Underarms Cleaning: বগলে কালো দাগের জন্য স্লিভলেস পোশাক পরতে পারেন না? সমস্যা দূর করুন ঘরোয়া উপায়ে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jun 07, 2023 | 8:45 AM

Dark Underarms: যদি দ্রুত ফল পেতে চান তবে বেকিং সোডার সঙ্গে লেবুর রস মেশান। এবার ওই মিশ্রণটি দাগযুক্ত জায়গায় লাগিয়ে নিলেই কাজ শেষ। এছাড়া কফিও এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারে।

1 / 8
স্লিভলেস জামাকাপড় পরতে ভালবাসেন অনেকেই। কিন্তু অনেকসময়ই বগলের কালো দাগ  তাতে বাধা হয়ে দাঁড়ায়। চিন্তা নেই। এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে যার দ্বারা সহজেই পরিষ্কার হবে বগলের কালো দাগ।

স্লিভলেস জামাকাপড় পরতে ভালবাসেন অনেকেই। কিন্তু অনেকসময়ই বগলের কালো দাগ তাতে বাধা হয়ে দাঁড়ায়। চিন্তা নেই। এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে যার দ্বারা সহজেই পরিষ্কার হবে বগলের কালো দাগ।

2 / 8
স্লিভলেস জামাকাপড় পরতে ভালবাসেন অনেকেই। কিন্তু অনেকসময়ই বগলের কালো দাগ  তাতে বাধা হয়ে দাঁড়ায়। চিন্তা নেই। এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে যার দ্বারা সহজেই পরিষ্কার হবে বগলের কালো দাগ।

স্লিভলেস জামাকাপড় পরতে ভালবাসেন অনেকেই। কিন্তু অনেকসময়ই বগলের কালো দাগ তাতে বাধা হয়ে দাঁড়ায়। চিন্তা নেই। এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে যার দ্বারা সহজেই পরিষ্কার হবে বগলের কালো দাগ।

3 / 8
টেবিল চামচ বেকিং সোডা, ও ১ টেবিল চামচ কর্নস্টার্চ এবং ১ চা চামচ শসার রস একসঙ্গে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি বগলে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এই অভ্যাস মেনে চলুন। ফল মিলবে।

টেবিল চামচ বেকিং সোডা, ও ১ টেবিল চামচ কর্নস্টার্চ এবং ১ চা চামচ শসার রস একসঙ্গে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি বগলে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এই অভ্যাস মেনে চলুন। ফল মিলবে।

4 / 8
বেকিং সোডা ও নারকেল তেলেও কাজ হবে। ১ টেবিল চামচ বেকিং সোডা ও ২ চামচ নারকেল তেল গুলে নিয়ে বগলে লাগান। ৪০ মিনিট মতো রেখে ধুয়ে ফেলুন।

বেকিং সোডা ও নারকেল তেলেও কাজ হবে। ১ টেবিল চামচ বেকিং সোডা ও ২ চামচ নারকেল তেল গুলে নিয়ে বগলে লাগান। ৪০ মিনিট মতো রেখে ধুয়ে ফেলুন।

5 / 8
বেকিং সোডার সঙ্গে একই ভাবে মধুও মেশাতে পারেন। ২ চামচ বেকিং সোডার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।  এবার বগলে লাগিয়ে নিন। দূর হবে কালো দাগ।

বেকিং সোডার সঙ্গে একই ভাবে মধুও মেশাতে পারেন। ২ চামচ বেকিং সোডার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার বগলে লাগিয়ে নিন। দূর হবে কালো দাগ।

6 / 8
এছাড়া লেবুর রস লাগালেও কাজ হবে। একটি পাতি লেবুর মধ্যে নুন মিশিয়ে নিয়ে বগলে স্ক্রাব করে নিন। খুব তাড়াতাড়িই দূর হবে কালো দাগ।

এছাড়া লেবুর রস লাগালেও কাজ হবে। একটি পাতি লেবুর মধ্যে নুন মিশিয়ে নিয়ে বগলে স্ক্রাব করে নিন। খুব তাড়াতাড়িই দূর হবে কালো দাগ।

7 / 8
যদি দ্রুত ফল পেতে চান তবে বেকিং সোডার সঙ্গে লেবুর রস মেশান। এবার ওই মিশ্রণটি দাগযুক্ত জায়গায় লাগিয়ে নিলেই কাজ শেষ।

যদি দ্রুত ফল পেতে চান তবে বেকিং সোডার সঙ্গে লেবুর রস মেশান। এবার ওই মিশ্রণটি দাগযুক্ত জায়গায় লাগিয়ে নিলেই কাজ শেষ।

8 / 8
এছাড়া কফিও এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারে। কফিতে ক্যাফেইন রয়েছে যা বগলের কালো দাগ তুলে দিতে সাহায্য করে।

এছাড়া কফিও এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারে। কফিতে ক্যাফেইন রয়েছে যা বগলের কালো দাগ তুলে দিতে সাহায্য করে।

Next Photo Gallery