Doi-Posto Alu Dom Recipe: গরমে পেট থাকবে ঠান্ডা এবং খেতেও সুস্বাদু দই-পোস্তের আলুর দম, রইল রেসিপি
Doi-Posto Alu Dom Recipe: ভাত হোক বা রুটি, লুচি, আলুর দমের সঙ্গে জমে যায়। আলু পোস্তও অনেকেরই খুব প্রিয় খাবার। গরম ভাতের সঙ্গে আলু পোস্ত হলে আর কিছু লাগে না। আলুর দম ও আলু পোস্ত সম্পূর্ণ আলাদা রেসিপি। এই দুটি পদ তো সকলেই খেয়েছেন। কিন্তু, দই-পোস্তর আলুর দম বোধহয় অনেকেই খাননি। জেনে নিন দই-পোস্তের আলুর দমের রেসিপি।
Most Read Stories