মুঠো-মুঠো চুল উঠছে? ডাবের জলেই লুকিয়ে সমাধান
Coconut Water For Hair:ডাবের জলে রয়েছে কার্বোহাইড্রেট, সোডিয়াম, ফাইবার, পটাশিয়াম, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেশিয়াম, যা চুলকে পুষ্টি জোগায়। এবং স্ক্যাল্পে আর্দ্রতা ফেরায়। ডাবের জল মাথার ত্বক ও চুলের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে। এই জল দিয়ে চুলে ধুয়ে নিলে জট পড়ে না, পাশাপাশি চুল হয় মসৃণ ও নরম।
1 / 8
আপনি কি চুল পড়ার সমস্যায় ভুগছেন? নানা নামিদামী প্রসাধনী ব্যবহার করেও কাজ হচ্ছে না? (ছবি:Pinterest)
2 / 8
তাহলে নজর ঘোরাতে হবে অন্যদিকে। এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে নারকেলের জল। (ছবি:Pinterest)
3 / 8
চুলকে পুষ্টি জোগায় ডাবের জল। এই জল খুশকির সমস্যা থেকে চিরতরে মুক্তি দেয়। পাশাপাশি চুল পড়া রোধ করে। (ছবি:Pinterest)
4 / 8
এ ছাড়া নারকেল জল ব্যবহার করলে চুল চকচকে থাকে। পাশাপাশি স্প্লিট এন্ডের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। (ছবি:Pinterest)
5 / 8
ডাবের জলে রয়েছে কার্বোহাইড্রেট, সোডিয়াম, ফাইবার, পটাশিয়াম, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেশিয়াম, যা চুলকে পুষ্টি জোগায়। এবং স্ক্যাল্পে আর্দ্রতা ফেরায়। (ছবি:Pinterest)
6 / 8
ডাবের জল মাথার ত্বক ও চুলের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে। এই জল দিয়ে চুলে ধুয়ে নিলে জট পড়ে না, পাশাপাশি চুল হয় মসৃণ ও নরম। (ছবি:Pinterest)
7 / 8
এ বার আসা যাক কীভাবে ব্যবহার করবেন। প্রথমে গোলাপ জল এবং নারকেল জল নিন। তারপর দুটোই ভালো করে মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ পর চুল ভালো করে ধুয়ে ফেলুন। (ছবি:Pinterest)
8 / 8
এ ছাড়া অ্যালোভেরা জেলের সঙ্গে ডাবের জল মিশিয়ে ব্যবহার করলেও উপকার পাবেন। এতে চুল চকচকে ও সুন্দর হয়। (ছবি:Pinterest)