Neem Oil: পাকা চুল, খুশকি থেকে উকুন—এই তেল মাখলেই চুলের ১০০ সমস্যা উধাও হয়ে যাবে

Hair Care Tips: চুলের সমস্যা সহজে পিছু ছাড়ে না। চুল পড়া, খুশকির সমস্যা যেন লেগেই থাকে। তবে, হাতের কাছে নিম তেল থাকলে চুলের একাধিক সমস্যা থেকে মুক্তি পাবেন। নিম পাতা থেকে তৈরি হেয়ার অয়েল চুলের যাবতীয় সমস্যা দূর করতে সহায়ক।

| Updated on: Jun 20, 2024 | 4:26 PM
চুলের সমস্যা সহজে পিছু ছাড়ে না। চুল পড়া, খুশকির সমস্যা যেন লেগেই থাকে। তবে, হাতের কাছে নিম তেল থাকলে চুলের একাধিক সমস্যা থেকে মুক্তি পাবেন।

চুলের সমস্যা সহজে পিছু ছাড়ে না। চুল পড়া, খুশকির সমস্যা যেন লেগেই থাকে। তবে, হাতের কাছে নিম তেল থাকলে চুলের একাধিক সমস্যা থেকে মুক্তি পাবেন।

1 / 8
নিম পাতা স্ক্যাল্পের স্বাস্থ্য উন্নত করে। নিম তেলের মধ্যে অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান রয়েছে। নিম তেল স্ক্যাল্পকে ব্যাকটেরিয়াল ও ফাঙ্গাল ইনফেকশনের হাত থেকে সুরক্ষিত রাখে। এতে খুশকির সমস্যাও ধারে কাছে ঘেঁষে না।

নিম পাতা স্ক্যাল্পের স্বাস্থ্য উন্নত করে। নিম তেলের মধ্যে অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান রয়েছে। নিম তেল স্ক্যাল্পকে ব্যাকটেরিয়াল ও ফাঙ্গাল ইনফেকশনের হাত থেকে সুরক্ষিত রাখে। এতে খুশকির সমস্যাও ধারে কাছে ঘেঁষে না।

2 / 8
নিম তেল চুলের ফলিকলকে পুষ্টি জোগায়। এতে চুল পড়ার সম্ভাবনা কমে এবং নতুন চুল গজায়। পাশাপাশি চুলে স্প্লিট এন্ডের সমস্যাও দূর করে নিম তেল।

নিম তেল চুলের ফলিকলকে পুষ্টি জোগায়। এতে চুল পড়ার সম্ভাবনা কমে এবং নতুন চুল গজায়। পাশাপাশি চুলে স্প্লিট এন্ডের সমস্যাও দূর করে নিম তেল।

3 / 8
যাঁরা ফ্রিজি হেয়ারের সমস্যায় ভুগছেন, তাঁরা অবশ্যই নিম তেল ব্যবহার করুন। এই হেয়ার অয়েলের মধ্যে ফ্যাটি অ্যাসিড রয়েছে। এটি চুলের ফলিকলে আর্দ্রতা বজায় রাখে।

যাঁরা ফ্রিজি হেয়ারের সমস্যায় ভুগছেন, তাঁরা অবশ্যই নিম তেল ব্যবহার করুন। এই হেয়ার অয়েলের মধ্যে ফ্যাটি অ্যাসিড রয়েছে। এটি চুলের ফলিকলে আর্দ্রতা বজায় রাখে।

4 / 8
কম বয়সে পাকা চুলের সমস্যায় ভুগছেন? নিম তেল পাকা চুলের সমস্যাও দূর করে। এমনকি উকুন মারতে নিম তেল দুর্দান্ত কাজ করে। উকুনের সমস্যায় ভুগলে নিম তেল কিংবা নিমের হেয়ার প্যাক ব্যবহার করুন।

কম বয়সে পাকা চুলের সমস্যায় ভুগছেন? নিম তেল পাকা চুলের সমস্যাও দূর করে। এমনকি উকুন মারতে নিম তেল দুর্দান্ত কাজ করে। উকুনের সমস্যায় ভুগলে নিম তেল কিংবা নিমের হেয়ার প্যাক ব্যবহার করুন।

5 / 8
১/২ কাপ নারকেল তেলের সঙ্গে ১২-১৩ ফোঁটা নিম তেল মিশিয়ে নিন। এবার এই তেল দিয়ে স্ক্যাল্প ও চুলে ভাল করে মালিশ করুন। এবার ৩০-৬০ মিনিট অপেক্ষা করে চুল ধুয়ে ফেলুন।

১/২ কাপ নারকেল তেলের সঙ্গে ১২-১৩ ফোঁটা নিম তেল মিশিয়ে নিন। এবার এই তেল দিয়ে স্ক্যাল্প ও চুলে ভাল করে মালিশ করুন। এবার ৩০-৬০ মিনিট অপেক্ষা করে চুল ধুয়ে ফেলুন।

6 / 8
হাতের কাছে নিম তেল না থাকলে নিমের হেয়ার প্যাক বানিয়ে ফেলুন। নিম পাতা গুঁড়ো করুন। এতে নারকেল তেল, মেথি দানা, হেনা ও মুলেথি মিশিয়ে হেয়াক প্যাক বানিয়ে নিন।

হাতের কাছে নিম তেল না থাকলে নিমের হেয়ার প্যাক বানিয়ে ফেলুন। নিম পাতা গুঁড়ো করুন। এতে নারকেল তেল, মেথি দানা, হেনা ও মুলেথি মিশিয়ে হেয়াক প্যাক বানিয়ে নিন।

7 / 8
রাতে ঘুমোতে যাওয়ার আগে চুলে নিম তেল মাখুন। সকালে উঠে স্নান করে নিন। আর নিমের হেয়ার মাস্ক ব্যবহার করুন স্নান করার আগে। এতেই চুল পাবেন মনের মতো।

রাতে ঘুমোতে যাওয়ার আগে চুলে নিম তেল মাখুন। সকালে উঠে স্নান করে নিন। আর নিমের হেয়ার মাস্ক ব্যবহার করুন স্নান করার আগে। এতেই চুল পাবেন মনের মতো।

8 / 8
Follow Us: