Castor Oil For Hair: মাথার সামনে বড় হচ্ছে টাক? চোখ বন্ধ করে ভরসা রাখুন এই বিশেষ তেলে

Benefits Of Castor Oil: পরিমাণ মতো নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে হালকা গরম করে নিন। এবার তা চুলে ভাল করে মালিশ করে শ্যাম্পু করে নিন।

| Edited By: | Updated on: Jul 09, 2023 | 6:42 PM
বয়স বাড়ার সঙ্গে-সঙ্গে মাথার সামনে বড় হচ্ছে টাক? হাজার প্রসাধনী ব্যবহার করে, হেয়ার ট্রিটমেন্ট করিয়েও কোনও কাজ হচ্ছে না?

বয়স বাড়ার সঙ্গে-সঙ্গে মাথার সামনে বড় হচ্ছে টাক? হাজার প্রসাধনী ব্যবহার করে, হেয়ার ট্রিটমেন্ট করিয়েও কোনও কাজ হচ্ছে না?

1 / 8
এবার চোখ বন্ধ করে ভরসা রাখুন ক্যাস্টর অয়েলের উপর। বহু আগে থেকেই চুলের যত্নে ব্য়বহার হয়ে আসছে এই বিশেষ তেল। তবে শুধু ব্যবহার করলেই হবে না, এই তেল সঠিক উপায়ে প্রয়োগ করতে হবে।

এবার চোখ বন্ধ করে ভরসা রাখুন ক্যাস্টর অয়েলের উপর। বহু আগে থেকেই চুলের যত্নে ব্য়বহার হয়ে আসছে এই বিশেষ তেল। তবে শুধু ব্যবহার করলেই হবে না, এই তেল সঠিক উপায়ে প্রয়োগ করতে হবে।

2 / 8
 প্রথমেই জেনে নেওয়া যাক এই তেলের গুণাগুণ। স্ক্যাল্পের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এই তেল। এছাড়া সাহায্য করে চুলের বৃদ্ধিতেও।

প্রথমেই জেনে নেওয়া যাক এই তেলের গুণাগুণ। স্ক্যাল্পের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এই তেল। এছাড়া সাহায্য করে চুলের বৃদ্ধিতেও।

3 / 8
গবেষণা বলছে, এই তেলে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট রয়েছে। যা স্ক্যাল্পের বহু সমস্যা মেটায়।

গবেষণা বলছে, এই তেলে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট রয়েছে। যা স্ক্যাল্পের বহু সমস্যা মেটায়।

4 / 8
এছাড়া ক্যাস্টর অয়েলে প্রদাহরোধী বৈশিষ্ট রয়েছে। ফলে স্ক্য়াল্পে হওয়া জ্বালা যন্ত্রণাকে রোধ করে এই তেল। এবং খুশকির সমস্যাও মেটায়।

এছাড়া ক্যাস্টর অয়েলে প্রদাহরোধী বৈশিষ্ট রয়েছে। ফলে স্ক্য়াল্পে হওয়া জ্বালা যন্ত্রণাকে রোধ করে এই তেল। এবং খুশকির সমস্যাও মেটায়।

5 / 8
এই বিশেষ তেল চুলের আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে। নিয়মিত এই তেল মালিষ করলে চুলের ডগা সুস্থ থাকে ও ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না।

এই বিশেষ তেল চুলের আর্দ্রতা বজায় রাখতেও সাহায্য করে। নিয়মিত এই তেল মালিষ করলে চুলের ডগা সুস্থ থাকে ও ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না।

6 / 8
 ক্যাস্টর অয়েলে রয়েছে রাইসিনোলিক অ্যাসিড। যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এবং এর পাশাপাশি স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ায়।

ক্যাস্টর অয়েলে রয়েছে রাইসিনোলিক অ্যাসিড। যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এবং এর পাশাপাশি স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ায়।

7 / 8
পরিমাণ মতো নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে হালকা গরম করে নিন। এবার তা চুলে ভাল করে মালিশ করে শ্যাম্পু করে নিন।

পরিমাণ মতো নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে হালকা গরম করে নিন। এবার তা চুলে ভাল করে মালিশ করে শ্যাম্পু করে নিন।

8 / 8
Follow Us: