পার্লারে যেতে হবে না, টাকা বাঁচিয়ে বাড়িতে করে নিন পেডিকিওর

Pedicure At Home: একটা বড় গামলায় হালকা গরম জল নিন। তাতে সুগন্ধী শ্যাম্পু ও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল দিন। এ বার এতে পা ডুবিয়ে রেখে দিন। তারপর তোয়ালে দিয়ে পা মুছে হালকা একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

| Updated on: Jan 31, 2024 | 9:00 AM
মুখের যেভাবে যত্ন নেন সেভাবে পায়ের খেয়াল রাখেন কি? বেশিরভাগ লোকেরই উত্তর হবে না। অযত্নের ফলে ধীরে-ধীরে জেল্লা হারাতে থাকে পা। (ছবি:Pinterest)

মুখের যেভাবে যত্ন নেন সেভাবে পায়ের খেয়াল রাখেন কি? বেশিরভাগ লোকেরই উত্তর হবে না। অযত্নের ফলে ধীরে-ধীরে জেল্লা হারাতে থাকে পা। (ছবি:Pinterest)

1 / 8
ক্রমে বেহাল দশা দেখা দেয়। তখন আর কিছু না ভেবে ছুটতে হয় পার্লারে। করাতে হয় পেডিকিওর। আর পার্লারে পেডিকিয়োর মানেই এক গাদা টাকা খরচ। (ছবি:Pinterest)

ক্রমে বেহাল দশা দেখা দেয়। তখন আর কিছু না ভেবে ছুটতে হয় পার্লারে। করাতে হয় পেডিকিওর। আর পার্লারে পেডিকিয়োর মানেই এক গাদা টাকা খরচ। (ছবি:Pinterest)

2 / 8
তা না করে বাড়িতেই করে নিন পেডিকিওর। দুর্দান্ত ফল পাবেন। এর জন্য প্রথমে এক টুকরো লেবু নিয়ে পা ঘষে নিন। লেবুর মধ্যে নুন মিশিয়ে নিলে আরও ভালো ফল পাবেন। (ছবি:Pinterest)

তা না করে বাড়িতেই করে নিন পেডিকিওর। দুর্দান্ত ফল পাবেন। এর জন্য প্রথমে এক টুকরো লেবু নিয়ে পা ঘষে নিন। লেবুর মধ্যে নুন মিশিয়ে নিলে আরও ভালো ফল পাবেন। (ছবি:Pinterest)

3 / 8
এ ছাড়া কফি দিয়েও স্ক্রাব করে নিতে পারেন। কফি পাউডার দিয়ে পা ঘষে নিন। এটা ভালো এক্সফ্লয়েটারের কাজ করে। (ছবি:Pinterest)

এ ছাড়া কফি দিয়েও স্ক্রাব করে নিতে পারেন। কফি পাউডার দিয়ে পা ঘষে নিন। এটা ভালো এক্সফ্লয়েটারের কাজ করে। (ছবি:Pinterest)

4 / 8
একই ভাবে ব্যবহার করতে পারেন ওটস গুঁড়ো ও টকদই। এই দুই মিশ্রণ একসঙ্গে মিশিয়ে লাগাতে হবে। এটি ভালো একটি স্ক্রাব।(ছবি:Pinterest)

একই ভাবে ব্যবহার করতে পারেন ওটস গুঁড়ো ও টকদই। এই দুই মিশ্রণ একসঙ্গে মিশিয়ে লাগাতে হবে। এটি ভালো একটি স্ক্রাব।(ছবি:Pinterest)

5 / 8
এরপর টকদইয়ের মধ্যে বেসন ও হলুদ মেশান। তা গোটা পায়ে ভালো করে লাগিয়ে রেখে দিন। ৩০ মিনিট পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। (ছবি:Pinterest)

এরপর টকদইয়ের মধ্যে বেসন ও হলুদ মেশান। তা গোটা পায়ে ভালো করে লাগিয়ে রেখে দিন। ৩০ মিনিট পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। (ছবি:Pinterest)

6 / 8
এ ছাড়া ব্যবহার করতে পারেন হলুদ ও দুধের সর। এই উপাদান পায়ের ময়লা পরিষ্কার করে ত্বককে আরও নরম করে দেয়। (ছবি:Pinterest)

এ ছাড়া ব্যবহার করতে পারেন হলুদ ও দুধের সর। এই উপাদান পায়ের ময়লা পরিষ্কার করে ত্বককে আরও নরম করে দেয়। (ছবি:Pinterest)

7 / 8
এরপর একটা বড় গামলায় হালকা গরম জল নিন। তাতে সুগন্ধী শ্যাম্পু  ও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল দিন। এ বার এতে পা ডুবিয়ে রেখে দিন। তারপর তোয়ালে দিয়ে পা মুছে হালকা একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। (ছবি:Pinterest)

এরপর একটা বড় গামলায় হালকা গরম জল নিন। তাতে সুগন্ধী শ্যাম্পু ও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল দিন। এ বার এতে পা ডুবিয়ে রেখে দিন। তারপর তোয়ালে দিয়ে পা মুছে হালকা একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। (ছবি:Pinterest)

8 / 8
Follow Us: