Green Smoothy: পালংশাক আর পিনাট বাটার দিয়ে বানিয়ে নিন গ্রিন স্মুদি, গরমে শরীর থেকে মন থাকবে চাঙ্গা
Sukla Bhattacharjee |
Jul 07, 2024 | 8:27 PM
Green Smoothy Recipe: স্মুদি অনেক ধরনের হয়। তবে পালংশাক আর পিনাট বাটারের গ্রিন স্মুদি কখনও খেয়েছেন? এটা খেতে যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যকর। শরীরও ঠান্ডা করে। পালং-পিনাট বাটারের গ্রিন স্মুদি বানাতে এই দুটি উপকরণ ছাড়াও লাগবে অ্যাভোকাডো, ফ্রোজেন কলা, গ্রিক ইয়োগার্ট, দুধ ও মধু। তবে এই উপকরণগুলির পরিমাণ ঠিকমতো নিতে হবে।
1 / 8
বর্ষা এলেও এখনও গরম কমেনি। বরং আর্দ্রতা বেড়েছে। যার ফলে প্যাচপ্যাচে গরমে নাজেহাল অবস্থা কলকাতার মানুষের। এই গরমে বাড়ি ফেরার পর যদি একটু স্মুদি হয়, তাহলে শরীর থেকে মন চাঙ্গা হয়ে যায়
2 / 8
স্মুদি অনেক ধরনের হয়। তবে পালংশাক আর পিনাট বাটারের গ্রিন স্মুদি কখনও খেয়েছেন? এটা খেতে যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যকর। শরীরও ঠান্ডা করে
3 / 8
পালং-পিনাট বাটারের গ্রিন স্মুদি বানাতে এই দুটি উপকরণ ছাড়াও লাগবে অ্যাভোকাডো, ফ্রোজেন কলা, গ্রিক ইয়োগার্ট, দুধ ও মধু। তবে এই উপকরণগুলির পরিমাণ ঠিকমতো নিতে হবে
4 / 8
৩ কাপ পালংশাক কুচির সঙ্গে ১-১/২ চামচ পিনাট বাটার, ১ কাপ অ্যাভোকাডো, ১ কাপ ফ্রোজেন কলা, হাফ কাপ গ্রিক ইয়োগার্ট, হাফ কাপ লিক্যুইড দুধ ও ২ টেবিল চামচ মধু লাগবে
5 / 8
গ্রিন স্যালাড, ফ্রুট স্যালাড থেকে মেক্সিকান স্যালাড অনেকেই বাড়িতে তৈরি করেন। এটা দেহের ওজন কমানোর জন্য খুব উপকারী। এবার এরকমই এক কম ক্যালোরির কোরিয়ান পদ বানিয়ে নিন পালংশাক দিয়ে
6 / 8
এবার পালংশাক কুচি, অ্যাভোকাডো ও ফ্রোজেন কলা একসঙ্গে একটি পাত্রে ঢালুন। তার মধ্যেই ইয়োগার্ট, দুধ, মধু, পিনাট বাটার দিন। এবার সামান্য জল দিয়ে ব্লেন্ড করে নিন
7 / 8
সব উপকরণ যেন ভালভাবে ব্লেন্ড হয়। কোনও উপকরণের যেন টুকরো মুখে না লাগে। এবার ওই পেস্ট একটি পাত্রে ঢালুন এবং পরিমাণমতো জল দিন
8 / 8
জলের সঙ্গে মিশ্রণটি ভাল করে গুলে নিয়ে সুন্দর গ্লাসে ঢালুন। প্রয়োজনে সামান্য চিনি এবং আইস কিউব দিতে পারেন। ব্যস, তৈরি গ্রিন স্মুদি। এবার সুন্দর করে গ্লাস সাজিয়ে পরিবেশন করুন