন মোম ও নারকেল তেল। শীতে এমনিতেই নারকেল তেল জমে যায়। একটা পাত্রে পরিমাণমতো নারকেল তেল নিন। তাতে ভাল মানের মোম গুঁড়ো করে দিন। মিশ্রণটি ভাল করে ফুটিয়ে নিন। এরপর রেখে দিন। (ছবি:Pinterest)
দেখবেন বাটিতে জমে যাবে পুরো মিশ্রণটি। এ বার সেখান থেকে একটু একটু করে নিয়ে পায়ে লাগান। ফলাফল নিজের চোখেই দেখতে পাবেন। (ছবি:Pinterest)
এ ছাড়া ব্যবহার করতে পারেন পেট্রোলিয়াম জেলি। এই ধরনের জেলি ত্বকের আর্দ্রতা ফেরায়। ফলে পা ফাট কমে অনেকটাই। (ছবি:Pinterest)
শীতকালে অনেক বাড়িতেই গ্লিসারিন ব্যবহার করার চল রয়েছে। এর জন্য গোড়ালিতে গ্লিসারিন মালিশ করুন। সঙ্গে একটু গোলাপ জল মিশিয়ে নিলে আরও ভাল কাজ হবে দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে। (ছবি:Pinterest)