Hair Pack: পুজোর আগে রুক্ষ্ম চুলের হাল ফেরাতে বাড়িতেই বানান এই মাস্ক
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Oct 06, 2023 | 9:08 PM
Frizzy Hair:
একটানা বৃষ্টিতে বাড়িতে শুকোচ্ছে না জামাকাপড়ও। আর এই বৃষ্টিতে একবার ভিজলেই চুলের অবস্থা দফারফা। সকালে স্নান করে বেরিয়ে বৃষ্টিতে ভিজলে তারপর সেই চুল শুকোচ্ছে এসির মধ্যে
1 / 8
ভরা আশ্বিনেও যে এমন ঘাম, গরম, চটচটে আবহাওয়া হতে পারে তা কি কেউ ভাবতে পেরেছিল! আশ্বিন মাসেও আবহাওয়া সেই বর্ষার মত। টানা এক সপ্তাহ ধরে চলছে নিম্নচাপ
2 / 8
একটানা বৃষ্টিতে বাড়িতে শুকোচ্ছে না জামাকাপড়ও। আর এই বৃষ্টিতে একবার ভিজলেই চুলের অবস্থা দফারফা। সকালে স্নান করে বেরিয়ে বৃষ্টিতে ভিজলে তারপর সেই চুল শুকোচ্ছে এসির মধ্যে
3 / 8
এতে চুল অনের বেশি চিটচিটে হয়ে যাচ্ছে, সেই সঙ্গে ঝরেও পড়ছে। আর চুল যত বেশি আর্দ্র থাকবে ততই ত্বকের নানা সমস্যা বাড়বে, বাড়বে খুশকির প্রকোপও। চুল যত রুক্ষ্ম হবে ততই চুল পড়বে
4 / 8
চুলের এই রুক্ষ্ম ভাব দূর করতে নিয়মিত ভাবে তেল দিতে হবে। রোজ এই তেল দিয়ে বাড়ির বাইরে বেরনো সম্ভব হয় না। তাই বাড়িতেই বানিয়ে নিন কিছু হেয়ার মাস্ক, এতে অনেক উপকার হবে
5 / 8
এক চামচ মধু, একটা ডিম, ১ চামচ আপেল সিডার ভিনিগার একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণ খুব ভাল করে ফেটিয়ে চুলে লাগিয়ে রাখুন ২ ঘন্টা। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে
6 / 8
একটা পাকা কলা চটকে নিয়ে ওর মধ্যে ডিমের হলুদ অংশ, মধু, এক চামচ অলিভ অয়েল খুব ভাল করে মিশিয়ে নিন। রুক্ষ্ম চুলে এই প্যাক নিয়ম করে লাগিয়ে নিতে হবে। এতে চুলের হাল ফিরবে সেই সঙ্গে চুল নরম হবে। প্যাক লাগিয়ে ইষদুষ্ণ জলে শ্যাম্পু করবেন
7 / 8
নারকেল তেলের মধ্যে প্রথমে লাল জবা, মেথি দিয়ে ফুটিয়ে ছেঁকে নিতে হবে। এবার তা ঠান্ডা করে ওর মধ্যে জোজোবা অয়েল, তিলের তেল, ক্যাস্টর অয়েল আর এক চামচ ব্রাউন সুগার মিশিয়ে নিতে হবে। এবার তা চুলে লাগিয়ে নিন আগের রাতে। পরের দিন শ্যাম্পু করে নিতে হবে
8 / 8
একটা পাকা কলা চটকে নিয়ে ওর মধ্যে মধু, টকদই দিয়ে খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার ওই প্যাক চুলে লাগিয়ে রাখুন ১ থেকে ২ ঘন্টা। এরপর শ্যাম্পু দিয়ে ভাল করে চুল ধুয়ে নিতে হবে, এতে চুল থাকবে অনেক বেশি নরম