ট্যান থেকে ব্রণ, সবের সমাধান লুকিয়ে এই ফলে

Pomegranate Face Pack:স্ক্রাব হিসেবেও ব্যবহার করতে পারে বেদানাকে। এর জন্য একটি পাত্রে ওটসের গুঁড়ো নিন। তাতে বেদানার রস দিন। এ বার এই মিশ্রণটি দিয়ে স্ক্রাব করে নিন। বেদানা ও অ্যালোভেরা একসঙ্গে ব্যবহার করলে মিটবে ট্যানের সমস্যা। রোদ থেকে ফিরে অ্যালোভেরা ও বেদানার ফেসপ্যাক লাগান। স্যানট্যান গায়েব হবে একেবারে।

| Updated on: Mar 12, 2024 | 8:30 AM
বেদানা স্বাদে যেমন মিষ্টি, দেখতেও তেমনই সুন্দর। পাশাপাশি গুণেরও শেষ নেই। অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর বেদানা শরীর সুস্থ রাখতে সাহায্য করে। (ছবি:Pinterest)

বেদানা স্বাদে যেমন মিষ্টি, দেখতেও তেমনই সুন্দর। পাশাপাশি গুণেরও শেষ নেই। অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর বেদানা শরীর সুস্থ রাখতে সাহায্য করে। (ছবি:Pinterest)

1 / 8
শুধু শরীরের জন্যই নয়, ত্বকের জন্যও ভীষণ উপকারী বেদানা। দাগছোপ মিটিয়ে ত্বককে নরম ও সুন্দর করতে সাহায্য করে বেদানা। (ছবি:Pinterest)

শুধু শরীরের জন্যই নয়, ত্বকের জন্যও ভীষণ উপকারী বেদানা। দাগছোপ মিটিয়ে ত্বককে নরম ও সুন্দর করতে সাহায্য করে বেদানা। (ছবি:Pinterest)

2 / 8
তবে এর জন্য শুধু বেদানা ব্যবহার করলেই চলবে না। জানতে হবে সঠিক উপায়। জেনে নিন বাড়িতে বেদানা দিয়ে কীভাবে বানাবেন ফেস মাস্ক। (ছবি:Pinterest)

তবে এর জন্য শুধু বেদানা ব্যবহার করলেই চলবে না। জানতে হবে সঠিক উপায়। জেনে নিন বাড়িতে বেদানা দিয়ে কীভাবে বানাবেন ফেস মাস্ক। (ছবি:Pinterest)

3 / 8
বেদানা ও টকদই দিয়ে বানিয়ে নিতে পারেন ফেসপ্যাক। এর জন্য একটি পাত্রে টকদই নিন। তাতে বেদানার নির্যাস যোগ করুন। (ছবি:Pinterest)

বেদানা ও টকদই দিয়ে বানিয়ে নিতে পারেন ফেসপ্যাক। এর জন্য একটি পাত্রে টকদই নিন। তাতে বেদানার নির্যাস যোগ করুন। (ছবি:Pinterest)

4 / 8
মিশ্রণটি ত্বকে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। উপকার পাবেন। ত্বকের যাবতীয় দাগছোপ মিটবে এটি ব্যবহার করলে। (ছবি:Pinterest)

মিশ্রণটি ত্বকে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। উপকার পাবেন। ত্বকের যাবতীয় দাগছোপ মিটবে এটি ব্যবহার করলে। (ছবি:Pinterest)

5 / 8
একইভাবে ব্যবহার করতে পারেন বেদানা ও মধুর ফেসপ্যাক। এক জন্য বেদানার রসের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করলে ফল পাবেন। (ছবি:Pinterest)

একইভাবে ব্যবহার করতে পারেন বেদানা ও মধুর ফেসপ্যাক। এক জন্য বেদানার রসের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করলে ফল পাবেন। (ছবি:Pinterest)

6 / 8
স্ক্রাব হিসেবেও ব্যবহার করতে পারে বেদানাকে। এর জন্য একটি পাত্রে ওটসের গুঁড়ো নিন। তাতে বেদানার রস দিন। এ বার এই মিশ্রণটি দিয়ে স্ক্রাব করে নিন। (ছবি:Pinterest)

স্ক্রাব হিসেবেও ব্যবহার করতে পারে বেদানাকে। এর জন্য একটি পাত্রে ওটসের গুঁড়ো নিন। তাতে বেদানার রস দিন। এ বার এই মিশ্রণটি দিয়ে স্ক্রাব করে নিন। (ছবি:Pinterest)

7 / 8
বেদানা ও অ্যালোভেরা একসঙ্গে ব্যবহার করলে মিটবে ট্যানের সমস্যা। রোদ থেকে ফিরে অ্যালোভেরা ও বেদানার ফেসপ্যাক লাগান। স্যানট্যান গায়েব হবে একেবারে। (ছবি:Pinterest)

বেদানা ও অ্যালোভেরা একসঙ্গে ব্যবহার করলে মিটবে ট্যানের সমস্যা। রোদ থেকে ফিরে অ্যালোভেরা ও বেদানার ফেসপ্যাক লাগান। স্যানট্যান গায়েব হবে একেবারে। (ছবি:Pinterest)

8 / 8
Follow Us: