Fish Pakora: কুঁচো মাছের এই পদ দিয়েই জমে যাবে লাঞ্চ থেকে স্ন্যাক্স
Fish Pakora Recipe: পোস্তর বড়া, চিকেন পকোড়া তো অনেক খেয়েছেন। কুঁচো মাছ ভাজা, কুঁচো মাছের ঝাল, কুঁচো মাছের টক অনেকেই খেয়ে থাকেন। এবার কুঁচো মাছ দিয়েই বানিয়ে ফেলুন সুস্বাদু বড়া। গরম ভাতে হোক বা সন্ধ্যায় চায়ের সঙ্গে স্ন্যাক্স জমিয়ে দেবে এই বড়া।