ত্বকে সোনার জেল্লা পেতে ব্যবহার করে দেখুন গাঁদা ফুলের ফেস প্যাক
Marigold Face Pack: একটা পাত্রে গাঁদা ফুলের পাঁপড়ির রস নিন। তাতে এক টামচ মধু ও দুধের সর মেশান। এ বার মিশ্রণটি ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে নিলেই হবে। এ ছাড়া ব্যবহার করতে পারেন গাঁদা ফুল ও টক দইয়ের ফেস প্যাক। রোদের কারণে পড়া ট্যান তুলতে দারুণ সাহায্য করে এই গাঁদা ফুলের ফেস প্যাক।
Most Read Stories