Grilled Fish: নামী-দামি মাছ নয়, বাঙালির প্রিয় কাতলাকেও গ্রিল করেও লেমন সসে মাখালে খেতে দারুণ!
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Jul 25, 2023 | 4:04 PM
Grilled Katla: কাতলা মাছের পেটি দিয়ে বানিয়ে নিন এই গ্রিলড ফিশ। মাছ যত ফ্রেশ হবে ততই এর স্বাদ বেশি হবে। সঙ্গে ভেজিটেবল আর স্ম্যাশড পট্যাটো রাখতে ভুলবেন না
1 / 8
মাছের ঝোল বা ভাজা খেতে অনেকেই পছন্দ করেন না। কিন্তু ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, ফিশ অ্যান্ড চিপস এইসব খাবার খেতে বেশ লাগে
2 / 8
গ্রিলড ফিশ, তাওয়া ফিশ, ফিস পকোড়া- মাছের যে কোনও পদ ভাল লাগে ড্রিংকসের সঙ্গে । এই সব কন্টিনেন্টাল পদ সাধারণত সামুদ্রিক মাছ দিয়েই বানানো হয়
3 / 8
কালিয়া কিংবা দই মাছ বানাতে কাতলা মাছই বেশি করে ব্যবহার করা হয় । তবে এবার কাতলা দিয়ে বানিয়ে নিতে পারেন গ্রিলড ফিশ ইন লেমন সস
4 / 8
সঙ্গে কিছু সবজিও সেদ্ধ করে নেবেন। মাছ আর সবজি একসঙ্গে খেলে পেট ভরবে সেই সঙ্গে শরীরও ভাল থাকবে
5 / 8
মাছটাকে নুন, গোলমরিচ গুঁড়ো ও লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখুন ১০ মিনিট। তারপর আদা-রসুন বাটা মাখিয়ে আরও আধঘণ্টা রাখুন।
6 / 8
একটা ননস্টিক প্যানে মাখন গরম করে গোটা রসুন কোয়া আধভাঙা করে দিয়ে তাতে মাছ রেখে ঢিমে আঁচে দু’পিঠ গ্রিল করুন। সস বানাতে প্যানে মাখন গলিয়ে নিন।
7 / 8
এতে সামান্য জল দিয়ে মিশিয়ে আঁচ বন্ধ করে দিন। ময়দা সামান্য জলে গুলে নিন। মাখনের মিশ্রণটা ঠান্ডা হলে তাতে গোলা ময়দা দিন। এতে লেবুর রস মিশিয়ে ঢিমে আঁচে ১ মিনিট রেখে স্বাদমতো নুন, চিনি ও কুরনো লেবুর খোসা মিশিয়ে নামিয়ে নিন।
8 / 8
স্টার-ফ্রায়েড ভেজিটেবলসের জন্য প্যানে মাখন গরম করে রসুন কোয়া থেঁতো করে দিন। এবার সব সবজিগুলো দিয়ে সতে করে স্বাদমতো নুন ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে পার্সলে কুচি ছড়িয়ে নামিয়ে নিন। উপর থেকে লেমন বাটার সস ছড়িয়ে পরিবেশন করুন