গরমকালেও ত্বক শুষ্ক দেখাচ্ছে? জেল্লা ফিরিয়ে আনতে করুন একাজ
Face Care: এই গরমকালেও ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে? মুখ থেকে কিংবা ঠোঁটের চারপাশ থেকে চামড়া উঠে আসছে? আসলে এগুলো 'ডেড স্কিন'। আর তা তুলতে অনেক পন্থাই নিয়েছেন। অনেকে আবার মুখের সমস্যাগুলি থেকে মুক্তি পেতে ব্যয়বহুল চিকিত্সার দারস্থও হন। কিন্তু বাড়িতেই যে সমস্যার সমাধান রয়েছে, তার জন্য আলাদা করে টাকা খরচ করার কী প্রয়োজন।
1 / 8
এই গরমকালেও ত্বক শুষ্ক দেখাচ্ছে? মুখ থেকে কিংবা ঠোঁটের চারপাশ থেকে চামড়া উঠে আসছে? আসলে এগুলো 'ডেড স্কিন'। আর তা তুলতে অনেক পন্থাই নিয়েছেন।
2 / 8
অনেকে আবার মুখের সমস্যাগুলি থেকে মুক্তি পেতে ব্যয়বহুল চিকিত্সার দারস্থও হন। কিন্তু বাড়িতেই যে সমস্যার সমাধান রয়েছে, তার জন্য আলাদা করে টাকা খরচ করার কী প্রয়োজন।
3 / 8
আপনাকে এমন একটি ফেসপ্যাক সম্পর্কে জানানো হবে, যা ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করবে। ফলে মুখের উপর চিপকে বসে থাকা সব 'ডেড স্কিন' থেকে মুক্তি পাবেন।
4 / 8
মুখের উপরে থাকা মরা চামড়া বা ডেড স্কিন দূর করতে যদি ফেসপ্যাক বানাতে চান, তাহলে এক চামচ চালের গুঁড়ো, আধা চামচ কফির গুঁড়ো, আলুর রস, টমেটোর রস এবং অ্যালোভেরা জেল নিন।
5 / 8
কিভাবে ফেসপ্যাক বানাবেন এবং লাগাবেন তা জেনে নিন। একটি ছোট পাত্রে চালের গুঁড়ো নিন এবং এতে অন্যান্য সমস্ত উপাদান দিয়ে দিন।
6 / 8
একটি মসৃণ পেস্ট তৈরি করুন। যতক্ষণ সব গুলে যাচ্ছে ততক্ষণ ভালভাবে মেশান। এই ফেসপ্যাকটি মুখ থেকে ঘাড়েও লাগান। আপনি চাইলে এই প্যাকটি হাত ও পায়ে ব্যবহার করতে পারেন।
7 / 8
প্রায় 10 থেকে 15 মিনিটের পরে, যখন ফেসপ্যাকটি প্রায় 75 শতাংশ শুকিয়ে যাবে, তখন আপনার হাতে কিছু জল বা গোলাপ জল নিয়ে এটি মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন।
8 / 8
এতে লেগে থাকা সমস্ত মরা চামড়া পরিষ্কার হবে। এবার জল বা ভেজা স্পঞ্জ দিয়ে মুখ পরিষ্কার করুন। এর পর ভাল ময়েশ্চারাইজার লাগান। সপ্তাহে দুইবার এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন।