DIY Eye Cream: আই ক্রিমই যখন ডার্ক সার্কেলের যম, বিনা খরচে বাড়িতে বানিয়ে নিন এই প্রসাধনী

Dark Circle: ঘুম না হলে, অত্যধিক মানসিক চাপ থাকলে কিংবা শরীরে তরলের ঘাটতি থাকলে ডার্ক সার্কে‌লের সমস্যা বাড়ে। আবার অনেকের ক্ষেত্রে এই ডার্ক সার্কেল জেনেটিক্সও হয়। এছাড়া বয়স বাড়লে বার্ধক্যের লক্ষণ হিসেবে দেখা দেয় ডার্ক সার্কেল। আই ক্রিম মাখলে ডার্ক সার্কেল আপনাকে ছুঁতে পারবে না।

| Updated on: Mar 21, 2024 | 2:54 PM
মুখে কোনও ব্রণ নেই। দাগছোপ নেই। শুধু চোখের চারপাশে জুড়ে কালচে ভাব। ডার্ক সার্কেলই কেড়ে নিচ্ছেন সমস্ত জেল্লা। ডার্ক সার্কেল দূর করে এমন ঘরোয়া টোটকার সাহায্য নেওয়ারও সময় নেই। কী করবেন?

মুখে কোনও ব্রণ নেই। দাগছোপ নেই। শুধু চোখের চারপাশে জুড়ে কালচে ভাব। ডার্ক সার্কেলই কেড়ে নিচ্ছেন সমস্ত জেল্লা। ডার্ক সার্কেল দূর করে এমন ঘরোয়া টোটকার সাহায্য নেওয়ারও সময় নেই। কী করবেন?

1 / 8
ঘুম না হলে, অত্যধিক মানসিক চাপ থাকলে কিংবা শরীরে তরলের ঘাটতি থাকলে ডার্ক সার্কে‌লের সমস্যা বাড়ে। আবার অনেকের ক্ষেত্রে এই ডার্ক সার্কেল জেনেটিক্সও হয়। এছাড়া বয়স বাড়লে বার্ধক্যের লক্ষণ হিসেবে দেখা দেয় ডার্ক সার্কেল।

ঘুম না হলে, অত্যধিক মানসিক চাপ থাকলে কিংবা শরীরে তরলের ঘাটতি থাকলে ডার্ক সার্কে‌লের সমস্যা বাড়ে। আবার অনেকের ক্ষেত্রে এই ডার্ক সার্কেল জেনেটিক্সও হয়। এছাড়া বয়স বাড়লে বার্ধক্যের লক্ষণ হিসেবে দেখা দেয় ডার্ক সার্কেল।

2 / 8
রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখের চারপাশে আই ক্রিম মাখলেই ডার্ক সার্কেল আপনাকে ছুঁতে পারবে না। আই ক্রিম চোখের চারপাশের ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে। 

রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখের চারপাশে আই ক্রিম মাখলেই ডার্ক সার্কেল আপনাকে ছুঁতে পারবে না। আই ক্রিম চোখের চারপাশের ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে। 

3 / 8
বাজারচলতি আই ক্রিম কতটা কার্যকর, এ নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। আই ক্রিম কেনার সময় রিভিউ দেখেই কেনা ভাল। তবে, সেটা যে আপনার ত্বকেও দুর্দান্ত কাজ করবে, এমনটা নাও হতে পারে। পাশাপাশি আই ক্রিমের দাম প্রায় ৫০০টাকা থেকে শুরু হয়।

বাজারচলতি আই ক্রিম কতটা কার্যকর, এ নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। আই ক্রিম কেনার সময় রিভিউ দেখেই কেনা ভাল। তবে, সেটা যে আপনার ত্বকেও দুর্দান্ত কাজ করবে, এমনটা নাও হতে পারে। পাশাপাশি আই ক্রিমের দাম প্রায় ৫০০টাকা থেকে শুরু হয়।

4 / 8
বাজারচলতি আই ক্রিম ছেড়ে ডার্ক সার্কেল তাড়াতে ঘরোয়া টোটকাই বেছে নিন। ঘরোয়া উপায়ে বানিয়ে ফেলুন আই ক্রিম। একদিন বানিয়ে নিলে ফ্রিজে রেখে ১৫ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

বাজারচলতি আই ক্রিম ছেড়ে ডার্ক সার্কেল তাড়াতে ঘরোয়া টোটকাই বেছে নিন। ঘরোয়া উপায়ে বানিয়ে ফেলুন আই ক্রিম। একদিন বানিয়ে নিলে ফ্রিজে রেখে ১৫ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

5 / 8
শসার খোসা ছাড়িয়ে নিন। এরপর ব্লেন্ডারে শসা পেস্ট করে নিন। শসার জুসের সঙ্গে তাজা অ্যালোভেরা জেল ও নারকেল তেল মিশিয়ে ফেটিয়ে নিন। ক্রিমের মতো ঘনত্ব তৈরি হলে আই ক্রিম ভরে নিন শিশিতে।

শসার খোসা ছাড়িয়ে নিন। এরপর ব্লেন্ডারে শসা পেস্ট করে নিন। শসার জুসের সঙ্গে তাজা অ্যালোভেরা জেল ও নারকেল তেল মিশিয়ে ফেটিয়ে নিন। ক্রিমের মতো ঘনত্ব তৈরি হলে আই ক্রিম ভরে নিন শিশিতে।

6 / 8
এই হোমমেড আই ক্রিম রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখের চারপাশে লাগিয়ে নিন। এরপর আঙুল দিয়ে সার্কুলার মোশনে মালিশ করুন। সারারাত রেখে দিন। পরদিন সকালে উঠে দেখবেন ত্বক হাইড্রেট রয়েছে এবং চোখের তলার ফোলাভাব কমে গিয়েছে।

এই হোমমেড আই ক্রিম রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখের চারপাশে লাগিয়ে নিন। এরপর আঙুল দিয়ে সার্কুলার মোশনে মালিশ করুন। সারারাত রেখে দিন। পরদিন সকালে উঠে দেখবেন ত্বক হাইড্রেট রয়েছে এবং চোখের তলার ফোলাভাব কমে গিয়েছে।

7 / 8
শসা ও অ্যালোভেরার তৈরি এই আই ক্রিম ফ্রিজে রেখে সংরক্ষণ করুন। টানা ১৫ দিন মাখার পরই দেখবেন চোখের চারপাশের কালচে ছোপ ধীরে-ধীরে কমতে শুরু করেছে।

শসা ও অ্যালোভেরার তৈরি এই আই ক্রিম ফ্রিজে রেখে সংরক্ষণ করুন। টানা ১৫ দিন মাখার পরই দেখবেন চোখের চারপাশের কালচে ছোপ ধীরে-ধীরে কমতে শুরু করেছে।

8 / 8
Follow Us: