Coffee For Hair: চুলের সমস্যা মেটাতে একাই একশো কফি, জানুন ব্যবহার

Hair Care: নিয়মিত এটি ব্যবহার করলে চুলের দ্রুত বৃদ্ধি হয়।এছাড়া কমে চুল পড়ার সমস্যাও। কফি প্রাকৃতিকভাবে চুলে লাল আভা এনে দিতেও সাহায্য করে।এবার জানুন কীভাবে ব্যবহার করলে কাজ হবে। এক কাপ উষ্ণ জলে পরিমাণ মতো কফি পাউডার মিশিয়ে নিন। এবার এটি ঠান্ডা করে লাগিয়ে নিন।

| Edited By: | Updated on: Sep 24, 2023 | 2:05 PM
আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে কফি। দিনের শুরু থেকে শেষ কফিই ভরসা। আর শীতে তো কথাই নেই। সারাদিন কফি দিলে আর কিচ্ছু লাগে না।

আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে কফি। দিনের শুরু থেকে শেষ কফিই ভরসা। আর শীতে তো কথাই নেই। সারাদিন কফি দিলে আর কিচ্ছু লাগে না।

1 / 8
তবে জানেন কি এই কফি শরীরের উপকারের পাশাপাশি ত্বক ও চুলের জন্যও ভীষণ উপকারি? কফিতে রয়েছে ক্যাফেইন। যা চুলের জন্য ভীষণই ভাল।

তবে জানেন কি এই কফি শরীরের উপকারের পাশাপাশি ত্বক ও চুলের জন্যও ভীষণ উপকারি? কফিতে রয়েছে ক্যাফেইন। যা চুলের জন্য ভীষণই ভাল।

2 / 8
নিয়মিত এটি ব্যবহার করলে চুলের দ্রুত বৃদ্ধি হয়। এছাড়া কমে চুল পড়ার সমস্যাও। কফি প্রাকৃতিকভাবে চুলে লাল আভা এনে দিতেও সাহায্য করে। এবার জানুন কীভাবে ব্যবহার করলে কাজ হবে...

নিয়মিত এটি ব্যবহার করলে চুলের দ্রুত বৃদ্ধি হয়। এছাড়া কমে চুল পড়ার সমস্যাও। কফি প্রাকৃতিকভাবে চুলে লাল আভা এনে দিতেও সাহায্য করে। এবার জানুন কীভাবে ব্যবহার করলে কাজ হবে...

3 / 8
এক কাপ উষ্ণ জলে পরিমাণমতো কফি পাউডার মিশিয়ে নিন। এবার এটি ঠান্ডা করে চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। উপকার পাবেন।

এক কাপ উষ্ণ জলে পরিমাণমতো কফি পাউডার মিশিয়ে নিন। এবার এটি ঠান্ডা করে চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। উপকার পাবেন।

4 / 8
নারকেল তেলের সঙ্গে কফি মিশিয়ে ব্যবহার করলেও কাজ হবে। এর জন্য লাগবে টকদই, নারকেল তেল ও কফি পাউডার। এবার জেনে নিন কী করতে হবে...

নারকেল তেলের সঙ্গে কফি মিশিয়ে ব্যবহার করলেও কাজ হবে। এর জন্য লাগবে টকদই, নারকেল তেল ও কফি পাউডার। এবার জেনে নিন কী করতে হবে...

5 / 8
একটা পাত্রে টকদই নিন। তাতে কফি পাউডার ও নারকেল তেল দিন। এবার ভাল করে মিশ্রণটি গুলে নিয়ে গোটা চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন।

একটা পাত্রে টকদই নিন। তাতে কফি পাউডার ও নারকেল তেল দিন। এবার ভাল করে মিশ্রণটি গুলে নিয়ে গোটা চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন।

6 / 8
এছাড়া নারকেল তেল, আমন্ড অয়েলের সঙ্গে কফি মিশিয়ে ব্যবহার করলেও উপকার পাবেন। কারণ এই সব মিশ্রণই চুলের বৃদ্ধিতে ও চুল মজবুত করতে দারুণভাবে সাহায্য করে।

এছাড়া নারকেল তেল, আমন্ড অয়েলের সঙ্গে কফি মিশিয়ে ব্যবহার করলেও উপকার পাবেন। কারণ এই সব মিশ্রণই চুলের বৃদ্ধিতে ও চুল মজবুত করতে দারুণভাবে সাহায্য করে।

7 / 8
একটা পাত্রে কফি পাউডার নিন। তাতে পরিমাণমতো নারকেলের তেল ও আমন্ড অয়েল মেশান। ভাল করে পুরো মিশ্রণটি গুলে নিন। এবার চুলে ভাল করে গুলে নিয়ে লাগিয়ে রাখুন ৩০ মিনিটের জন্য়। এরপর চুল ধুয়ে নিতে হবে।

একটা পাত্রে কফি পাউডার নিন। তাতে পরিমাণমতো নারকেলের তেল ও আমন্ড অয়েল মেশান। ভাল করে পুরো মিশ্রণটি গুলে নিন। এবার চুলে ভাল করে গুলে নিয়ে লাগিয়ে রাখুন ৩০ মিনিটের জন্য়। এরপর চুল ধুয়ে নিতে হবে।

8 / 8
Follow Us: