Sabudana Pizza: সম্পূর্ণ নিরামিষ আলু-সাবুর পিৎজা বানিয়ে নিন এই ভাবে, পেট ভরা থাকবে দীর্ঘক্ষণ
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Jun 06, 2023 | 10:05 PM
Pizza: ইসকনের মন্দিরে মহাপ্রসাদ হিসেবে খুবই জনপ্রিয় এই সাবুদানা পিৎজা। একাদশীর দিনে এমন পিৎজা খেতে বেশ লাগে। আর তা চাইলে নিজেই বানিয়ে নিতে পারেন বাড়িতে
1 / 8
স্বাস্থ্য ভাল রাখতে আজকাল অনেকেই আমিষ ছেড়ে সম্পূর্ণ নিরামিষের দিকে ঝুঁকেছেন। নিরামিষ খাবার আমাদের শরীরের জন্যেও খুব ভাল।
2 / 8
যাঁরা নিয়মিত ভাবে একাদশী করেন তাঁরাও ওই দিন সাবু ছাড়া অন্য কিছু খান না। এছাড়াও নিরামিষ এই পিৎজা বানিয়ে দিতে পারেন বাচ্চার টিফিনেও।
3 / 8
সাবুদানান শুকনো কড়াইতে ভাল করে নেড়ে নিতে হবে। এবার তা গরম জলে ভিজিয়ে রাখুন ১ ঘন্টা। এতে সাবুদানা ফুলে উঠবে।
4 / 8
এবার এই সাবুর জল ঝারিয়ে নিতে হবে। এর সঙ্গে সেদ্ধ করে রাখা আলু আর ছানা দিয়ে খুব ভাল করে মেখে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল পিৎজার বেস।
5 / 8
এইবার এই পিৎজায় টমেটো, পনির স্লাইস করে টপিংস হিসেবে ব্যবহার করুন। তার আগে বেসে বাটার মাখিয়ে দেবেন অল্প করে।
6 / 8
চাইলে ক্যাপসিকাম, অলিভও স্লাইস করে সাজিয়ে দিন। চিজ গ্রেট করে দিন। স্বাদমতো নুন, চিলি ফ্লেক্স ছড়িয়ে দিন।
7 / 8
এবার ওভেনে বেক করে নিলেই রেডি পিৎজা। গরম গরম খেলে সবচাইতে ভাল। চাইলে পিৎসা সসও বেস হিসেবে ব্যবহার করতে পারেন। যদিও এই পিৎজা সস ছাড়া খেতে বেশি ভাল লাগে।
8 / 8
এমন নিরামিষ পিৎজা নিবেদন করতে পারেন ঠাকুরের ভোগ হিসেবেও। নিরামিষ যে কোনও দিনে বানিয়ে নিতে পারেন এই পিৎজা। টিফিন হিসেবে খেতেও বেশ লাগে।