Cleaning Tips: জলের বোতল চিটচিট করছে, ময়লা ধরেছে? এই উপায়ে পরিষ্কার করতে ভুলবেন না কিন্তু

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Aug 11, 2023 | 8:47 AM

Easy Hacks: সপ্তাহে একদিন নিয়ম করে বোতল পরিষ্কার করুন। নোংরা বোতলে জল খাওয়া একেবারেই স্বাস্থ্যকর নয়

1 / 8
বোতল সহজেই নোংরা হয়ে যায়। সেজন্য সপ্তাহে একবার এগুলো সঠিকভাবে পরিষ্কার করা উচিত। বোতলটিও আঠালো হয়ে যায়, জল পান করলে পেট খারাপ হতে পারে।

বোতল সহজেই নোংরা হয়ে যায়। সেজন্য সপ্তাহে একবার এগুলো সঠিকভাবে পরিষ্কার করা উচিত। বোতলটিও আঠালো হয়ে যায়, জল পান করলে পেট খারাপ হতে পারে।

2 / 8
বোতল তাই ভালভাবে পরিষ্কার করা প্রয়োজন। শুধু তাই নয়, বোতল থেকে দুর্গন্ধও আসতে শুরু করে। বোতল ধোয়ার জন্য বাজারে পাওয়া যায় এমন ডিশ সাবানের প্রয়োজন নেই।

বোতল তাই ভালভাবে পরিষ্কার করা প্রয়োজন। শুধু তাই নয়, বোতল থেকে দুর্গন্ধও আসতে শুরু করে। বোতল ধোয়ার জন্য বাজারে পাওয়া যায় এমন ডিশ সাবানের প্রয়োজন নেই।

3 / 8
 ঘরে থাকা সাধারণ জিনিসেও কাজ চালাতে পারেন। নিমপাতা ফুটিয়ে রাখুন জলে। সেই জল ছেঁকে নিয়ে তা দিয়েও বোতল পরিষ্কার করতে পারেন।

ঘরে থাকা সাধারণ জিনিসেও কাজ চালাতে পারেন। নিমপাতা ফুটিয়ে রাখুন জলে। সেই জল ছেঁকে নিয়ে তা দিয়েও বোতল পরিষ্কার করতে পারেন।

4 / 8
বেকিং সোডাও এক্ষেত্রে খুব ভাল কাজ করে। গরম জলে ২-৩ চা চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। বেকিং সোডা দিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এবার এই পেস্টটি বোতলে ভালোভাবে লাগিয়ে নিন।

বেকিং সোডাও এক্ষেত্রে খুব ভাল কাজ করে। গরম জলে ২-৩ চা চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। বেকিং সোডা দিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এবার এই পেস্টটি বোতলে ভালোভাবে লাগিয়ে নিন।

5 / 8
এবার ভাল করে ঘষে নিলেই বোতল একদম চকচক করবে। বেকিং সোডায় অ্যাসিড পাওয়া যায়। তাই এটি দিয়ে পরিষ্কার করলে বোতল চকচকে হয়ে যাবে।

এবার ভাল করে ঘষে নিলেই বোতল একদম চকচক করবে। বেকিং সোডায় অ্যাসিড পাওয়া যায়। তাই এটি দিয়ে পরিষ্কার করলে বোতল চকচকে হয়ে যাবে।

6 / 8
ভিনেগারও বোতল পরিষ্কার করতে ভাল কাজে আসে। ভিনেগার প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবেও ব্যবহৃত হয়। একটি আঠালো জলের বোতল পরিষ্কার করতে ভিনেগার ব্যবহার করুন। এটি ব্যবহার করে শুধু বোতল পরিষ্কার হবে না, দাগ ও গন্ধ থেকেও মুক্তি মিলবে।

ভিনেগারও বোতল পরিষ্কার করতে ভাল কাজে আসে। ভিনেগার প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবেও ব্যবহৃত হয়। একটি আঠালো জলের বোতল পরিষ্কার করতে ভিনেগার ব্যবহার করুন। এটি ব্যবহার করে শুধু বোতল পরিষ্কার হবে না, দাগ ও গন্ধ থেকেও মুক্তি মিলবে।

7 / 8
নুন আর লেবু দিয়েও ভাল বোতল পরিষ্কার হয়। একসঙ্গে মিশিয়ে বোতলে দিয়ে ঝাঁকিয়ে নিন। এবার তাই দিয়ে ভাল করে পরিষ্কার করুন। এতে কোনও গন্ধ থাকবে না।

নুন আর লেবু দিয়েও ভাল বোতল পরিষ্কার হয়। একসঙ্গে মিশিয়ে বোতলে দিয়ে ঝাঁকিয়ে নিন। এবার তাই দিয়ে ভাল করে পরিষ্কার করুন। এতে কোনও গন্ধ থাকবে না।

8 / 8
বোতলের ঢাকনা রোজ লেবু আর ভিনিগার মেশানো একটা পাত্রে চুবিয়ে রাখুন। এতে শ্যাওলা পড়বে না।

বোতলের ঢাকনা রোজ লেবু আর ভিনিগার মেশানো একটা পাত্রে চুবিয়ে রাখুন। এতে শ্যাওলা পড়বে না।

Next Photo Gallery