Rose Water for Skin Aging: বয়স বাড়ছে আর চামড়া কুঁচকে যাচ্ছে? সকাল-বিকাল মুখে গোলাপ জল স্প্রে করুন

megha |

Mar 11, 2024 | 12:42 PM

Uses of Rose Water: রূপচর্চায় সবচেয়ে বেশি কদর গোলাপ জলের। আজ নয়। যুগ যুগ ধরে গোলাপ জল ব্যবহার হয়ে আসছে ত্বকের যত্নে। যখনই মুখে গোলাপ জল স্প্রে করেন, একটা সতেজতা অনুভব করেন। এই আরামের (soothing) জন্যই গোলাপ জলের মায়া কেউ সহজে ছাড়তে চায় না।

1 / 8
রূপচর্চায় সবচেয়ে বেশি কদর গোলাপ জলের। আজ নয়। যুগ যুগ ধরে গোলাপ জল ব্যবহার হয়ে আসছে ত্বকের যত্নে। যখনই মুখে গোলাপ জল স্প্রে করেন, একটা সতেজতা অনুভব করেন। এই আরামের (soothing) জন্যই গোলাপ জলের মায়া কেউ সহজে ছাড়তে চায় না।

রূপচর্চায় সবচেয়ে বেশি কদর গোলাপ জলের। আজ নয়। যুগ যুগ ধরে গোলাপ জল ব্যবহার হয়ে আসছে ত্বকের যত্নে। যখনই মুখে গোলাপ জল স্প্রে করেন, একটা সতেজতা অনুভব করেন। এই আরামের (soothing) জন্যই গোলাপ জলের মায়া কেউ সহজে ছাড়তে চায় না।

2 / 8
বেশিরভাগ ক্ষেত্রে গোলাপ জল ব্যবহার হয় টোনার হিসেবে। এটি ত্বকে জমে থাকা ব্যাকটেরিয়া পরিষ্কার করে দেয়। পাশাপাশি রোমকূপের মুখ পরিষ্কার করে দেয়। কিন্তু গোলাপ জলের গুণাগুণ এখানেই সীমাবদ্ধ নেই। 

বেশিরভাগ ক্ষেত্রে গোলাপ জল ব্যবহার হয় টোনার হিসেবে। এটি ত্বকে জমে থাকা ব্যাকটেরিয়া পরিষ্কার করে দেয়। পাশাপাশি রোমকূপের মুখ পরিষ্কার করে দেয়। কিন্তু গোলাপ জলের গুণাগুণ এখানেই সীমাবদ্ধ নেই। 

3 / 8
তৈলাক্ত হোক বা শুষ্ক, যে কোনও ধরনের ত্বকের উপর গোলাপ জল ব্যবহার করা যায়। গোলাপ জল ব্যবহারে কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। তাই গোলাপ জল ব্যবহারের এই ৫ উপায় জেনে রাখা দরকার।

তৈলাক্ত হোক বা শুষ্ক, যে কোনও ধরনের ত্বকের উপর গোলাপ জল ব্যবহার করা যায়। গোলাপ জল ব্যবহারে কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। তাই গোলাপ জল ব্যবহারের এই ৫ উপায় জেনে রাখা দরকার।

4 / 8
গোলাপ জলের মধ্যে ময়েশ্চারাইজিং ও সুদিং উপাদান রয়েছে। ব্রণ হোক বা র‍্যাশ, ত্বকের উপর লালচে ভাব ও জ্বালাভাব কমাতে গোলাপ জল ব্যভার করতে পারেন। গোলাপ জল ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে। 

গোলাপ জলের মধ্যে ময়েশ্চারাইজিং ও সুদিং উপাদান রয়েছে। ব্রণ হোক বা র‍্যাশ, ত্বকের উপর লালচে ভাব ও জ্বালাভাব কমাতে গোলাপ জল ব্যভার করতে পারেন। গোলাপ জল ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে। 

5 / 8
গোলাপ জলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে, যা ত্বকে পুষ্টি জোগায়। এটি ত্বকের উপর হাজারো উপকারিতা এনে দেয়। এছাড়া অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে গোলাপ জলের মধ্যে। তাই গোলাপ জল মুখে মাখলে ত্বকের স্বাস্থ্য ভাল থাকে।

গোলাপ জলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে, যা ত্বকে পুষ্টি জোগায়। এটি ত্বকের উপর হাজারো উপকারিতা এনে দেয়। এছাড়া অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে গোলাপ জলের মধ্যে। তাই গোলাপ জল মুখে মাখলে ত্বকের স্বাস্থ্য ভাল থাকে।

6 / 8
অ্যান্টি-এজিং প্রসাধনী হিসেবেও গোলাপ জল ব্যবহার করা যায়। রিংকেলস দূর করার ক্ষেত্রে গোলাপ জল দারুণ উপযোগী। ভিটামিন এ ও সি রয়েছে এতে। গোলাপ জল ত্বকে কোলাজেন গঠনে সাহায্য করে এবং ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে। এছাড়াও এতে রেটিনল রয়েছে, যা দাগছোপ দূর করে।

অ্যান্টি-এজিং প্রসাধনী হিসেবেও গোলাপ জল ব্যবহার করা যায়। রিংকেলস দূর করার ক্ষেত্রে গোলাপ জল দারুণ উপযোগী। ভিটামিন এ ও সি রয়েছে এতে। গোলাপ জল ত্বকে কোলাজেন গঠনে সাহায্য করে এবং ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে। এছাড়াও এতে রেটিনল রয়েছে, যা দাগছোপ দূর করে।

7 / 8
তৈলাক্ত ত্বকের সমাধান খুঁজছেন? গোলাপ জলের সঙ্গে বন্ধুত্ব করুন। গোলাপ জল ত্বককে হাইড্রেট রাখে। পাশাপাশি রোমকূপ পরিষ্কার করে এবং অতিরিক্ত তেল পরিষ্কার করে দেয়। সিবাম নিয়ন্ত্রণেও বিশেষ ভূমিকা পালন করে গোলাপ জল। 

তৈলাক্ত ত্বকের সমাধান খুঁজছেন? গোলাপ জলের সঙ্গে বন্ধুত্ব করুন। গোলাপ জল ত্বককে হাইড্রেট রাখে। পাশাপাশি রোমকূপ পরিষ্কার করে এবং অতিরিক্ত তেল পরিষ্কার করে দেয়। সিবাম নিয়ন্ত্রণেও বিশেষ ভূমিকা পালন করে গোলাপ জল। 

8 / 8
স্নানের সময় জলে গোলাপ জল মিশিয়ে নিন। গোলাপ জল দিয়ে স্নান করলে মানসিক চাপ কমবে। এছাড়া ত্বকও একজিমা, চুলকানি, র‍্যাশের হাত থেকে সুরক্ষিত থাকবে। স্নানের সময় গোলাপ জলের বদলে গোলাপের পাপড়িও ব্যবহার করতে পারেন।

স্নানের সময় জলে গোলাপ জল মিশিয়ে নিন। গোলাপ জল দিয়ে স্নান করলে মানসিক চাপ কমবে। এছাড়া ত্বকও একজিমা, চুলকানি, র‍্যাশের হাত থেকে সুরক্ষিত থাকবে। স্নানের সময় গোলাপ জলের বদলে গোলাপের পাপড়িও ব্যবহার করতে পারেন।

Next Photo Gallery