Wet Clothes: একটানা বৃষ্টিতে ভেজা জামাকাপড় দ্রুত শুকনো করবেন কীভাবে? রইল সহজ টিপস

Monsoon Lifestyle Tips: একটানা বৃষ্টি হয়ে চলেছে। এই বাদলা দিনে সবচেয়ে বড় সমস্যা হয় জামাকাপড় কাচা নিয়ে। আকাশের মুখ ভার দেখে জামাকাপড় কাচেন না। কিন্তু বৃষ্টিতে ভেজা জামাকাপড় না ধুয়ে গতি নেই। ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে জামাকাপড় শুকনো করতে দিলেও খুব একটা লাভ হয় না। ভেজা জামাকাপড় থেকে ভ্যাপসা গন্ধ ছাড়তে থাকে।

| Updated on: Aug 02, 2024 | 11:38 AM
একটানা বৃষ্টি হয়ে চলেছে। এই বাদলা দিনে সবচেয়ে বড় সমস্যা হয় জামাকাপড় কাচা নিয়ে। আকাশের মুখ ভার দেখে জামাকাপড় কাচেন না। কিন্তু বৃষ্টিতে ভেজা জামাকাপড় না ধুয়ে গতি নেই।

একটানা বৃষ্টি হয়ে চলেছে। এই বাদলা দিনে সবচেয়ে বড় সমস্যা হয় জামাকাপড় কাচা নিয়ে। আকাশের মুখ ভার দেখে জামাকাপড় কাচেন না। কিন্তু বৃষ্টিতে ভেজা জামাকাপড় না ধুয়ে গতি নেই।

1 / 8
ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে জামাকাপড় শুকনো করতে দিলেও খুব একটা লাভ হয় না। ভেজা জামাকাপড় থেকে ভ্যাপসা গন্ধ ছাড়তে থাকে। এই মরশুমে জামাকাপড় দ্রুত শুকানোর টোটকা সকলেরই জেনে রাখা দরকার। বর্ষার দিনে অনেক কাজ সহজ হয়ে যাবে।

ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে জামাকাপড় শুকনো করতে দিলেও খুব একটা লাভ হয় না। ভেজা জামাকাপড় থেকে ভ্যাপসা গন্ধ ছাড়তে থাকে। এই মরশুমে জামাকাপড় দ্রুত শুকানোর টোটকা সকলেরই জেনে রাখা দরকার। বর্ষার দিনে অনেক কাজ সহজ হয়ে যাবে।

2 / 8
ভেজা জামাকাপড় দ্রুত নিংড়ে নিন। হাতে কাচুন কিংবা ওয়াশিং মেশিন, বাড়তি জল ভাল করে নিংড়ে নিন। চুপচুপে ভিজে জামা দ্রুত কিন্তু শুকনো হবে না।

ভেজা জামাকাপড় দ্রুত নিংড়ে নিন। হাতে কাচুন কিংবা ওয়াশিং মেশিন, বাড়তি জল ভাল করে নিংড়ে নিন। চুপচুপে ভিজে জামা দ্রুত কিন্তু শুকনো হবে না।

3 / 8
জায়গার অভাবে একটা জামার উপর আরেকটা জামা শুকনো করতে দেবেন না। প্রতিটা জামা আলাদা আলাদা করে ছড়িয়ে মেলে দিন। এতে দ্রুত জামাকাপড় শুকিয়ে যাবে।

জায়গার অভাবে একটা জামার উপর আরেকটা জামা শুকনো করতে দেবেন না। প্রতিটা জামা আলাদা আলাদা করে ছড়িয়ে মেলে দিন। এতে দ্রুত জামাকাপড় শুকিয়ে যাবে।

4 / 8
ভেজা জামাকাপড় দ্রুত শুকনো করতে হেয়ার ড্রায়ারের সাহায্য নিতে পারেন। আন্ডারওয়্যার, মোজা, রুমাল, ছোটখাটো জিনিসপত্র শুকনো করতে হেয়ার ড্রায়ারের সাহায্য নিন। ভেজা পোশাকের থেকে অন্তত ৬-৭ ইঞ্চি দূরে রেখে হেয়ার ড্রায়ার চালিয়ে দিন। 

ভেজা জামাকাপড় দ্রুত শুকনো করতে হেয়ার ড্রায়ারের সাহায্য নিতে পারেন। আন্ডারওয়্যার, মোজা, রুমাল, ছোটখাটো জিনিসপত্র শুকনো করতে হেয়ার ড্রায়ারের সাহায্য নিন। ভেজা পোশাকের থেকে অন্তত ৬-৭ ইঞ্চি দূরে রেখে হেয়ার ড্রায়ার চালিয়ে দিন। 

5 / 8
হেয়ার ড্রায়ার না থাকলে ইস্ত্রির সাহায্য নিতে পারেন। আধ ভেজা জামার উপর তোলার রাখুন। তার উপর দিয়ে ইস্ত্রি চালান। খুব ধীরে ধীরে ইস্ত্রি করবেন। এতে জামার অতিরিক্ত জল তোয়ালে শুষে নেবে এবং জামা শুকিয়ে যাবে।

হেয়ার ড্রায়ার না থাকলে ইস্ত্রির সাহায্য নিতে পারেন। আধ ভেজা জামার উপর তোলার রাখুন। তার উপর দিয়ে ইস্ত্রি চালান। খুব ধীরে ধীরে ইস্ত্রি করবেন। এতে জামার অতিরিক্ত জল তোয়ালে শুষে নেবে এবং জামা শুকিয়ে যাবে।

6 / 8
পাখার তলায় জামাকাপড় শুকনো হতে সময় বেশি নেয়। কিন্তু রোদ না উঠলে এছাড়া আর কোনও গতি থাকে না। তবে, বাড়িতে যদি হিটার থাকে, ঘরে সেটা চালিয়ে দিতে পারেন। এতে জামাকাপড় দ্রুত শুকনো হয়ে যাবে। 

পাখার তলায় জামাকাপড় শুকনো হতে সময় বেশি নেয়। কিন্তু রোদ না উঠলে এছাড়া আর কোনও গতি থাকে না। তবে, বাড়িতে যদি হিটার থাকে, ঘরে সেটা চালিয়ে দিতে পারেন। এতে জামাকাপড় দ্রুত শুকনো হয়ে যাবে। 

7 / 8
এসিতে ড্রাই মোড বলে একটা অপশন রয়েছে। সেটাকে কাজে লাগাতে পারেন। ঘরে জামাগুলো মেলে দিয়ে এসিতে ড্রাই মোড অন করে নিন। এতে ভেজা জামাকাপড় দ্রুত শুকিয়ে যাবে।

এসিতে ড্রাই মোড বলে একটা অপশন রয়েছে। সেটাকে কাজে লাগাতে পারেন। ঘরে জামাগুলো মেলে দিয়ে এসিতে ড্রাই মোড অন করে নিন। এতে ভেজা জামাকাপড় দ্রুত শুকিয়ে যাবে।

8 / 8
Follow Us: