Shoe Odor Remedies: বৃষ্টিতে ভিজে জুতো-মোজা থেকে বোঁটকা গন্ধ ছাড়ছে? ঘরে পাউডার আছে তো!
Lifestyle Tips: বৃষ্টিতে জুতো-মোজা একবার ভিজলে শুকনো হওয়ার কোনও চান্স নেই। আর ভিজে জুতো-মোজা পরাও যায় না। তার উপর জুতো-মোজা থেকে দুর্গন্ধ ছাড়তে থাকে। জুতোর দুর্গন্ধ মারাত্মক। গন্ধযুক্ত জুতো পরা যায় না। কেউ যদি দুর্গন্ধে ভরা জুতো-মোজা পরে, এত বিশ্রী গন্ধ বেরোয় যে তার আশেপাশেও দাঁড়ানো যায় না।
Most Read Stories