Remal: জমা জলে হেঁটে পায়ে চুলকানি হচ্ছে? বৃষ্টির দিনে যে টোটকায় পায়ের ত্বকের খেয়াল রাখবেন…
Monsoon Foot Care: রেমালের তাণ্ডবে চলছে রাতভর। ঝড়-বৃষ্টির তাণ্ডবে রাস্তাঘাটে জল জমে গিয়েছে। জমা জলের মধ্যেও রাস্তায় বেরোতে হচ্ছে অনেককে। বৃষ্টির জলে পা দিলে বাড়ে সংক্রমণের ঝুঁকি। রাস্তার নোংরা জলে পা দিলেই চুলকানি, র্যাশের সমস্যা দেখা দিতে পারে।