ডার্কসার্কেল থেকে ট্যানের সমস্যা, মুক্তি আঙুরেই
Grapes For skin: এক্ষেত্রে কয়েকটি আঙুর পিষে একটি পেস্ট বানিয়ে নিন। এরপর একটি পাত্রে মুলতানি মাটি নিন। তাতে এই পেস্ট ও জল দিয়ে গুলে নিন। ব্রণযুক্ত স্থানে প্যাকটি ভালো করে লাগিয়ে নিন। ৩০ মিনিট মতো রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেললেই কাজ শেষ।
Most Read Stories