Bath Salt: স্নানের জলে মিশিয়ে দিন এক চামচ বাথ সল্ট, ত্বকের জেল্লা ফিরে আসবে দু’দিনে

TV9 Bangla Digital | Edited By: megha

Oct 15, 2023 | 11:27 AM

Skin Care Tips: সাবান, বডিওয়াশ কিংবা শাওয়ার জেল মেখে স্নান করেন বেশিরভাগ মানুষ। কিন্তু ত্বক পরিষ্কার করাই যথেষ্ট নয়। স্নানের জলে নুন মেশাতে পারেন। বাথ সল্ট দিয়ে স্নান করলে একাধিক উপকারিতা পাওয়া যায়। স্নানের জলে বাথ সল্ট মেশালে ত্বকের স্বাস্থ্য ভাল থাকে। পাশাপাশি উন্নত হবে লাইস্টাইলও।

1 / 8
সাবান, বডিওয়াশ কিংবা শাওয়ার জেল মেখে স্নান করেন বেশিরভাগ মানুষ। কিন্তু ত্বক পরিষ্কার করাই যথেষ্ট নয়। সাবান, বডিওয়াশ ব্যবহারের বাইরেও ত্বকের যত্ন নেওয়া যায়।

সাবান, বডিওয়াশ কিংবা শাওয়ার জেল মেখে স্নান করেন বেশিরভাগ মানুষ। কিন্তু ত্বক পরিষ্কার করাই যথেষ্ট নয়। সাবান, বডিওয়াশ ব্যবহারের বাইরেও ত্বকের যত্ন নেওয়া যায়।

2 / 8
স্নানের জলে নুন মেশাতে পারেন। বাথ সল্ট দিয়ে স্নান করলে একাধিক উপকারিতা পাওয়া যায়। স্নানের জলে বাথ সল্ট মেশালে ত্বকের স্বাস্থ্য ভাল থাকে। পাশাপাশি উন্নত হবে লাইস্টাইলও।

স্নানের জলে নুন মেশাতে পারেন। বাথ সল্ট দিয়ে স্নান করলে একাধিক উপকারিতা পাওয়া যায়। স্নানের জলে বাথ সল্ট মেশালে ত্বকের স্বাস্থ্য ভাল থাকে। পাশাপাশি উন্নত হবে লাইস্টাইলও।

3 / 8
বাথ সল্টের মধ্যে বিভিন্ন মিনারেল রয়েছে, যা ত্বকের স্বাস্থ্য বজায় রাখে। এটি ত্বকের ময়েশ্চারাইজ লেভেল বজায় রাখতে এবং তেল নিঃসরণ নিয়ন্ত্রণে সাহায্য করে।

বাথ সল্টের মধ্যে বিভিন্ন মিনারেল রয়েছে, যা ত্বকের স্বাস্থ্য বজায় রাখে। এটি ত্বকের ময়েশ্চারাইজ লেভেল বজায় রাখতে এবং তেল নিঃসরণ নিয়ন্ত্রণে সাহায্য করে।

4 / 8
বাথ সল্ট মেশানো জলে স্নান করলে, এটি ত্বককে এক্সফোলিয়েট করতেও সাহায্য করে। এটি মরা কোষ দূর করে দেয়। পাশাপাশি ত্বককে করে তোলে নরম এবং উজ্জ্বল। 

বাথ সল্ট মেশানো জলে স্নান করলে, এটি ত্বককে এক্সফোলিয়েট করতেও সাহায্য করে। এটি মরা কোষ দূর করে দেয়। পাশাপাশি ত্বককে করে তোলে নরম এবং উজ্জ্বল। 

5 / 8
ত্বকের উপরিতলে জমে থাকা দূষিত পদার্থ পরিষ্কার করে দেয় বাথ সল্ট। ত্বককে ডিটক্সিফাই করতে সাহায্য করে বাথ সল্ট। এটি ত্বকের জেল্লা ফিরে পেতে সাহায্য করে।

ত্বকের উপরিতলে জমে থাকা দূষিত পদার্থ পরিষ্কার করে দেয় বাথ সল্ট। ত্বককে ডিটক্সিফাই করতে সাহায্য করে বাথ সল্ট। এটি ত্বকের জেল্লা ফিরে পেতে সাহায্য করে।

6 / 8
ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে। এতে যেমন রোগবালাই দূরে থাকে, তেমনই ত্বকের সমস্যা কমে। বাথ সল্টের মধ্যে ম্যাগনেশিয়াম রয়েছে, যা ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।

ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে। এতে যেমন রোগবালাই দূরে থাকে, তেমনই ত্বকের সমস্যা কমে। বাথ সল্টের মধ্যে ম্যাগনেশিয়াম রয়েছে, যা ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।

7 / 8
মানসিক চাপ কমাতে সাহায্য করে বাথ সল্ট। নুনের মধ্যে ম্যাগনেশিয়াম থাকে, যা শরীর ও মনকে শান্তি করতে সাহায্য করে। সারাদিনের পর বাথ সল্ট মেশানো জলে স্নান করলে আরাম মিলবে।

মানসিক চাপ কমাতে সাহায্য করে বাথ সল্ট। নুনের মধ্যে ম্যাগনেশিয়াম থাকে, যা শরীর ও মনকে শান্তি করতে সাহায্য করে। সারাদিনের পর বাথ সল্ট মেশানো জলে স্নান করলে আরাম মিলবে।

8 / 8
রাতে ঘুমোতে যাওয়ার আগে বাথ সল্ট মেশানো জলে স্নান করুন। এটি স্নায়বিক উত্তেজনা প্রশমিত করে। এতে ঘুম ভাল হয়। পাশাপাশি মেলাটোনিন হরমোন ক্ষরণে সাহায্য করে। অনিদ্রার সমস্যা দূর করতে বাথ সল্ট মেশানো জলে স্নান করতে পারেন।

রাতে ঘুমোতে যাওয়ার আগে বাথ সল্ট মেশানো জলে স্নান করুন। এটি স্নায়বিক উত্তেজনা প্রশমিত করে। এতে ঘুম ভাল হয়। পাশাপাশি মেলাটোনিন হরমোন ক্ষরণে সাহায্য করে। অনিদ্রার সমস্যা দূর করতে বাথ সল্ট মেশানো জলে স্নান করতে পারেন।

Next Photo Gallery