Skin Hydration Tips: দিনে ৪ লিটার জল পান থেকে স্নান করা—এমন ৬ বিষয়ে বদল আনলেই শীতেও ত্বক ভাল থাকবে
Winter Skin Care: শীতকালে কোল্ড ক্রিম ছাড়া এক মুহূর্ত থাকা যায় না। স্নান সেরেই গায়ে বডি লোশন মাখতে হয়। এরপরেও ঠোঁটের চারপাশ শুকিয়ে যায়, পায়ের চামড়ায় টান পড়ে। শীতকালে ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে ময়েশ্চারাইজারই যথেষ্ট নয়। রোজের স্কিন কেয়ারে ছোট্ট বদল আনতে হবে।