AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rakhi Celebration 2024: দেশের কোন প্রান্তে কেমন করে পালন করা হয় রাখী উৎসব? অবাক করা সব নিয়ম

Rakhi Celebration 2024: কোথাও পালনে রয়েছে আরতির চল তো কোথাও আবার রয়েছে নারকেল দিয়ে পুজো করার রীতি! আবার কোথাও এমন সব আজব রীতি রয়েছে যা জানলে চমকে যাবেন আপনি। তাই না জানলে দেখে নিন সেই সব অজানা তথ্য।

| Updated on: Aug 19, 2024 | 6:25 PM
Share
বাংলা জুড়ে আজ ঘরে ঘরে পালিত হচ্ছে রাখী। কেবল বাংলায় নয়, সারা দেশ জুড়ে আজ মহা ধুমধাম করে পালিত হচ্ছে রাখী বন্ধন উৎসব। তবে নানা রাজ্যে রাখী পূর্ণিমা পালনে রয়েছে নানা নিয়ম বিধি।

বাংলা জুড়ে আজ ঘরে ঘরে পালিত হচ্ছে রাখী। কেবল বাংলায় নয়, সারা দেশ জুড়ে আজ মহা ধুমধাম করে পালিত হচ্ছে রাখী বন্ধন উৎসব। তবে নানা রাজ্যে রাখী পূর্ণিমা পালনে রয়েছে নানা নিয়ম বিধি।

1 / 10
কোথাও পালনে রয়েছে আরতির চল তো কোথাও আবার রয়েছে  নারকেল দিয়ে পুজো করার রীতি! আবার কোথাও এমন সব আজব রীতি রয়েছে যা জানলে চমকে যাবেন আপনি। তাই না জানলে দেখে নিন সেই সব অজানা তথ্য।

কোথাও পালনে রয়েছে আরতির চল তো কোথাও আবার রয়েছে নারকেল দিয়ে পুজো করার রীতি! আবার কোথাও এমন সব আজব রীতি রয়েছে যা জানলে চমকে যাবেন আপনি। তাই না জানলে দেখে নিন সেই সব অজানা তথ্য।

2 / 10
উত্তর ভারত - উত্তর ভারতের রাজ্যগুলি বিশেষ করে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ মতো রাজ্যগুলিতে ধুমধাম করে রাখী পালন করা হয়। পারিবারের সবাই মিলে একসাথে মিলিত হয়। বোনেরা তাঁদের ভাইদের আরতি করে, কপালে তিলক এঁকে দেয়। তারপর হাতে পরিয়ে দেওয়া হয় রাখী।

উত্তর ভারত - উত্তর ভারতের রাজ্যগুলি বিশেষ করে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ মতো রাজ্যগুলিতে ধুমধাম করে রাখী পালন করা হয়। পারিবারের সবাই মিলে একসাথে মিলিত হয়। বোনেরা তাঁদের ভাইদের আরতি করে, কপালে তিলক এঁকে দেয়। তারপর হাতে পরিয়ে দেওয়া হয় রাখী।

3 / 10
ওড়িশা - ওড়িশায় এই দিনটি গামহা পূর্ণিমা নামেও পরিচিত। ওড়িশার বিভিন্ন অংশে গরু ও ষাঁড়ের পুজো করা হয় এই তিথিতে। আসলে এই উৎসব বলদেবের জন্মদিন হিসাবে পালিত হয়। এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ এক ধরনের স্থানীয় খেলা গামহা দিয়ান।

ওড়িশা - ওড়িশায় এই দিনটি গামহা পূর্ণিমা নামেও পরিচিত। ওড়িশার বিভিন্ন অংশে গরু ও ষাঁড়ের পুজো করা হয় এই তিথিতে। আসলে এই উৎসব বলদেবের জন্মদিন হিসাবে পালিত হয়। এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ এক ধরনের স্থানীয় খেলা গামহা দিয়ান।

4 / 10
তামিলনাড়ু এবং কেরালা - রাখী বন্ধন তামিলনাড়ু এবং কেরালাতে 'অবনী আবিত্তম' নামে পরিচিত। এই উৎসবে রীতি মেনে ব্রাহ্মণরা নদীতে ডুব দেয় এবং তাদের পূর্ববর্তী সমস্ত অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে। এর পরে পুরনো 'জানাউ' (পবিত্র সুতো), খুলে নতুন 'জানাউ' পরে।

তামিলনাড়ু এবং কেরালা - রাখী বন্ধন তামিলনাড়ু এবং কেরালাতে 'অবনী আবিত্তম' নামে পরিচিত। এই উৎসবে রীতি মেনে ব্রাহ্মণরা নদীতে ডুব দেয় এবং তাদের পূর্ববর্তী সমস্ত অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে। এর পরে পুরনো 'জানাউ' (পবিত্র সুতো), খুলে নতুন 'জানাউ' পরে।

5 / 10
গুজরাট - গুজরাটে একসঙ্গে পালিত হয় রাখী বন্ধন উৎসব এবং 'পবিত্রতাপনা'। এই উৎসব ভগবান শিবকে উৎসর্গ করা হয়। ভক্তরা শিব মন্দিরে গিয়ে জল, দুধ এবং বেল পাতা নিবেদন করেন। বোনেরা তাদের ভাইদের হাতে রাখী বেঁধে দেয়।

