Homemade Hair Serum: শীতে চুলের হাজারো সমস্যা, সমাধান একটাই হোমমেড হেয়ার সেরাম

TV9 Bangla Digital | Edited By: megha

Nov 07, 2023 | 1:12 PM

Frizzy Hair Care: শীতে চুলে আর্দ্রতা কমে গেলে বাড়ে ফ্রিজিনেসের সমস্যা। তার সঙ্গে রয়েছে শীতকালে খুশকির সমস্যা। রুক্ষ-শুষ্ক চুল ও খুশকি চুলের স্বাস্থ্য নষ্ট করে দেয়। শীতে উড়ো চুলকে বশ মানানো বেশ কঠিন। কিন্তু রোজের হেয়ার কেয়ার রুটিনে সেরাম ব্যবহার করলে উপকার মিলতে পারে।

1 / 8
শীত এলেই চুল আর্দ্রতা হারাতে শুরু করে। ঠান্ডা আবহাওয়ায় ঠিকমতো শ্যাম্পু করা যায় না। এমনকি হেয়ার মাস্ক বা তেল মেখে থাকলে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। আর এতেই চুল আর্দ্রতা হারায়।

শীত এলেই চুল আর্দ্রতা হারাতে শুরু করে। ঠান্ডা আবহাওয়ায় ঠিকমতো শ্যাম্পু করা যায় না। এমনকি হেয়ার মাস্ক বা তেল মেখে থাকলে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। আর এতেই চুল আর্দ্রতা হারায়।

2 / 8
চুলে আর্দ্রতা কমে গেলে বাড়ে ফ্রিজিনেসের সমস্যা। তার সঙ্গে রয়েছে শীতকালে খুশকির সমস্যা। রুক্ষ-শুষ্ক চুল ও খুশকি চুলের স্বাস্থ্য নষ্ট করে দেয়। এরপর স্মুদিং করান বা বোটক্স খুব বেশি উপকার মেলে না। 

চুলে আর্দ্রতা কমে গেলে বাড়ে ফ্রিজিনেসের সমস্যা। তার সঙ্গে রয়েছে শীতকালে খুশকির সমস্যা। রুক্ষ-শুষ্ক চুল ও খুশকি চুলের স্বাস্থ্য নষ্ট করে দেয়। এরপর স্মুদিং করান বা বোটক্স খুব বেশি উপকার মেলে না। 

3 / 8
শীতে উড়ো চুলকে বশ মানানো বেশ কঠিন। কিন্তু রোজের হেয়ার কেয়ার রুটিনে সেরাম ব্যবহার করলে উপকার মিলতে পারে। হেয়ার সেরাম চুলের ময়েশ্চার বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি ফ্রিজিনেস দূর করে।

শীতে উড়ো চুলকে বশ মানানো বেশ কঠিন। কিন্তু রোজের হেয়ার কেয়ার রুটিনে সেরাম ব্যবহার করলে উপকার মিলতে পারে। হেয়ার সেরাম চুলের ময়েশ্চার বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি ফ্রিজিনেস দূর করে।

4 / 8
বাজারে একাধিক নামীদামি ব্র্যান্ডের হেয়ার সেরাম পাওয়া যায়। সেগুলো দীর্ঘদিন ব্যবহারের পর অল্পবিস্তর ফল পাওয়া যায়। কিন্তু শীতকালে চুলের স্বাস্থ্য বজায় রাখতে হোমমেড হেয়ার সেরামের সাহায্য নিতে পারেন।

বাজারে একাধিক নামীদামি ব্র্যান্ডের হেয়ার সেরাম পাওয়া যায়। সেগুলো দীর্ঘদিন ব্যবহারের পর অল্পবিস্তর ফল পাওয়া যায়। কিন্তু শীতকালে চুলের স্বাস্থ্য বজায় রাখতে হোমমেড হেয়ার সেরামের সাহায্য নিতে পারেন।

5 / 8
অ্যালোভেরা, গোলাপ জল, ভিটামিন ই অয়েল এবং নারকেল তেল দিয়ে আপনি হেয়ার সেরাম বানাতে পারেন। এই হেয়ার সেরাম আপনার উড়ো চুলকে বশ মানাবে। পাশাপাশি রুক্ষ চুলের উপর আর্দ্রতা প্রলেপ দেবে।

অ্যালোভেরা, গোলাপ জল, ভিটামিন ই অয়েল এবং নারকেল তেল দিয়ে আপনি হেয়ার সেরাম বানাতে পারেন। এই হেয়ার সেরাম আপনার উড়ো চুলকে বশ মানাবে। পাশাপাশি রুক্ষ চুলের উপর আর্দ্রতা প্রলেপ দেবে।

6 / 8
হোমমেড হেয়ার সেরাম আপনার চুলকে দূষণ, সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকেও বাঁচাবে। এমনকি চুলের ডগাফাটা, দু'মুখো চুলের সমস্যাও দূর করে দেবে। চুলকে শক্তিশালী ও মসৃণ করে তুলবে এই সেরাম।

হোমমেড হেয়ার সেরাম আপনার চুলকে দূষণ, সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকেও বাঁচাবে। এমনকি চুলের ডগাফাটা, দু'মুখো চুলের সমস্যাও দূর করে দেবে। চুলকে শক্তিশালী ও মসৃণ করে তুলবে এই সেরাম।

7 / 8
অ্যালোভেরা থেকে নারকেল তেল, হেয়ার সেরামের প্রতিটা উপাদানই পুষ্টিতে ভরপুর। তাই শীতে চুলের স্বাস্থ্য বজায় রাখতে এই হোমমেড হেয়ার সেরাম সেরা। বাড়িতে কীভাবে এই সেরাম বানাবেন, রইল টিপস।

অ্যালোভেরা থেকে নারকেল তেল, হেয়ার সেরামের প্রতিটা উপাদানই পুষ্টিতে ভরপুর। তাই শীতে চুলের স্বাস্থ্য বজায় রাখতে এই হোমমেড হেয়ার সেরাম সেরা। বাড়িতে কীভাবে এই সেরাম বানাবেন, রইল টিপস।

8 / 8
অ্যালোভেরা জেলের সঙ্গে গোলাপ জল, ভিটামিন ই অয়েল এবং নারকেল তেল মেশান। মিক্সিতে দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। এবার এতে কয়েকফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মেশান। তৈরি হোমমেড হেয়ার সেরাম।

অ্যালোভেরা জেলের সঙ্গে গোলাপ জল, ভিটামিন ই অয়েল এবং নারকেল তেল মেশান। মিক্সিতে দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। এবার এতে কয়েকফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মেশান। তৈরি হোমমেড হেয়ার সেরাম।

Next Photo Gallery