রেস্তোরাঁ স্টাইল হট গার্লিক চিকেন বানান বাড়িতেই, রইল রেসিপি

Hot Garlic Chicken Recipe: আর লাগবে গোলমরিচের গুঁড়ো, ডিম, লেবুর রস। এ বার আসা যাক রেসিপিতে। প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নুন ও লেবুর রস মাখিয়ে রেখে দিন ১০ মিনিট। এরপর তাতে ডিম, ময়দা ও কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো দিন। এরপর কড়াইয়ে মাখন দিন। এ বার তাতে চিকেনের টুকরোগুলো দিয়ে টস করে নিন। অন্যদিকে একটি কড়াইয়ে তেল দিন।

| Updated on: Jan 31, 2024 | 8:00 AM
রেস্তোরাঁয় গিয়েই চাইনিজ় খাবারের উপর ঝাঁপিয়ে পড়েন? ফ্রায়েড রাইস, চিলি চিকেনের সঙ্গে স্টার্টারে মুচমুচে চাইনিজ় পদ খেতে ভালোবাসেন? (ছবি:Pinterest)

রেস্তোরাঁয় গিয়েই চাইনিজ় খাবারের উপর ঝাঁপিয়ে পড়েন? ফ্রায়েড রাইস, চিলি চিকেনের সঙ্গে স্টার্টারে মুচমুচে চাইনিজ় পদ খেতে ভালোবাসেন? (ছবি:Pinterest)

1 / 8
তাহলে আর দেরী না করে বাড়িতেই বানিয়ে নিন হট গার্লিক চিকেন। কীভাবে বানাবেন তাই ভাবছেন তো? রইল রেসিপি। (ছবি:Pinterest)

তাহলে আর দেরী না করে বাড়িতেই বানিয়ে নিন হট গার্লিক চিকেন। কীভাবে বানাবেন তাই ভাবছেন তো? রইল রেসিপি। (ছবি:Pinterest)

2 / 8
এই পদ বানাতে লাগবে চিকেন, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ শাক, আদা বাটা, ময়দা, মাখনস তেল,নুন, কর্নফ্লাওয়ার। (ছবি:Pinterest)

এই পদ বানাতে লাগবে চিকেন, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ শাক, আদা বাটা, ময়দা, মাখনস তেল,নুন, কর্নফ্লাওয়ার। (ছবি:Pinterest)

3 / 8
আর লাগবে গোলমরিচের গুঁড়ো, ডিম, লেবুর রস। এ বার আসা যাক রেসিপিতে। প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নুন ও লেবুর রস মাখিয়ে রেখে দিন ১০ মিনিট। (ছবি:Pinterest)

আর লাগবে গোলমরিচের গুঁড়ো, ডিম, লেবুর রস। এ বার আসা যাক রেসিপিতে। প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নুন ও লেবুর রস মাখিয়ে রেখে দিন ১০ মিনিট। (ছবি:Pinterest)

4 / 8
এরপর তাতে ডিম, ময়দা ও কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো দিন। এরপর কড়াইয়ে মাখন দিন। এ বার তাতে চিকেনের টুকরোগুলো দিয়ে টস করে নিন। অন্যদিকে একটি কড়াইয়ে তেল দিন।(ছবি:Pinterest)

এরপর তাতে ডিম, ময়দা ও কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো দিন। এরপর কড়াইয়ে মাখন দিন। এ বার তাতে চিকেনের টুকরোগুলো দিয়ে টস করে নিন। অন্যদিকে একটি কড়াইয়ে তেল দিন।(ছবি:Pinterest)

5 / 8
তাতে পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে নাড়তে থাকুন। এরপর পেঁয়াজ শাক দিয়ে দিন। সামান্য় সয়া সস ও ভিনিগার দিন।(ছবি:Pinterest)

তাতে পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে নাড়তে থাকুন। এরপর পেঁয়াজ শাক দিয়ে দিন। সামান্য় সয়া সস ও ভিনিগার দিন।(ছবি:Pinterest)

6 / 8
 টমেটো কেচাপ যোগ করুন। একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিন। এরপর নাড়তে থাকুন।  একটা গা মাখা মশলা তৈরি করে নিন। (ছবি:Pinterest)

টমেটো কেচাপ যোগ করুন। একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিন। এরপর নাড়তে থাকুন। একটা গা মাখা মশলা তৈরি করে নিন। (ছবি:Pinterest)

7 / 8
এরপর তাতে টস করা চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। উপর থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ শাক ছড়িয়ে দিন। ব্যাস তৈরি আপনার হট গার্লিক চিকেন। (ছবি:Pinterest)

এরপর তাতে টস করা চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। উপর থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ শাক ছড়িয়ে দিন। ব্যাস তৈরি আপনার হট গার্লিক চিকেন। (ছবি:Pinterest)

8 / 8
Follow Us: