শীত পড়তেই পা ফেটে চৌচিড়? রইল ঘরোয়া সমাধান
Cracked Heels Tips: আসলে পা কেন ফাটে? মানুষের ত্বকে এক ধরনের গ্রন্থি রয়েছে যা থেকে তেল নিঃসরণ হয়। পায়েও এই ধরেনর গ্রন্থি থাকে।তবে শীতে এই গোড়ালি থেকে তেল নিঃসরণ প্রায় হয় না বললেই চলে। ফলে চামড়া শুকিয়ে রুক্ষ হয় যায়। তাই সেই অংশটা ফেটে যায়।
1 / 8
প্রায় সারাবছর পা ফাটার সমস্যায় ভোগেন অনেকে। আর শীতকালে এই সমস্যা আরও মাথা চাড়া দিয়ে ওঠে। (ছবি:Pinterest)
2 / 8
তখন আর কিছু আর করার থাকে না। এমনকি এই সমস্যার জন্য লোকসমাজে পা বের করতে লজ্জাও পান অনেকে। কী করে ফাটা গোড়ালির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় জানেন কি? (ছবি:Pinterest)
3 / 8
সবার আগে জানুন আসলে পা কেন ফাটে? মানুষের ত্বকে এক ধরনের গ্রন্থি রয়েছে যা থেকে তেল নিঃসরণ হয়। পায়েও এই ধরেনর গ্রন্থি থাকে। (ছবি:Pinterest)
4 / 8
তবে শীতে এই গোড়ালি থেকে তেল নিঃসরণ প্রায় হয় না বললেই চলে। ফলে চামড়া শুকিয়ে রুক্ষ হয় যায়। তাই সেই অংশটা ফেটে যায়। (ছবি:Pinterest)
5 / 8
এই সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন মোম ও নারকেল তেল। শীতে এমনিতেই নারকেল তেল জমে যায়। একটা পাত্রে পরিমাণমতো নারকেল তেল নিন। তাতে ভাল মানের মোম গুঁড়ো করে দিন। মিশ্রণটি ভাল করে ফুটিয়ে নিন। এরপর রেখে দিন। (ছবি:Pinterest)
6 / 8
দেখবেন বাটিতে জমে যাবে পুরো মিশ্রণটি। এ বার সেখান থেকে একটু একটু করে নিয়ে পায়ে লাগান। ফলাফল নিজের চোখেই দেখতে পাবেন। (ছবি:Pinterest)
7 / 8
এ ছাড়া ব্যবহার করতে পারেন পেট্রোলিয়াম জেলি। এই ধরনের জেলি ত্বকের আর্দ্রতা ফেরায়। ফলে পা ফাট কমে অনেকটাই। (ছবি:Pinterest)
8 / 8
শীতকালে অনেক বাড়িতেই গ্লিসারিন ব্যবহার করার চল রয়েছে। এর জন্য গোড়ালিতে গ্লিসারিন মালিশ করুন। সঙ্গে একটু গোলাপ জল মিশিয়ে নিলে আরও ভাল কাজ হবে দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে। (ছবি:Pinterest)