TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়
Apr 07, 2023 | 11:43 AM
শীতকালে কমবেশি গরম জলে(Hot Water) স্নানের অভ্য়েস থাকে অনেকের। তবে গরমে ঠান্ডা জলে স্নান করতেই আরামবোধ করেন বেশিরভাগ মানুষজন।
তবে সারাবছর গরম জলে স্নান করার গুণাগুণ যদি জানেন, তবে সিন্ধান্ত বদলাতে বাধ্য় হবেন আপনিও। আসুন জেনে নেওয়া যাক গরম জলে স্নান করার উপকারিতা।
গরম জলে স্নান করলে রক্ত সঞ্চালন ভাল হয়। হাত, পা থেকে শুরু করে শরীরের সব স্থানে রক্ত ভালভাবে সঞ্চালিত হয়। এছাড়াও এতে ক্লান্তি দূর হয়।
বিশেষজ্ঞদের মতে, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার ৯০ মিনিট আগে গরম জলে স্নান করা শরীরের জন্য় ভীষণ উপকারি। এতে ত্বক ভাল থাকে। শুধু তাই নয়, ঘুমও ভাল হয়।
আপনার ত্বকে যদি শুষ্কতার সমস্যা থাকে, তবে অবশ্যই সারা বছর গরম জলে স্নান করার অভ্যেস করুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। ত্বকে লালচে ভাবের সমস্যা আছে? এই সমস্য়া দূর করতে আপনাকে সাহায্য করবে গরম জল।
গবেষণায় দেখা গিয়েছে, গরম জলে স্নান ডায়াবেটিস কমায়। যদি ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে তাহলে আর কোনও কিছু না ভেবে সারা বছর গরম জলে স্নান করুন।
সারা বছর সর্দি-কাশির সমস্য়া লেগে থাকে? শুধু গরমজলে স্টিম নিলেই হবে না। সেই সঙ্গেই নিয়মিত গরম জলে স্নান করুন। এতে তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন।
তবে গরম জলে স্নান করার ক্ষেত্রে একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। খুব বেশি গরম জল ব্যবহার করবেন না। এতে উল্টে শরীরের ক্ষতি হতে পারে। ঈষৎ উষ্ণ জলে স্নান করুন। সুস্থ থাকবেন।