Summer Skin Care: কী ভাবে বাড়িতে বানাবেন সামার স্পেশ্যাল ময়েশ্চারাইজার?

HomeMade DIY: ডিমের কুসুম আর বাদাম তেল একসঙ্গে মিশিয়ে নিন। সপ্তাহে একদিন এই মিশ্রণ ব্যবহার করুন। যাঁদের ত্বক শুষ্ক তাঁদের জন্য খুবই ভাল

| Edited By: | Updated on: May 10, 2023 | 8:15 AM
শহর জুড়েই চলছে তাপপ্রবাহ। বাইরের গরম হাওয়ায় দুপুরে বেরনো মুশকিল। তবুও প্রয়োজনে মাঝেমধ্যে বেরোতেই হয়।

শহর জুড়েই চলছে তাপপ্রবাহ। বাইরের গরম হাওয়ায় দুপুরে বেরনো মুশকিল। তবুও প্রয়োজনে মাঝেমধ্যে বেরোতেই হয়।

1 / 8
যতই বাড়ি থেকে সানস্ক্রিন মেখে বাইরে বেরনো হোক না কেন ধুলো, ধোঁওয়াতে ত্বকের উপর প্রভাব পড়ে। ত্বকে কালচে ছোপ পড়ে যায়, পোরস গুলো বন্ধ হয়ে যায়।

যতই বাড়ি থেকে সানস্ক্রিন মেখে বাইরে বেরনো হোক না কেন ধুলো, ধোঁওয়াতে ত্বকের উপর প্রভাব পড়ে। ত্বকে কালচে ছোপ পড়ে যায়, পোরস গুলো বন্ধ হয়ে যায়।

2 / 8
রোদ থেকে এসে সরাসরি এসি ঘরের মধ্যে প্রবেশ করলে ত্বকের উপর প্রভাব পড়ে আরও বেশি। এই ক্ষতির হাত থেকে বাঁচতে বানিয়ে নিন ময়েশ্চারাইজার।

রোদ থেকে এসে সরাসরি এসি ঘরের মধ্যে প্রবেশ করলে ত্বকের উপর প্রভাব পড়ে আরও বেশি। এই ক্ষতির হাত থেকে বাঁচতে বানিয়ে নিন ময়েশ্চারাইজার।

3 / 8
অ্যালোভেরার সঙ্গে জল মিশিয়ে গরম করে নিন। এবার তা ঠাণ্ডা করে ত্বকে সরাসরি লাগিয়ে নিতে পারেন। এর সঙ্গে সামান্য মধু মিশিয়েও ব্যবহার করতে পারেন

অ্যালোভেরার সঙ্গে জল মিশিয়ে গরম করে নিন। এবার তা ঠাণ্ডা করে ত্বকে সরাসরি লাগিয়ে নিতে পারেন। এর সঙ্গে সামান্য মধু মিশিয়েও ব্যবহার করতে পারেন

4 / 8
পাকা কলা আর মধু একসঙ্গে মিশিয়ে ভাল করে চটকে নিন। এবার তা মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিতে ভুলবেন না।

পাকা কলা আর মধু একসঙ্গে মিশিয়ে ভাল করে চটকে নিন। এবার তা মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এরপর শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিতে ভুলবেন না।

5 / 8
বাইরে থেকে বাড়িতে ফেরার পর স্নানের জলে কাঁচা দুধ আর মধু মিশিয়ে নিন। এই জলে সান করলে ত্বকের আর্দ্র ভাব বজায় থাকে। ত্বক নরমও হয়। আলাদা করে ময়েশ্চারাইজার প্রয়োজন নেই।

বাইরে থেকে বাড়িতে ফেরার পর স্নানের জলে কাঁচা দুধ আর মধু মিশিয়ে নিন। এই জলে সান করলে ত্বকের আর্দ্র ভাব বজায় থাকে। ত্বক নরমও হয়। আলাদা করে ময়েশ্চারাইজার প্রয়োজন নেই।

6 / 8
বাজারে যে সব ময়েশ্চারাইজার পাওয়া যায় তা গরমের দিনে মোটেই ব্যবহার করা যায় না। কারণ তাতে মুখ বেশি তেলতেলে হয়ে থাকে। আর এর ফলে ময়লাও জমে বেশি।

বাজারে যে সব ময়েশ্চারাইজার পাওয়া যায় তা গরমের দিনে মোটেই ব্যবহার করা যায় না। কারণ তাতে মুখ বেশি তেলতেলে হয়ে থাকে। আর এর ফলে ময়লাও জমে বেশি।

7 / 8
যে কারণে বাড়িতেই বানিয়ে নিন সামার স্পেশ্যাল ময়েশ্চারাইজার। ত্বকের যত্নে অ্যালোভেরার গুরুত্ব অপরিসীম। অ্যালোভেরা রোজ মুখে মাখলেই অনেক কাজ হয়।

যে কারণে বাড়িতেই বানিয়ে নিন সামার স্পেশ্যাল ময়েশ্চারাইজার। ত্বকের যত্নে অ্যালোভেরার গুরুত্ব অপরিসীম। অ্যালোভেরা রোজ মুখে মাখলেই অনেক কাজ হয়।

8 / 8
Follow Us: