Underarms Cleaning: বগলে কালো দাগের জন্য স্লিভলেস পোশাক পরতে পারেন না? সমস্যা দূর করুন ঘরোয়া উপায়ে
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jun 07, 2023 | 8:45 AM
Dark Underarms: যদি দ্রুত ফল পেতে চান তবে বেকিং সোডার সঙ্গে লেবুর রস মেশান। এবার ওই মিশ্রণটি দাগযুক্ত জায়গায় লাগিয়ে নিলেই কাজ শেষ। এছাড়া কফিও এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারে।
1 / 8
স্লিভলেস জামাকাপড় পরতে ভালবাসেন অনেকেই। কিন্তু অনেকসময়ই বগলের কালো দাগ তাতে বাধা হয়ে দাঁড়ায়। চিন্তা নেই। এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে যার দ্বারা সহজেই পরিষ্কার হবে বগলের কালো দাগ।
2 / 8
স্লিভলেস জামাকাপড় পরতে ভালবাসেন অনেকেই। কিন্তু অনেকসময়ই বগলের কালো দাগ তাতে বাধা হয়ে দাঁড়ায়। চিন্তা নেই। এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে যার দ্বারা সহজেই পরিষ্কার হবে বগলের কালো দাগ।
3 / 8
টেবিল চামচ বেকিং সোডা, ও ১ টেবিল চামচ কর্নস্টার্চ এবং ১ চা চামচ শসার রস একসঙ্গে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি বগলে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এই অভ্যাস মেনে চলুন। ফল মিলবে।
4 / 8
বেকিং সোডা ও নারকেল তেলেও কাজ হবে। ১ টেবিল চামচ বেকিং সোডা ও ২ চামচ নারকেল তেল গুলে নিয়ে বগলে লাগান। ৪০ মিনিট মতো রেখে ধুয়ে ফেলুন।
5 / 8
বেকিং সোডার সঙ্গে একই ভাবে মধুও মেশাতে পারেন। ২ চামচ বেকিং সোডার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার বগলে লাগিয়ে নিন। দূর হবে কালো দাগ।
6 / 8
এছাড়া লেবুর রস লাগালেও কাজ হবে। একটি পাতি লেবুর মধ্যে নুন মিশিয়ে নিয়ে বগলে স্ক্রাব করে নিন। খুব তাড়াতাড়িই দূর হবে কালো দাগ।
7 / 8
যদি দ্রুত ফল পেতে চান তবে বেকিং সোডার সঙ্গে লেবুর রস মেশান। এবার ওই মিশ্রণটি দাগযুক্ত জায়গায় লাগিয়ে নিলেই কাজ শেষ।
8 / 8
এছাড়া কফিও এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারে। কফিতে ক্যাফেইন রয়েছে যা বগলের কালো দাগ তুলে দিতে সাহায্য করে।