গুজরাট - গুজরাটে একসঙ্গে পালিত হয় রাখী বন্ধন উৎসব এবং 'পবিত্রতাপনা'। এই উৎসব ভগবান শিবকে উৎসর্গ করা হয়। ভক্তরা শিব মন্দিরে গিয়ে জল, দুধ এবং বেল পাতা নিবেদন করেন। বোনেরা তাদের ভাইদের হাতে রাখী বেঁধে দেয়।

6 / 10
রাজস্থান - মরু রাজ্যে এক বিশেষ ধরনের রাখী উৎসব পালন করা হয়। একে বলে 'লুম্বা রাখী'। এই রাখী নারী শক্তির প্রতীক। রীতি মেনে মহিলারা তাঁদের বৌদিকে রাখী পরান এখানে। রাজস্থানী শব্দ 'লুম্বা' কথার অর্থ 'চুড়ি'। পারস্পরিক বন্ধন এবং শ্রদ্ধার প্রতীক এই 'লুম্বা'।

রাজস্থান - মরু রাজ্যে এক বিশেষ ধরনের রাখী উৎসব পালন করা হয়। একে বলে 'লুম্বা রাখী'। এই রাখী নারী শক্তির প্রতীক। রীতি মেনে মহিলারা তাঁদের বৌদিকে রাখী পরান এখানে। রাজস্থানী শব্দ 'লুম্বা' কথার অর্থ 'চুড়ি'। পারস্পরিক বন্ধন এবং শ্রদ্ধার প্রতীক এই 'লুম্বা'।

7 / 10
মহারাষ্ট্র - মহারাষ্ট্রে এই রাখী পূর্ণিমা 'নারিয়াল পূর্ণিমা' নামেও পরিচিত। শ্রাবণ মাসের শেষ দিনে এই পূর্ণিমা তিথিতে সমুদ্র উপকূলবর্তী মহারাষ্ট্রে বিশেষ ভাবে পালন করা হয়। এই দিন সমুদ্রে নারকেল অর্পণ করে এখানকার মানুষ ভগবান বিষ্ণুর প্রার্থনা করেন।

মহারাষ্ট্র - মহারাষ্ট্রে এই রাখী পূর্ণিমা 'নারিয়াল পূর্ণিমা' নামেও পরিচিত। শ্রাবণ মাসের শেষ দিনে এই পূর্ণিমা তিথিতে সমুদ্র উপকূলবর্তী মহারাষ্ট্রে বিশেষ ভাবে পালন করা হয়। এই দিন সমুদ্রে নারকেল অর্পণ করে এখানকার মানুষ ভগবান বিষ্ণুর প্রার্থনা করেন।

8 / 10
মধ্যপ্রদেশ ও বিহার - কৃষকরা এই দিনে তাদের জমি পুজো করে। রাখী পূর্ণিমার এক সপ্তাহ আগে শুরু হয় এই অনুষ্ঠানের। কৃষদের স্ত্রী ক্ষেত থেকে পাতায় মুড়ে মাটি নিয়ে আসে। তারপর মাটিতে বার্লি  বীজ দিয়ে বাড়ির পরিষ্কার এবং সজ্জিত জায়গায় রাখা হয়। ৭ দিন পরে নিজের ছেলের দীর্ঘায়ু কামনা করে সেই পাতায় মোড়া মাটি জলে ভাসিয়ে দেওয়া হয়।

মধ্যপ্রদেশ ও বিহার - কৃষকরা এই দিনে তাদের জমি পুজো করে। রাখী পূর্ণিমার এক সপ্তাহ আগে শুরু হয় এই অনুষ্ঠানের। কৃষদের স্ত্রী ক্ষেত থেকে পাতায় মুড়ে মাটি নিয়ে আসে। তারপর মাটিতে বার্লি বীজ দিয়ে বাড়ির পরিষ্কার এবং সজ্জিত জায়গায় রাখা হয়। ৭ দিন পরে নিজের ছেলের দীর্ঘায়ু কামনা করে সেই পাতায় মোড়া মাটি জলে ভাসিয়ে দেওয়া হয়।

9 / 10
পশ্চিমবঙ্গ - রাখী হল ঝুলন পূর্ণিমারই বৃহত্তর উৎসবের অংশ। ভগবান কৃষ্ণ ও রাধার বর্ষাকালীন মিলনকেই উদযাপন করতে পালন করা হয় এই উৎসব। বাংলায় রাখীর দিন বোনেরা তাদের ভাইদের হাতে রাখী বেঁধে তাঁদের মঙ্গলকামনা করে।

পশ্চিমবঙ্গ - রাখী হল ঝুলন পূর্ণিমারই বৃহত্তর উৎসবের অংশ। ভগবান কৃষ্ণ ও রাধার বর্ষাকালীন মিলনকেই উদযাপন করতে পালন করা হয় এই উৎসব। বাংলায় রাখীর দিন বোনেরা তাদের ভাইদের হাতে রাখী বেঁধে তাঁদের মঙ্গলকামনা করে।

10 / 10
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?
সারারাত বিছানায় শুয়ে কষ্টে ছটফট! কী ভয়ঙ্কর কাজ হল উরফির সঙ্গে?
সারারাত বিছানায় শুয়ে কষ্টে ছটফট! কী ভয়ঙ্কর কাজ হল উরফির সঙ্গে?
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে? চাপ বাড়ছে ইউনূসের উপর
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে? চাপ বাড়ছে ইউনূসের উপর
দিল্লি মরুভূমি হল বলে, আরাবল্লীর ৯০ শতাংশই নাকি পাহাড় নয়!
দিল্লি মরুভূমি হল বলে, আরাবল্লীর ৯০ শতাংশই নাকি পাহাড় নয়!