TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Aug 02, 2023 | 5:07 PM
ত্বকের পরিচর্যায় গোলাপ জলের ব্যবহার বহুদিনের। ত্বককে সুন্দর ও ঝকঝকে করে গোলাপ জল।
ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে গোলাপ জল। এছাড়া গোলাপ জল ব্যবহার করলে ত্বক জেল্লাদারও হয়।
তবে বেশীরভাগ মানুষই বাজার চলতি গোলাপ জল ব্যবহার করেন। যাতে কৃত্রিম জিনিস ব্যবহার করা হয় অনেকসময়ই। ফলে হীতে বিপরীত হতে পারে।
তাই চেষ্টা করুন বাজার চলতি গোলাপ জল ব্যবহার না করে ঘরে বানানো গোলাপ জল ব্যবহার করার। কীভাবে বানাবেন ভাবছেন তো? রইল উপায়...
এই জল বানাতে লাগবে গোলাপের পাপড়ি ও জল। কয়েকটি গোলাপের পাপড়ি নিন। তা ভাল করে জলে ধুয়ে রোদে শুকিয়ে নিন।
পাপড়ি শুকনো করার যদি সময় না থাকে তবে টাটকা পাপড়িও ব্যবহার করতে পারেন। পাপড়ি ভালমতো শুকিলে গেলে একটা প্যানে জল গরম করতে দিন।
এবার তা মাঝারি আঁচে ফোটাতে থাকুন। জল গরম হয়ে গেলেই তাতেই গোলাপেপ পাপাড়িগুলি মিশিয়ে দিন।
পাপড়ি দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে ঠান্ডা করে নিন। এরপর ছেঁকে নিয়ে একটা স্প্রে বোতলে ভরে ব্যবহার করুন। একমাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই জল।