Chicken Piece: ব্রেস্ট না ঠ্যাং? মুরগির কোন অংশের মাংসে উপকার সবথেকে বেশি?
বিরিয়ানি হোক বা কষা মাংস। ঠ্যাঙের মোহ ত্যাগ করতে পারেন না অনেকেই। কিন্তু মুরগির কোন অংশের মাংস বেশি উপকারী, এ ব্যাপারে পুষ্টিবিদদের কথা শুনলে আপনি চমকে যেতে পারেন।
1 / 8
মুরগির ঠ্যাং খেতে কে না ভালোবাসে! গোটা মুরগি পড়ে থাকলেও সবার নজর থাকে এক জোড়া ঠ্যাঙের উপরই।
2 / 8
তা সে বিরিয়ানি হোক বা কষা মাংস। ঠ্যাঙের মোহ ত্যাগ করতে পারেন না অনেকেই।
3 / 8
কিন্তু মুরগির কোন অংশের মাংস বেশি উপকারী, এ ব্যাপারে পুষ্টিবিদদের কথা শুনলে আপনি চমকে যেতে পারেন।
4 / 8
পুষ্টিবিদরা জানাচ্ছেন, মুরগির ঠ্যাং শরীরের পক্ষে অতটা উপকারী নয়, যতটা উপকারী মুরগির ব্রেস্ট।
5 / 8
ঠ্যাঙের মাংস খেতে সুস্বাদু বেশি। কিন্তু চিবোতে কষ্ট হলেও মুরগির পাঁজরের মাংসের পুষ্টিগুণ বেশি।
6 / 8
প্রথমে ডালিয়া আর ডাল একসঙ্গে ভাল করে ধুয়ে নিন। তারপর জল ঝরিয়ে ডাল ও ডালিয়া শুকিয়ে নিন। মাংসের কিমা ভাল করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিন। প্রয়োজনে হালকা সেদ্ধ করে নিতে পারেন
7 / 8
মুরগির পাঁজরের মাংসে ফ্যাটের পরিমান কম। বরং যেটুকু ফ্যাট থাকে, তা শরীরের পক্ষে ভালো।
8 / 8
এর পাশাপাশি মুরগির এই অংশে মাংসে ভিটামিন এবং খনিজের পরিমান বেশি থাকে। ক্যালোরি সচেতনদের জন্য তা কার্যকরী।