দাম বাড়লেও ক্ষতি নেই, পেঁয়াজ কিনে এই পদ্ধতিতে সংরক্ষণ করলে থাকবে বহুদিন
Onion Store At Home: কখনও পেঁয়াজের দাম খুব কম তো কখনও অনেক বেশি। আর বেড়ে গেলেই মনে হয়, যদি কিছু পেঁয়াজ স্টোর (সংরক্ষণ) করে রাখা যেত, তাহলে কী ভালই না হত। আপনাকে এমন কয়েকটি কৌশল জানানো হবে, যাতে অনেকদিন পর্যন্ত বাড়িতে পেঁয়াজ সংরক্ষণ করে রাখতে পারবেন। তাও আবার খারাপ হয়ে যাওয়ার চিন্তা ছাড়াই।